![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>নরসিংদীর বেলাবর এর বটেশ্বর গ্রামে এক পিতা তার ৩ছেলের এক-ই দিনে বিয়ে দিয়েছে এবং তা যৌতুকবিহীন...!
ঘটনা নিঃসন্দেহে আশাজাগানিয়ার সংবাদ দেয়!
>রোজ রোজ যৌতুক এর কারনে হত্যা/ অত্যাচার / এর খবর দেখতে দেখতে ব্যাপারটা কেমন যেন
ডাল-ভাত এর মত হয়ে যাচ্ছিলো... (খবর ইত্তেফাক- ১৯ পৃষ্ঠা ) !
এই পৃষ্ঠাতেই আছে যৌতুকের কারনে এসিডে ঝলসানো পূর্ণিমার মৃত্যু সংবাদ !
>>যৌতুক এখন নতুন রূপে ! বর পক্ষরা উপহার হিসেবে যা দিবেন তাই নেবো বলে যৌতুক নেয় ! একশ্রেনীর বাবা-মা মানে মেয়ে পক্ষ মেয়ের সকল সুবিধা নিশ্চিতের লক্ষে মেয়ের জন্য বদনা থেকে শুরু করে লবনের পট পর্যন্ত দিয়ে দেয় এছাড়া তো বিয়ের গিফট যত পায় সব-ই দিয়ে দেয়... !
এই দিনাজপুরেই মেয়ের ঘর সাজিয়ে যাবতীয় জিনিস পত্র দিয়ে মেয়েকে বিদায় দেয়া হয় আর সেইসব বরপক্ষরা সুরসুর করে তা নিয়ে নেয়! মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে নিজের বাপের দেয়া পালঙ্কে/ চাদরে/বালিশে বাসররাত পার করে... ঘর ভর্তি থাকে বাপের বাড়ীর দেয়া জিনিস! আহহা! কি সুখ দেয়াতে... কি সুখ এমন ফকিরের মত হাত পেতে নেয়াতে! এই যৌতুক দেয়া-নেয়ার ক্ষেত্রে বরপক্ষ দায়ী- ৯৯% এবং মেয়ে পক্ষ অবশ্যই ১%! তবে মেয়ের জামাইকে কিংবা মেয়ের জন্য কিছু দেয়াতে আপত্তি নেই যদি সেটা যৌতুক বা যৌতুকের আরেক নতুন রূপ উপহার নামে দেয়া না হয়.........! দিলাম সেটা ভালোলাগা থেকে দিলাম যেখানে কোন শর্ত কোন চাপ নেই.........।
>>>সে যাক যা বলতে চাইছিলাম- উপরের মত এমন উদাহরণ যেন রোজ রোজ পাই সেই প্রত্যাশায় ......... !
৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই! ভালো থাকবেন!
২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: যৌতুকের মতো জগন্য সামাজিক প্রথার বিলুপ্ত ঘটুক।
ধন্যবাদ খবরটা শেয়ার করার জন্য!
৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই এটা চিরতরে বিলুপ্ত হোক!
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রত্যাশাটা আমার আপনার সকলের।
৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু রাজপুত্র!
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
টোটন বলেছেন: আপনার লেখা গুলি হেব্বি