![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>আহাহ শ্বশুরবাড়ি জামাই এলে কি আদর... মুরগি জবাই করো, খাসির মাথা আনো,
মাছের মাথা দাও... গরুর ঠ্যাং আনো...! জামাই কি খাবে, কি পছন্দ করে, কি খায় না, শাশুড়ীরা তার সব মুখস্ত রাখে! জামাই এলেই শুরু হয় আয়োজন! এই শীতের সময়- জামাই এর জন্য আলাদা ভাবে পিঠাপুলির আয়োজন হয়! শাশুড়ি অসুস্থ থাকলেও , বাসায় সমস্যা থাকলেও... সব কিছু ফেলে শাশুড়ীমা জামাই আদরের আপ্যায়নে নেমে যান...
>অথচ এর বিপরীত চিত্র নেই বললেই চলে!! রেয়ার দু/একটা কেস মানে হাতে গোনা হয়তবা ১% মেয়ের ভাগ্যে বউআদর জুটে! শ্বশুরবাড়িতে কয়টা মেয়ের পছন্দের দিকে খেয়াল রাখা হয়? কয়জন শাশুড়ী বউ এর পছন্দের খাবার রান্না করেন, কিংবা কয়টা মেয়ের ভাগ্যে এমন শ্বশুরবাড়ী জুটে যেখানে কোন একদিন তার পছন্দের মেনুতে রান্না হয়!
>জামাই এর একটু অনাদর হলেই মেয়ের শ্বশুরবাড়িতে তুলকালাম হয় মেয়েটাকে যাচ্ছেতাই অপমান করা হয়, কত কথা শুনতে হয়! অথচ বউ এর অনাদর হলে, মেয়ের বাপের বাড়ীর লোকজন চুপ মেরে যায়... ভয়ে কিছু বলতে পারে না... যদি মেয়ের আরো কোন অসুবিধা হয়!
>আজিব হলেও সত্যি যে- জামাই এর শাশুড়ী হিসেবে মেয়েরা পারফেক্ট হয় ৯৯%
কিন্তু বউ এর শাশুড়ী হিসেবে এই মেয়েরাই পারফেক্ট হয় না ৯৯%...!!
সত্যি মেয়ে তোমরা আজিব-ই বটে!!!!
২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনি ঠিক কি বোঝালেন... বুঝলাম না.........।। একদিনের অতিথিকে আয়েশ করে আপ্যায়ন করা যায়, আর চিরদিনের অতিথিকে রোজ রোজ অনাদর... মানতে পারলাম না!
২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
আখেনাটেন বলেছেন: ''সত্যি মেয়ে তোমরা আজিব-ই বটে!!!!''-মেয়েদেরই ঠিক করতে হবে তারা জামাই আদর করবে নাকি বউ আদর করবে! সমাজ ব্যবস্থার পরিবর্তন করে গারোদের মতো মাতৃতান্ত্রিক পরিবার হলে মনে হ্য় উল্টোটা হওয়ার সম্ভাবনা আছে। আন্দোলনে নেমে পড়ুক মেয়েরা। আমরাও না হয় পালে হাওয়া দিলাম!!! কারণ এতে বাংগালী বেকার বা অল্প রোজগারকারী ছেলেরা কিছুটা হলেও হাফ ছেড়ে বাঁচবে বিয়ের পরের অর্থনৈতিক টেনশান থেকে। ভালো তো ভালো না।
২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দেখুন কিছু ব্যাপার আছে- যা নিজের মন মানসিকতার উপর নির্ভর করে, এটা বলে কয়ে হয় না......।।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২
আবু শাকিল বলেছেন: পুরুষতন্ত্রের সমাজে এটাই স্বাভাবিক।সমাজের কিছু নিয়ম আপনারাই তৈরি করে দিয়েছেন।
জামাই যখন শ্বশুর বাড়িতে যান।মেয়ের জামাইকে নিয়ে শ্বশুরকে এত ব্যস্ত হতে দেখি না।
শ্বাশুরি আগ বাড়িয়ে শ্বশুরের হাতে বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দেন।বাজারে যাও, জামাই আসছে।
শুরুটা করল কে???
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু আমরা না এটাও পুরুষের তৈরি ভাইয়া.........
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯
বিপরীত বাক বলেছেন: সংকীর্ণ চিত্তের সাম্প্রদায়িক চিন্তা ভাবনা।।
আছেন কোন যুগে? এইসব কাহিনী এ যুগে অচল। তবে নিয়মিত ভারতীয় সিরিয়াল দেখলে লেখা ঠিক আছে। কল্পজগৎের ভাবনা।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা সত্যিটা হিন্দি সিরিয়ালের থেকেও কঠিন এবং বাস্তবের এই ঘটনা অস্বীকার করে আপনি নিজেও সংকীর্ণ মানসিকতার পরিচয় দিলেন! প্রথমেই বলি- এটা ফানি পোস্ট কিন্তু বাস্তব ও বটে!
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: জামাই এর শাশুড়ী হিসেবে মেয়েরা পারফেক্ট হয় ৯৯%
কিন্তু বউ এর শাশুড়ী হিসেবে এই মেয়েরাই পারফেক্ট হয় না ৯৯%...!!
দারুন বলেছেন।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহ তাই তো দেখি রাজপুত্র.........।।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
ধমনী বলেছেন: দারুণ বলেছেন।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
সুমন কর বলেছেন: জামাইরা শ্বশুড়বাড়ি না গেলেই তো হয়......
২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহাহা তা তো জামাইরা মানবো না......।।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুধু মেয়েদের কথা বললেন কেন? মেয়েরা সমাজের শক্তিশালী পুরুষতন্ত্রের শিকার। যে মেয়েটা বউ হয়ে যায় সে তো শ্বশুরবাড়িতেই জীবন কাটায়, আর জামাই তার শ্বশুরবাড়িতে স্রেফ অতিথি। এই অবস্থায় কে কোনঠাসা আর অবহেলিত হবে তা সহজেই বোঝা যায়।