নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আচ্ছা বাদ দে না... বল না শুধু আমায় ...

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

আচ্ছা, বল না কেমন লেগেছিলো আমায়... ? কেমন লাগে এখন... ?
কেমন করে কাটছে তোর আমি বিহীন নানা স্বপন ......... ?
কেমন করে কাটছে সময়...
মনটা কি তোর কখনো পোড়ায়... ?
অভিমান আর বায়নাবিহীন এক একটা সকাল...
কেমন করে কাটে তোর আমি বিহীন একলা বিকাল... ?
বল না , কে তোকে আলতো করে ছুঁয়ে গাল গাল ঘষে ঘুম ভাঙ্গায়...
দুঃখ- সুখের সকল পাওয়ায় কে তোকে নানা রঙে রাঙ্গায়......।।
নিদ্রা বিহীন রাত গুলো কি তোকে খুব কাঁদায় ...
বল না ? সারাদিনে দস্যিপনা করে তোকে এখন কে জ্বালায় ...... ?
ভালোলাগার আবেশে শিরশিরে অনুভূতিতে আজও কি আমায় ভাবিস...
কষ্ট কষ্ট সুখের যন্ত্রনাগুলোর হিসেব কি একটু হলেও রাখিস.........?
ভুল গুলো তোর এক পাল্লায় তুলে রাখিস...
আর এক পাল্লায় ভালোবাসা রেখে ... একবার মেপে দেখিস...
আচ্ছা বাদ দে না... বল না শুধু আমায় ...
কেমন লাগে গুন্ডামী করতে দেখিস না যখন আমায়...?
কেমন লাগে ভাঙ্গা স্বপ্নের মাঝে এলোমেলো ঘুরতে...
পুড়ে যাওয়া মনটাকে কি ইচ্ছে করে আবার ছুঁয়ে দিতে ......?
জানতে কি ইচ্ছে করে... কেমন লেগেছিলো তোকে আমায় ... ?
মুচকি মুচকি হাসিতে দেখতে......... ?

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

তামিম ইবনে আমান বলেছেন: ভালো লাগছে ;)




কবিতা ভালো লাগছে :P

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!

২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

ফারজানামিতু বলেছেন: ভালো লাগলো।

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর।

২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২

আম আদমি বলেছেন: আপু আপনার সব লেখা আমার খুব ভালো লাগে।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই! ভালো থাকবেন!

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বিরক্ত লেগেছে!

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু লাগতেই পারে!!!!!

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: ভালো তো!!!!

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ধন্যবাদ !

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: এই আবেগ কোনদিন পুরানো হবে না। চিরহরিৎ। সেই সাথে ঈপ্সিমণিও। :)

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহ বলা যায় না কখন কি হয়ে যায়.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.