![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা হলো- যখন তুই শার্ট এর বোতাম নাই দেখে ... আমাকে নক করিস...
ভালোবাসা হলো- টাই এর নট বাঁধতে গিয়ে আমায় যখন খুঁজিস ...
ভালোবাসা হলো- বিনে অজুহাতে আমায় যখন ছবি পাঠিয়ে দিস...
ভালোবাসা হলো-- খামোখাই যখন কথা বলার এই সেই বাহানা খুঁজিস ......
ভালোবাসা হলো- ঘুম থেকে ওঠার আগে আমায় যখন কাছে ডাকিস...
ভালোবাসা হলো- কানের পাশে মুখ নিয়ে যখন-- তুই কি আমার সব হবি... বলিস...
ভালোবাসা হলো- কিচ্ছু নাই রে বলে যখন আমাকে রাঁধতে বলিস...
ভালোবাসা হলো- আজ তোকে ঘুরতে নিয়ে যাবো বলে হুট করেই চমকে দিস...
ভালোবাসা হলো- আলনায় ঝুলে থাকা পাঞ্জাবীটাতে হাত বুলিয়ে
যখন আমায় ভেবে ছুঁয়ে দিস... ....................
ভালোবাসা হলো- রাস্তার পাশের দোকানে চুড়ি দেখে যখন দীর্ঘশ্বাস ফেলিস...
ভালোবাসা হলো- মাঝরাতে যখন সিড়িঘরের মাঝসিড়িতে বসে আমায় ভাবিস...
ভালোবাসা হলো- কুলফির মাঝে যখন আমার ছটফটে মুখ দেখিস...
ভালোবাসা হলো- রাতের গল্পে যখন একাকী হয়ে আমাকে ভেবে কাঁদিস ...
ভালোবাসা হলো- চলে গিয়েও যখন বারবার ফিরে আসিস............।
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাত্তমিজ মনে এমনিতেই থেকে যায় ভাই.........।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৫
ধমনী বলেছেন: ভালু কহছেন।
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৭
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: ভালোবাসা...... কানের পাশে মুখ নিয়ে যখন-- তুই কি আমার সব হবি... দূর্দান্ত।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা! ভালো থাকবেন!
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪১
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: এতো ধইনা পাতা??? ভালো তো......
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
আবু শাকিল বলেছেন: আহালে -ভাল-বাসা।
এতু ভালবাসা কিভাবে পোষে রাখেন