নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ফেবুর একটা লাইক/ কমেন্ট পাওয়ার আশা মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে...!!

২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮

>ফেবুতে লাইক /কমেন্টের আশায় এই দেশেই ছোট্ট এক শিশুকে নির্যাতন করার দৃশ্য ধারন করা হয়, কিভাবে তাকে মেরে ফেলেছে জালিমেরা তাও ভিডিও করে দেখিয়েছে...
>ফেবুতে লাইক/কমেন্টের আশায় আশেপাশে কোন দুর্ঘটনা ঘটলে মানুষ সেই দুর্ঘটনা থেকে সেই মানুষদের বাঁচাতে এগিয়ে না এসে ভিডিও করতে থাকে...
> চলতি পথে কাউকে মেরে ফেলতে দেখলেও মানুষ এগিয়ে আসে না, আগে ভিডিও করে ... শুধু ফেবুতে সেই ভিডিও বা ছবি দেখিয়ে লাইক/কমেন্টের বন্যায় ভাসার জন্য...
>এইতো দুদিন আগে পেপারে পড়লাম- নিজের বয়ফ্রেন্ডকে খুন করে সেই ভিডিও ফেবুতে দিয়েছে এক প্রেমিকা... তারপর নিজেই ধরা খাইছে... (বিদেশে, দেশটার নাম মনে নেই ) ! আবার ইন্ডিয়াতে নদীতে ডুবে এক বন্ধু মারা যাচ্ছে, অন্য বন্ধুরা তা ভিডিও করছে এই ভেবে যে অই বন্ধু বুঝি দুষ্টামি করছে... অবশেষে বন্ধুর মৃত্যু ...
>>অবস্থা দেখে যা মনে হচ্ছে... শুধু ফেবুর একটা লাইক/কমেন্ট এর জন্য মানুষ মরিয়া হয়ে উঠছে- যা করা উচিৎ নয় তা করছে, যা করা উচিৎ তা করছে না...
এমনিতেই এদেশের মানুষের মানবিকতা একদম উঠেই গেছে বললেই চলে...
শুধু ভাবছি- ফেবুর একটা লাইক/কমেন্টের জন্য এরপর না জানি
আর ও কত কি কুকীর্তি দেখতে হবে... আর আফসোস করতে হবে!

মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০

নতুন বলেছেন: কিছু জিনিস ভিডিও তে আসার ফলে দোষীদের সাজা সম্ভব হবে। তাই সব ভিডিওই যে খারাপ তা না।

কিন্তু ফেসবুকে লাইক/সেয়ারের জন্য ভুয়া খবর.ভিডিও,ছবি ছাপানো আসলেই খুবই খারাপ ।

এতে জনগন বিভান্ত হচ্ছে। এদের বিরুদ্ধে মিথ্যা প্রচারনার জন্য ব্যবস্তা নেওয়া দরকার।

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেক্ষেত্রে কিছুটা ঠিক ভাই (প্রথম পয়েন্ট ) ......।। কিন্তু এরপর ও যা ঘটছে তা দেখে শুধু হতাশ-ই হচ্ছি... !

২| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪

মোঃহাদী বলেছেন: শুধু ফেসবুকই নয় , প্রযুক্তির অগ্রগতি মানুষকে অন্তরহীন করে দেয়

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জি ঠিক তাই............।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: এখন লাইক কমেন্ট থেকেও জীবনের মূল্য কম ।

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু তাই তো দেখছি............।।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

মহা সমন্বয় বলেছেন: আগে এই রোগ ছিল শুধু মিডিয়া কর্মীদের, এখন এটা সবার মাঝে ছড়িয়ে পড়েছে।

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এবং ভয়াবহ ভাবে!!!!

৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: জনপ্রিয় হবার ইচ্ছা মানসিক ব্যাধির মতো জড়িয়ে নিয়েছে সমাজকে। ফেবুর লাইক কমেন্ট তার একটা দিক।

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
হু রাজপুত্র.........। সত্যি অবাক হতে হয়!!!

