![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহ্ কতদিন কল্পনা কল্পনা খেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে..........
এক বেগুনীতে কামড় বসানো হয়নি...
কতদিন টং দোকানে দাঁড়িয়ে এক কাপ চায়ে হুড়োহুড়ি করা হয়নি...
কতদিন চুড়ির রিনিকঝিনিক শব্দে আর পায়েলের ঝমঝম শব্দে...
ছুটে ছুটে বৃষ্টিতে ভেজা হয়নি... হয়নি কারো চোখে ডুব দেয়া...
আইস্ক্রিম কারো নাকে ঘষে দেয়া হয়নি...
কারো বুকের উত্তাপে ভেজা চুল শুকানো...
জ্যোৎস্না আলোয় ভিজে ভিজে শোনা হয়নি কারো পঁচা গান...
কতদিন ঝগড়া করিনি... গালি শুনিনি...
সবুজ ঘাসে পা ফেলে পাশাপাশি হেঁটে আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে হাঁটা হয়নি... ধ্যাত...
তুই আসলেই একটা যাচ্ছেতাই...
একটা বদের ডিব্বা... ডিস্কো বান্দর...
যখন আসিস তখন হুড়মুড়িয়ে এসে হামলা করিস...
আর যখন লাপাত্তা তো লাপাত্তাই...
তুই একটা হ্রামীর হ্রামী... নিজের প্রয়োজন বুঝিস...
আর বিটকেলে হাসি দিয়ে ভূতের মত নাচিস...
তোরে পিটাইতে ইচ্ছে করে...
ইচ্ছে করে খামচামি করে তোকে দাগী করে দেই...
ইচ্ছে করে সজনা গাছটাতে বাইন্ধা রাখি...
নয়ত হাত -পা বাইন্ধা ছাদে রোদের মধ্যে ফেলে রাখি...
এরপর তোর সামনে বসে... আচার খাই...
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা!
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৯
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: এটা চাটনি হিসেবে ভালো।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১১
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: ভালো তো!!!