![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বলছি না রোজ রোজ আমায় ভালোবাসি বল...
আমি শুধু বলছি কি জানিস...?
হুট করে তোর একটা মেসেজ আসুক...যেখানে লিখা থাকবে-
“ অই গুন্ডী, আজ না তোর চাঁদ রাত? শোন, বিকেলে রেডি থাকিস,
যতই কামলা দেই না কেন আজ তোকে নিয়ে বাইরে ঘুরতে যাবো!
আর শোন, শাড়ি পড়বি কিন্তু - হলুদ সবুজে ঘেরা শাড়ি!
আমি ঘোরলাগা দৃষ্টিতে মেসেজটা পড়তে পড়তে তলিয়ে যাবো...
এরপর ঝটপট রেদি হতে ড্রেসিং টেবিলের সামনে বসবো-
চোখে তোর নামে কাজল, কপালে কালো টিপ, চুলে ক্লিপ দেবো
আর একা একা আয়নার সাথে কথা বলবো ... খিল খিল করে হাসবো...
এরপর অপেক্ষায় থাকবো...
তুই আসবি তোর সাথে পাশে বসে রিকশায় করে ঘুরতে যাবো...
তুই মুচকি মুচকি হাসবি... আমি লজ্জায় রাঙা হবো।।
আমাদের ভালোলাগার সেই মাঠে গিয়ে বসবো...
হুট করেই তুই আমার হাত টেনে ধরবি... আমি হাত ছাড়াতে চাইবো...
এরপর তুই ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ থাকতে বলে
পকেট থেকে ডজন খানেক হলুদ/সবুজ চুড়ি বের করে যত্ন নিয়ে পড়াতে থাকবি...
আমি মুগ্ধ হতে হতে কিছু বলার ভাষা হারিয়ে ফেলবো ...
তুই একটুখানি বস এই বলেই হাওয়া হয়ে যাবি...
ফিরে আসবি হাতে কুলফি নিয়ে... এনেই আমার নাক ছুঁয়ে মুখের কাছে ধরবি...
চোখের পানি আটকাবো না আর...
জমে থাকা সব পানি ঝরঝর করে ঢেলে দেবো...
এক হাতে আইস্ক্রিম আর এক হাতে আমাকে আলতো করে টেনে নিয়ে...
বুকের সাথে লেপ্টে নিয়ে শুধু বলবি-- আমার পাগলীটা...!!!
বল পারবি তো... এমন টা করতে... হু...?
২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা স্পেশাল না ভাই... জাস্ট সাদামাটা কিছু ভাবনা ঢেলে দেই...! ভালো লাগে জেনে ভাল লাগলো ... উহু মন খারাপ করবেন না...
২| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: দারুণ!
২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!
৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১
প্রামানিক বলেছেন: দারুণ লাগল। ধন্যবাদ
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা!
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আপনার লেখা মানেই স্পেশাল কিছু । এতো রোমান্টিক লেখা যে পড়তে না পাবার ব্যাথায় কুকরে যায় হ্রদয়। শুন্যতায় হু হু করে উঠে ।