নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বাপির জন্মদিনের খানাপিনা.........।।

১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

আজ বাপির জন্মদিন.........
প্রতি অকেশনে নিজ হাতে কার্ড বানিয়ে, গাছের ফুল দিয়ে উইশ করি পরিবারের সবাইকে... কিন্তু মন ভালো নেই, আম্মিগুলা (ভাগ্নি) অসুস্থ তাই কিছু করিনি, গিফট ও আনিনি...কিন্তু বিকেল বেলা মনে হলো, নাস্তা তো বানাতেই হবে একটু বেশি কিছু আয়োজন করি... তাই করলাম।।
একজন বাবা হিসেবে বাপি যতটা প্রিয় তার থেকে মনে হয় সে একজন ছেলে আর ভাই হিসেবে অনেক যোগ্য ...! আমার দাদীমার যোগ্য সন্তান হিসেবে বাপি যা করেছে তাতে আমরা অবাক হই, আর চাচারা পুরো পরিবার কখনোই কোনভাবে বাপির ঋণ শোধ করতে পারবে না... তার থেকেও বড় কথা আমার বাপি এখন কমন বাপি... tongue emoticon ! পুরো পাড়ার (এলাকা) সব বাচ্চুরা বাপিকে বাপি বলে ডাকে... অনেক বড়রাও বাপি বাপি বলে... সে এক আজিব কাহিনী...
বাপি বলে- আমি মরে গেলে এই বাচ্চাগুলাই আমার জন্য কাঁদবে বেশি...! বাচ্চাদের জন্য সব সময় চক্লেট/ হাজমোলা/ সিভিট, খেলার জিনিস রেডি থাকে... সবমিলিয়ে বাপি তো বাপি-ই.........
শুভ জন্মদিন বাপি...
গাজর/বিস্কুটের পুডিং......

নুডুলস......

ফুলকপি ফ্রাই......।

সালাদ......

সবজি/ ধনেপাতা ফ্রাই/সব্জি বড়া... /শেমাই... বড়ই... কমলা... বেদেনা......






মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


এত খেয়ে, দেশে দুর্ভিক্ষ লাগাবেন শেষ

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা না রে ভাই হবে না.........।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: পুডিং টা এইরাম ক্যান? নিগ্রোদের মতো!! =p~ =p~ =p~

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা কফি কালারের ক্রিম বিস্কুট দিয়ে তৈরি তাই নিগ্রো......।।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

সুমন কর বলেছেন: চাচা'র জন্য রইলো জন্মদিনের শুভেচ্ছা.... !:#P

খানাপিনা'তো ভালোই হয়েছে !:#P !:#P

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা......... হাহহা

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০

আরজু পনি বলেছেন: বাপি সবার বাপি...
এই ব্যাপারটা বেশি ভালো লাগছে...আর যোগ্য সন্তান...দারুণ !
বাপির জন্যে অনেক শুভেচ্ছা রইল ।

আপনার এই পোস্টটা সামহাউ একটু টাচি...ব্যাখ্যা করতে চাইছি না ।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা সে এক আজিব কাহিনী আপু (কমন বাপি) ... ! আর টাচি!!!! অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.