![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু একবার তোকে জড়িয়ে ধরে অনুভব করতে চেয়েছিলাম... তুই আমার...
দেখা হলেও সেই অনুভবের ধারে কাছে যাইনি...
কারন দেখা হয়েছিলো সম্পূর্ণ অচেনা এক মানুষের সাথে...
যার খুব কাছে পর্যন্ত বসা যায়নি...
তাকে ছুঁয়ে দেয়ার তাই খায়েস হয়নি... অথচ জানিস?
তবু শুধু একটিবার তোকে জড়িয়ে ধরার অদ্ভুদ এক আক্ষেপ নিয়ে অপেক্ষায় আছি...
না কি বেঁচে আছি......? জানি না জানি না...।
তুই আছিস তুই নেই... আমার একলা বেলা আজ আর
তোর মুচকি হাসিতে ঝলমলে করে উঠে না...
জ্যোৎস্না আলোয় আজ আর ভেজা হয় না...
হয় না শোনা তোর পঁচা গান...
যেন আড়ি নিয়েছি জ্যোৎস্নার সাথে এ জীবনের মত...
যেন ডুবে গেছি ঘোর অমাবশ্যায়!
একপাশে অঝর ধারায় ভিজে চলেছে ...
অন্যপাশে পাঁজর পোড়া প্রেমের গন্ধে ভেসে যাচ্ছে...
তবু যেন হুশ নেই... নেই কারো ফিরে তাকাবার সময়......
অথচ এখানে থাকার কথা ছিলো... প্রেমের একটা উদাহরন... !
কতটা মাথামোটা আমার বল তো...?
তুই বলতিস প্রায় আমায়--- আমার মাথামোটা...!
কতটা গাধা কতটা নির্বোধ আমি বল তো...?
যে তুই প্লান করেই সব করেছিস... প্লান করেই কাছে এসেছিস...
আবার চলে গিয়েছিস... সেই তোর উপর ভরসা করে বসে আছি...
সেই তোকে অন্ধের মত বিশ্বাস করেছি... কতটা অসহায় আমি...
যে আমার না বন্ধু হতে পেরেছে না প্রেমিক...
আজ ও তার উপর অভিমান করি...
আমি তোর প্রেমিকা হতে চেয়েছিলাম রে...
তথাকথিত কটকটি আর শাঁকচুন্নিদের মত ফেলনা হতে চাইনি...
আমি তোর একটা স্পেশাল তুই হতে চেয়েছিলাম... !
লিস্টে থাকা হাজারো তুই হতে চাই নি.........।
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
২| ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আহা এ যেন আমার কথাগুলো কবিতায় ভেসে এসেছে। আবেগে চোখে পানি চলে এসেছে, ডুকড় কেদে উঠছে আমার হ্রিদয় ।
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসস! কাঁদিয়ে দিলাম...
৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬
টোকাই রাজা বলেছেন: আমি তোর একটা স্পেশাল তুই হতে চেয়েছিলাম... !
লিস্টে থাকা হাজারো তুই হতে চাই নি.........।
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু...।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭
রিয়াদ ফেরারী বলেছেন: nice Bro
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হুররররর আমি ব্রো না সিস।।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
প্রামানিক বলেছেন: আমি তোর প্রেমিকা হতে চেয়েছিলাম রে...
তথাকথিত কটকটি আর শাঁকচুন্নিদের মত ফেলনা হতে চাইনি...
দারুণ কথামালা।
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই! ভালো থাকবেন!
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:১১
ভ্রমরের ডানা বলেছেন: না ফোটা এমন অনেক দুঃখী ফুল দেখেছি আমি,
দেখেছি তাদের রক্তকমল লাল টকটকে পুস্পবৃন্ত।
দেখেছি তাদের অনাথনিবাস,
পুকুরপাড়ে আনমনে বসে,
ডালিম গাছের তলে,
বড় অভিমানী, বেণীগাঁথনী ফুটেছে হেলেদুলে।
মাঝেমাঝে ওরা নেমে আসে অথই দিঘির জলে,
কিশোরী বালার কেশের শোভা বাড়ায় পাপড়ি মেলে।
দেখেছি আমি শতেক ফুলকে লুটায়ে পড়েছে বনে,
পুষ্পকোমল ধুলি মেখে তবু দাগ দিয়ে গেল মনে।
হোক না সে ফুল অবহেলিত পথে
সন্ধ্যারাগের টান,
বারবার তবু ফিরে যাব সেথা
জুড়াইতে মনপ্রান।
কবিতা খুব ভাল লেগেছে।
১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ্ আপনার কবিতাও তো বেশ হয়েছে......... ! ভালো থাকবেন!
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৯
রাফা বলেছেন: হুরররররর-স্পেসাল তুই হওয়া কি এতই সোজা ?
চেষ্টা করতে হবে আরো অনেক বেশি।
নট ব্যাড -থ্যান্কস,ঈপ্সিতা চৌধুরি।
১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হুররররর কেউ কেউ যার-তার জন্যই পারফেক্ট তারা স্পেশাল শব্দটার সাথে বেমানান... প্রশ্ন এবং লেখার উত্তর...! হাহহা ধন্যবাদ !
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮
রাবেয়া রাহীম বলেছেন: যে তুই প্লান করেই সব করেছিস... প্লান করেই কাছে এসেছিস...
আবার চলে গিয়েছিস... সেই তোর উপর ভরসা করে বসে আছি...
সেই তোকে অন্ধের মত বিশ্বাস করেছি... কতটা অসহায় আমি... [/sb
অনেক ভাল লাগা লাইন । কামনা শুধু এমন যেন কারোর জীবনে না ঘটে ।
কিন্তু এমন ঘটে থাকে তাই বলে এত সুন্দর কবিতার জন্ম হয়।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭
মহা সমন্বয় বলেছেন: কতটা অসহায় আমি...
যে আমার না বন্ধু হতে পেরেছে না প্রেমিক...
ভাল লাগল।