![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগ্লু.........
শীত চলে যাচ্ছে যাচ্ছে বলে... অথচ দেখ এই শীতে তোর সাথে কুয়াশাচ্ছন্ন এক রাতে ছাদে হাঁটতে হাঁটতে ঠক ঠক করে কেঁপে আইস্ক্রিম খাওয়া হয়নি...!!! এবারের শীতকালটা যেন কেমন... প্রথম প্রথম দেখালো খুব জাঁকিয়ে বসেছে... এরপর কথা নেই বার্তা নেই দুম করেই আলগা করে দিয়ে যাচ্ছে... মনে হলো উপরে উপরে ভালোবাসা দেখিয়ে একটু লুকোচুরি খেলে ... হুট করেই আর খেলবো না বলেই পালাচ্ছে... ! এই আইস্ক্রিম ওয়ালা গুলো যে কেন এমন... কানের কাছে এভাবে আইস্ক্রিম আইস্ক্রিম/ কুলফি কুলফি বলে কেন যে চ্যাঁচ্যাঁয় ... লোভ দেখায়... আর তুই হারামীটা বদ্মাশের বয়াদ্মাশুটা কি সুন্দর করে বলিস- আইস্ক্রিম না খেয়ে বিড়ি খাওয়া ভালো... ! তোরে ৩টা লাত্থি বদের হাড্ডিগুড্ডি... লজ্জা করে না এসব গু- গোবর খাস...!
আমার চুড়ির বায়না, পায়েলের ঝঙ্কার... কুলফির আবদার...
ছোট্ট এক কুঁড়েঘরের গল্প... ... শুনতে চাস ... বল...?
বাস্তবতার বেড়াজাল আর নানা টানাপোড়ন এর কাহিনী ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে
টোনাটুনির একটা ছোট্ট সংসার হলে মন্দ কি বল...?
ঝুম বৃষ্টিতে তোকে জোর করে ভেজাবো... নির্লিপ্ত থাকতে গিয়েও এক সময় তুই আমার চোখে ডুব দিবি... যেভাবে কল্পনা কল্পনা খেলাটাতে ডুব দিতিস... মাঝ রাতে ইয়া বড় চাঁদের আলোতে তোর বেসুরা পঁচা গান গুলো শুনে আমি না হয় মুগ্ধ হবো... এরপর কিছুটা পাগ্লামী করে বলেই ফেলবো -
পাগ্লু কত্ত ভালোবাসিস আমায় বল তো? যদি ভালোবেসেই থাকিস তাহলে আয় ছাদ থেকে লাফ দেই... নইলে কিন্তু খামচামি কইরা ... তুই হাসতে হাসতে বলবি... পাগ্লীটা এমন পাগ্লী-ই থাকিস আজীবন... এত সুখ কি আমাদের সহ্য হবে রে... বড্ড ভয় করে আমার... আমি একটু কাছে এসে তোর বুকের সাথে লেপ্টে গিয়ে বলবো -- হবে হবে রে... যতটুকু কপালে লেখা আছে ততটুকুই নেবো... বাকিটা না হয় আমার পার্সের টাকা ছিনতাই তুই যেভাবে করতিস সেভাবে দু’জনে ছিনিয়ে আমাদের কপালে লিখে নেবো...
আহারে কল্পনা... আজ ও তাকে কষ্ট কষ্ট সুখে ভিজিয়ে ...
সুখ সুখ খামে ভরে.....................।।
ইয়া বড় একটা গ্যাস বেলুনের সাথে বেঁধে উড়িয়ে দেই তোর ঠিকানায়............।
১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই.........! (মনি ) নামের শেষে এটা কেন? বুঝলুম না তো?
২| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
কাবিল বলেছেন: ঈপ্সিতা নামটা কেমন খুকি খুকি লাগে, তাই ঈপ্সিতা চৌধুরী না বলে ঈপ্সিতা মনি বলতে ভাল লাগে।
আমার এক কাজিনের নাম ঈপ্সিতা। যদিও অনেক বড় হয়ে গেছে এখনও তাকে ঈপ্সিতা মনি বলেই ডাকি।
যাই হোক ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।
১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধ্যাত......।। ক্ষমার কি আছে? অনেকেই তো বলে ঈপ্সিমণি... কিন্তু আপনি ঈপ্সিতা চৌধুরী (মনি) লিখেছেন বিধায় মনে হচ্ছিলো- পুরোটা আমার নাম! সো আপনি কিছু মনে করবেন না! ঈপ্সিতা মনি বলতে পারেন আমাকেও আপনার বোন ভেবে!
৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখায় আবেগ ঠেসেঠেসে ভরা। আটপৌরে লেখায় ভালো লাগা ঈপ্সিমণি।
১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহহা তাই না কি রাজপুত্র......। অনেক ধন্যবাদ !
৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
আবু শাকিল বলেছেন: পাগ্লু টার এত্ত এত্ত ভাল-বাসা সহ্য হবে ত??
প্রশ্ন ছিল -
পাগ্লু আপনার লেখা পড়ে / হাসি দেয়!!?
১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহাআ কি জানি... কি করে......... ?
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬
কাবিল বলেছেন: বাকিটা না হয় আমার পার্সের টাকা ছিনতাই তুই যেভাবে করতিস সেভাবে দু’জনে ছিনিয়ে আমাদের কপালে লিখে নেবো...
চমৎকার ঈপ্সিতা চৌধুরী (মনি)