নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমি বলছি না ............ (কাব্য ) ;) :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬



# তুই আমার ঘুম ভাঙানী অ্যালার্ম হয়ে যা.........।।
আরে বাবা বলেছি না কি এটা কর সেটা কর...
আমি শুধু চাই---
সকাল বেলা ঠিক টাইম মত আলতো করে কপাল ছুঁয়ে ...........
কানের পাশে মুখ নিয়ে তুই বল- ভালোবাসি ভালোবাসি, তুই কি আমার সব হবি ‘ ...
বলেই মুখের উপর পড়ে থাকা এলো চুলগুলো সরিয়ে আলতো করে ঘুম ভাঙ্গা...
তারপর আমি চোখ মেলে সকালের মুখ দেখবো...
আমি চাই আমাকে কোলে নিয়ে তুই ওয়াশ রুমে দিয়ে আসবি...
ব্রাশ, টাওয়েল সব রেডি করে রাখবি...
শোন, জোড়ে জোড়ে চিল্লাবি না কিন্তু কইলাম...
নইলে গরম চা তোর মাথায় ঢেলে তোকে টাক্লা বানিয়ে দেবো ...। হু .........
(কয়েকদিন আগে সকালে ঘড়ির অ্যালার্ম বাজেনি... মানে ঘড়িতে অ্যালার্ম দিতে ভুলে গেছি, উঠেছি সারে ৮টায়...
উঠেই চারদিক আন্ধার দেখি... কি করবো? কোনদিকে যাবো... মাথা খারাপ...

# তুই আমায় শাড়ি পড়িয়ে দিতে একটু হেল্পা...

বলিনি তোকে রোজ রোজ ভালোবাসি বলতে হবে...
বলেছি আমি শুধু চাই...
তুই আমায় শাড়ি পড়িয়ে দিতে একটু হেল্পা...
জানিস-ই তো একা একা শাড়ির কুঁচি করা যায় না...
আমি চাই এলোমেলো কুঁচিগুলি ঠিক করে কোমরে গুঁজে দেয়ার অজুহাতে
তুই চুপিসারে আমাকে ছুঁয়ে যা...
এত্তগুলা সেফটিপিন শাড়িতে ঠিক মত করে লাগিয়ে দে... ব্যাথা ছাড়াই...!
আমি চাই আঁচলটা সুন্দর করে ভাঁজ করে পিনাপ করে দে...
এরপর আয়নার সামনে দাঁড় করিয়ে...
আমার বাচ্চি মায়াবতীটা বলে থুতনিটা আলতো করে ছুঁয়ে দে...
তারপর আমি ফড়িঙের মত ঘুরে বেড়াবো...
অই শোন, একটা চাবির গোছা কিনে দিস...
কখনো শাড়ির আঁচলে , কখনো কোমরের কাছে সেই চাবির গোছা নিয়ে
আমি ঝন ঝন শব্দ করে হেঁটে বেড়াবো.........
(স্কুলের প্রোগ্রামে শাড়ি পড়তে হবে তাই তোরে আগাম নোটিশ দিলুম )

# অই শোন, আমি বলছি না...
সব সময় আমার হাত ধরে হাঁটতে হবে...
আমি শুধু বলছি- এই শীতের কোন এক রাতে ঘন কুয়াশার ভেতরে...
যখন একজন অন্যজন কে দেখা যাবে না...
তখন শুধু আমার হাত টা ধরে হাঁটলেই হবে... বুদ্ধু...।। বুঝলি...?

# আমি শুধু বলছি এই কাঁপুনী কমাতে ...............

আমি বলিনি রোজ রোজ আমাকে ভালোবাসি বলতে হবে...
আমি বলিনি ... এই কনকনে শীতে আমার যখন কাঁপুনী আসছে
তখন তুই আমার কাঁথা / কম্বল/ লেপ/ তোষক হয়ে............
জাপ্টে ধরে আমার কাঁপুনী কমা...
আমি শুধু বলছি শীতের সকালের আর রাতের এই কাঁপুনী কমাতে .............
তুই আমাদের ছাদে গিয়ে আমার জন্য ভাঙ্গা চুলায় আগুন জ্বালা ...
আগুনের উষ্ণতা হাতে নিয়ে আমার গালে ছুঁয়ে দিয়ে যা...
( দেখিস আবার আগুন জ্বালাতে গিয়ে নিজের হাতটাই
যেন পুড়ে না ফেলিস... হু...




মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

অগ্নি কল্লোল বলেছেন: শীতে যখন আমার কাপুনি আসছে তখন তুই কাঁথা হয়ে আমায় জাপটে ধরবি।।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা ইহা কি আপনার কথা? আমার কিন্তু না... আমি চাই সে আগুন জ্বালিয়ে তার উত্তাপ এনে আমাকে দিক......।।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

হাসান মাহবুব বলেছেন: ভালা হৈসে কাইব্য।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া! অনেকদিন পর! কেমন আছেন?

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালো লাগা জানতে ভুল করবনা । অনেক ভালো লেগেছে। ভাল থাকবেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা জেনে নিলাম............ ! কেমন আছেন?

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

পথে-ঘাটে বলেছেন: 'হেল্পা' শব্দটা আমার কাছে নতুন। অবশ্য ব্লগিংও আমি নতুন।



যাহোক ভাল লাগার মত একটা কবিতা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হেল্পা মানে হেল্প কর.........।হাহহাহ! শুভ কামনা... হ্যাপ্পি ব্লগিং.........

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

মাে:শরিফুল ইসলাম রাহাত বলেছেন: অসাধারণ ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ বাহ....ভালো লাগল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালো আছি । তোমার লিখা পড়ে ভালো না থেকে পারি! তোমার লেখাতে একটা আলাদা মজা পাই । পাঠক মাত্রই একেক জনের একেক রুচি। আমার ভালো লাগে তাই বলছি। ভাল থাকো সবসময়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... আপনার মন্তব্যে অনুপ্রানীত হলাম! আপনিও ভালো থাকবেন!

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

শুভ্র বিকেল বলেছেন: সবগুলোই অনেক সুন্দর। ধন্যবাদ কবি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভাল থাকবেন!

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঘাড়ে করে সখা নিয়ে চলো মোরে


কাব্যে কাবু।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাহহহা ঘাড়ে উঠতে কি যে মজাআআআ রাজপুত্র! কাব্যে কাবু!!!! তা এখন কেমন আছেন?

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো। :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু...............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.