![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ যদি পাগল বলে
মনটায় চায় ধইরা তারে আছাড় মারি...
শুধু ও যখন আদর করে পাগলী ডাকে...
চুপ চাপ ওর বুকে গিয়ে মুখ লুকাতে ইচ্ছে করে...
কেউ যখন বলে গাধা...
ইচ্ছে করে ধইরা থাপ্রাই...
শুধু ও যখন ভেংচি কেটে গাধী বলে...
মাথা থেকে সব বুদ্ধি তখন উধাও হয়ে যায়...
কেউ যখন বলে বোকা...
মনে মনে বলি- আপনে খুব চালাক তাই না...?
শুধু ও যখন বলে বোকী রে বোকী......
তখন আরো বোকী হয়ে যাই......
কেউ যদি বলে গুন্ডি...
ইচ্ছে করে মাথায় একটা ফুলের টব ছুড়ে মারি......
শুধু ও যখন বলে আমার গুন্ডী বউ... তখন
গুন্ডামী করতে গিয়েও মায়াতে পড়ি...
কেউ যদি বলে ডাকাত্নী...মাস্তান্নী...
ইচ্ছে করে তাদের ইট ছুড়ে মারি......
শুধু ও যখন বলে মাস্তান্নী, মাস্তানী ছাড় না...
ডাকাত্নী আর হামলা করিস না...
তখন সুরসুর করে ওর বুকে লেপ্টে যাই...
ওকে আর ছাড়ি না...
ভালোবাসা বুঝি একেই বলে রে পাগ্লু...... হাব্লু... গাব্লু... বিলুইটা...
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক.........।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫
অভ্রনীল_৫০ বলেছেন: ভালবাসা এরকমই।
ভালো লাগলো
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভালোবাসা এমন-ই পাগ্লামীতে ভরপুর থাকে.........। ধন্যবাদ
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭
জনম দাসী বলেছেন: কথা গুলি মনে হয় খুব পরিচিত, পাগলী এবং... যাই হোক
ভাল থাকুন বোন সব সময়, হাসান ইমতি না!! মনে হয় নিক নেম।
বোন আপনি কি সচলেও লিখেন।
ভাল লাগা রইলো ...
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু শব্দগুলো পরিচিত... ধন্যবাদ আপু! না আমি সচলে লিখি না ! ভালো থাকবেন!
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯
আম আদমি বলেছেন: তাহারেই মনে পড়ে, ভুলিতে পারি না কোনমতে।
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু.........।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: বোকা
প্রশ্ন!!
আমার উত্তরঃ হ্যাঁ, তয় আমি না অন্যেরা ভাবে। আমি কিয়াত্তাম।।
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একটা টব আনছি রাজপুত্রের মাথায় মারুম কইলাম.........।। খুক খুক
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এগ্রেসিভ প্রেমের কবিতা , ++++++++++
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এগ্রেসিভ হাহহহাহা ধন্যবাদ ভাইয়া!!
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯
ইমরাজ কবির মুন বলেছেন:
baah!
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৬
স্টিক্স অ্যাকিলিস বলেছেন: বা বাহ
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
মোঃ খুরশীদ আলম বলেছেন: আমার অনুভূতি ভাই অন্যরকম, আপনার সাথে েকদমই মিরে না
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা না মিললেই ভালো......।।
১০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজপুত্র নেহাত ভালো ছেলের মতো মাথা পাতিয়ে দেবে ভাবিয়া পুলকিত হইয়ো না ঈপ্সিমণি।
সে বৈদ্যুতিক থাম উঠাইবে।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহহা আমি এরপর আপ্নারে অই খাম্বার সাথে বেঁধে রাখবো খুক খুক.........
১১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কথাগুলো। ভাল বেসে এমনই হয় সবাই্।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভালোবেসে এমন পাগ্লামীতে সবাই মেতে ওঠে......।।
১২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: অসাধারণ!
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন ভাই!
১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০২
রুদ্র জাহেদ বলেছেন: বড্ড দুস্টু মিস্টু কবিতা হুম।তবে ভালো ভালোই লাগল
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন ভাই!
১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঈপ্সিমণির ব্যাপক প্রয়োজন
১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনি একটু খেয়ে নিন.........।।
১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: অাফা, ও কি বলেনা ঢং করোনা?
১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহা ঢং তো প্রেমেই করে...।
১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
বাউন্ডুলে বখাটে বলেছেন: Shudhu bolbo "sundor"
১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ !
১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২
রাবেয়া রাহীম বলেছেন: খুব আনন্দ নিয়ে পড়লাম । ভাল ।
১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ !
১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১
বনলতা-সেন বলেছেন: ভালোবাসা জিনিসটাই পাগলাটে
১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন.........
১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১
আবু শাকিল বলেছেন: ওহে উরাধুরা কবি- ও ছাড়া অন্য কেউ যখন পাগলি ডাকে কি করতে ইচ্ছা করে !
২০| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: খেয়েই তো দিলুম।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০
হাসান ইমতি বলেছেন: লোল .