৬| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

শাহ আজিজ বলেছেন: বিজ্ঞান,সমাজ,রোগ-শোক,ইতিহাস, চলমান বিশ্ব ,প্রত্নতত্ত্ব এবং আরও কতকি উপভোগ করি আমি। কিছু অমানুষ না থাকলে কিভাবে ৬ জন মানুষকে পেতাম এই পাতায় যারা ভাবেন বিষয়বস্তুর গভীরের তত্ত্বকথা , আলোচনা করেন, উপায় খোঁজেন । যা আলাপ করেছেন তা দীর্ঘায়িত করবনা শুধু বলব এই লাইক দেয়ার আবালেরা সবসময়ই থাকবে । আপনি ভাবুন কিভাবে নিজেকে শুদ্ধতায় রেখে আরও ব্লগারকে ভাল কিছু লিখতে যা অন্যকে প্রভাবান্বিত করে। এই জনপ্রিয়রা দুদিন বাদে ছোট্ট একটা চাকুরীর জন্য একে ওকে ধরবে কিন্তু সময় চলমান ।

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক বুঝলাম না!!!!!!

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯

শাহাদাত হোসেন বলেছেন: ফেসবুকের লাইক কমেন্ট প্রীতি একটা মানসিক রোগ ।

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এখন তাই মনে হয়!!!!

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩

পড়া চোর বলেছেন: আমাদের আত্মসম্মানবোধের চরম অবনতি ঘটেছে বলেই এরূপ হচ্ছে!

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এবং মানবিকতা নেই বললেই চলে......।।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২০

সাইফুল তুহিন বলেছেন: আত্নউপলদ্ধির বড়ই অভাব এখন আমাদের মাঝে।
যা কিছুই করি, বিবেককে প্রশ্ন করে করলে হয়ত সমাজটা আরো অনেক বেশি সুন্দর হত।

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিন্তু আমরা তা করছি না!!!!!!!!!

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

রাশেদ রাহাত বলেছেন: শুধুমাত্র লিকমুন্ট পাওয়ার আশায় এমনটা হয়। তা বলা ঠিক হবে নাহ্। কিছু ভিন্ন পেক্ষাপট ও কাজ করে। বিশ্লেষণ করার দরকার ছিলো ।

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি শুধু একটা দিক দেখিয়েছি... হু বিশ্লেষণ করলে হয়ত আরো অনেক দিক বের হবে!!! ধন্যবাদ ! পরে আবার এই নিয়ে লিখবো!

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ফেবুতে লাইক পাওয়াকে যারা জীবনের একমাত্র সফলতা বলে মনে করে তারাই এসব করছে। এই প্রবণতা ভয়ঙ্কর।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া ভয়ঙ্কর ভাবে তা বাড়ছে

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফেবুতে লাইক/ কমেন্ট দিয়ে বা পেয়ে কী হয়? আমি তো এর কোন ইতিবাচক দিক দেখি না। যারা এসব করে তাদের লাভ কী? জাকারবারগের টু পাইস ধান্ধা হতে পারে। আপনার আমার কী লাভ?

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিন্তু এই লাইক কমেন্টের জন্য মানুষ যা ইচ্ছে তাই করছে......।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

তুষার আহাসান বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফেবুতে লাইক/ কমেন্ট দিয়ে বা পেয়ে কী হয়? আমি তো এর কোন ইতিবাচক দিক দেখি না। যারা এসব করে তাদের লাভ কী? জাকারবারগের টু পাইস ধান্ধা হতে পারে। আপনার আমার কী লাভ?
আমারও প্রশ্ন এটাই।
পোস্ট ভাল লেগেছে।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি তারাই ভাল বলতে পারবে

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

ধমনী বলেছেন: ভার্চুয়াল খ্যাতির নেশায় বিবেক বিকিয়ে দিচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.