![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর সাজানো মিথ্যেগুলো দিয়ে একটা স্ট্যাটাস দিস....
আমি তাতে লাইক/ কমেন্ট বইয়ে দেবো...
তোর নাটুকে বাস্তবতাগুলো দিয়ে একটা গল্প লিখিস
আমি সেই গল্পের মুগ্ধ পাঠক হবো......।।
তোর আজ/কাল/পরশুর এক এক রকম ডায়লগ দিয়ে কবিতা লিখিস
আমি সেই কবিতার শ্রোতা শুধু না আবৃতিও করে শোনাবো...
তোর বিটেকেলে হাসি দিয়ে সুর বানিয়ে ফেলিস...
আমি তোর কন্ঠে সেই সুরের সুরেলা সঙ্গীত শুনবো...
তোর ভুলগুলো দিয়ে একটি পাহাড় বানিয়ে ফেলিস...
আমি সেই পাহাড়ে হেঁটে বেড়াবো...
তোর ভালোবাসার আড়ালে যে সুন্দর মিথ্যেটা সাজানো ছিলো...
সেটা তোর চোখে সুন্দর করে সাজিয়ে রাখিস...
আমি আড়চোখে সেটা আর ও একবার দেখে নেবো......।।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭
তানজির খান বলেছেন: দারুণ লিখেছেন। ভালবাসা ব্যাপারটা বহুল কাঙ্খিত এবং রহস্যময়। একদা নুরুল হুদাও ভালবেসেছিল, তারো মনের অবস্থা আপনার লেখার থেকে ভিন্ন ছিলনা। নুরুল হুদারা বেহুদার মত ভালবেসে যায়।
খুব ভাল লাগলো। আমার লেখায় আপনাকে আমন্ত্রণ রইলো।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি হয়ত বা......তাই......।। ধন্যবাদ ভাই! ভালো থাকবেন! হু আসবো আপনার লেখাতে......।।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তোর ভুলগুলো দিয়ে একটি পাহাড় বানিয়ে ফেলিস...
আমি সেই পাহাড়ে হেঁটে বেড়াবো...
খুব ভাল লাগল। বরাবরই তোমার লেখা ভাল লাগে আমার।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা.... দারুণ!
ভান্দবীকে এখন থেকে 'তুই' করে ডাকবো।
ভারি মিষ্টি তো!
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা ওকে .........। এরপর ভান্দবী কি বলে জানাবেন......
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮
আম আদমি বলেছেন: তোর ভালোবাসার আড়ালে যে সুন্দর মিথ্যেটা সাজানো ছিলো.................সেটা তোর চোখে সুন্দর করে সাজিয়ে রাখিস................আমি আড়চোখে সেটা আর ও একবার দেখে নেবো......।।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু.....................
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আড়চোখে ক্যান? আপনি কি লক্ষীটেরা।
১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কথা সত্য রাজপুত্র............ খুক খুক
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩
নাজমুস সাকিব রহমান বলেছেন: ভাবনাটা সুন্দর।