নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দিল কে খুশ করতে খুব বেশি কিছুর দরকার নেই রে পাগ্লু... ...

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

অই আয় না... চল আজ রাতে হাঁটবো ....................
কুয়াশায় ঝাপ্সা হয়ে যাওয়া নিয়নের হলুদ আলোয়...
ডুব দেবো মাদকতায়... আমি এপাশ-ওপাশ তাকিয়ে
এইটা সেইটা দেখিয়ে বকবক করে যাবো...
আর তুই শুধু হু হা করে শুনবি... জমানো সব কথা ঢেলে দেবো...
আশে-পাশে কে আছে দেখবো না... কারো দিকে তাকাবো না...
শুধু তুই আর আমি হাঁটবো কুয়াশাচ্ছন্ন রাতে নিয়নের ঝাপ্সা আলোতে...
হুট করেই তুই হাতটা ধরে বলবি... ইসসস...
তুই তো একটা সাপ রে... সাপের মত ঠান্ডা হয়ে গেছে তোর হাত...
চাদরটাও ঠিকঠাক মত গায়ে নিতে পারিস না...
একটু পরেই তো আবার হ্যাচ্চোওও শুরু করবি...
অই অই শয়তান্নী তুই কি ধান্দায় আছিস ঠান্ডা লাগাবি..........
আর আমাকে দিয়ে সেবা করাবি...
একটু পরেই বলবি না কি রে হারামী-
তোর শার্টের কোণাটা দে... সর্দি মুছবো... ইয়াক ইয়াক...
আমি তখন হেসেই মরবো... তুই অদ্ভুদ ভাবে তাকাবি............।।
এই তো ছোট্ট ছোট্ট চাওয়া রে...
ছোট্ট ছোট্ট ইচ্ছে আর ছোট্ট ছোট্ট ভালোলাগার অনুভুতি...
যা অল্পতেই দিল খুশ করে দেয়...
দিল কে খুশ করতে খুব বেশি কিছুর দরকার নেই রে পাগ্লু... ...

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০

মোস্তফা সোহেল বলেছেন: আসলেই দিলকে খুশ করতে খুব বেশি কিছুর দরকার নেই।
শুভেচ্চা রইল কবি

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই! ছোট্ট ছোট্ট অনুভূতি আর ভালোলাগাগুলো দিয়েই মন খুশি হয়ে যায় বেশি কিছুর দরকার নেই.........।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দারুন সব ইচ্ছা । কবিতা ভাল লাগা রইল।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহাআহ অনেক ধন্যবাদ ! কেমন আছেন?

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: ইচ্ছের জয় হোক কবি। আমরা তো আজকাল ইচ্ছেটাকেও ফেরি করি। ভালো থাকুন, স্নিগ্ধতায় থাকুন। নিজের মতো, ইচ্ছের মতো।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আমরা আজকাল রোবট হয়ে গেছি...... তবে কিছু আশা কিছু স্বপ্ন কিছু ইচ্ছে বাঁচিয়ে রাখতে হয়......। ভালো থাকবেন!

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬

আবু শাকিল বলেছেন: আপনার লেখাগুলো পড়ি -তারপর ভাবি। ভাবার পর আর কিছু বলতে পারি না।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহা তাই না কি......... ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.