![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>কোন একদিন মাঝরাতে মেয়েটার অনুপস্থিতি সিড়িঘরের মাঝসিড়িতে বিষণ্ণ মনে বিল্লিটাকে পাশে নিয়ে বসে থাকা ছেলেটাকে জানান দিয়ে যায়... পাশে থাকা চায়ের মগটা নিকোটিনে ভরে যায়...
>সন্ধ্যাবেলায় ধোঁয়া ওঠা চায়ের মগ হাতে নিয়ে ঝুল বারান্দায় দাঁড়িয়ে থাকা মেয়েটাও কার সাথে এক কাপ চায়ের হুড়োহুড়িটা মনে করে নীরবে চখের জল ফেলে যায়.........
>কুয়াশা ভেজা ভোরে আলতো করে কারো গালে গাল ঘষে ঘুম ভাঙ্গানোর কথা ভেবে ছেলেটা আবার বিষন্নতায় তলিয়ে যায়.........
>ড্রেসিং টেবিলের সামনে বসে মেয়েটা লেপ্টে যাওয়া কাজলে কারো আঙ্গুলের ছোঁয়া খুঁজে যায়... এলো চুলের ক্লিপ, কপালের কালো টিপ... সবকিছু কেমন যেন লাগে... দম বন্ধ হয়ে আসে... তবু যেন শুনতে পায় একটা ঘোরলাগা কন্ঠ-- পাগলী পাগলী...
>রাস্তার পাশের দোকানে চুড়ি ... আর আইস্ক্রিম দেখলে ছেলেটার কিছু আদুরে বায়নার কথা মনে পড়ে যায়...
>আশেপাশে কোন গান শুনলে মেয়েটার শুধু ছেলেটার কন্ঠে গান শুনতে ইচ্ছে করে...
>কারনে অকারনে মেয়েটাকে ছবি দিয়ে ছেলেটার শুধু জ্বালাতে ইচ্ছে করে...
>আলনায় থাকা ওড়নাটাতে মেয়েটা সেই তুই তুই গন্ধে মাতোয়ারা হয়...
>জ্যোৎস্না আলোয় একাকী ভিজে ছেলেটা গাইতে গিয়ে থেমে যায়...
>বৃষ্টিভেজা দুপুরে পায়ে পায়েল আর হাতে চুড়ি... ছেলেটার পছন্দের শাড়ি পড়ে ঘুরে বেড়ায়...
অদ্ভুদ এক তুইহীনতায় তাদের বুকের মাঝে যে চিন চিনে ব্যাথাটা হয়...
সেই ব্যাথাটার নাম তারা দিয়েছে- কষ্ট কষ্ট সুখ...
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা তাই না কি.........।।?
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১
খোলা মনের কথা বলেছেন: পুরানো প্রেম নতুন করে জানান দিচ্ছে। যাই হোক ভাল লাগলো । শুভ কামনা রইল