![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোন, যে ছেলেটা হলুদ সবুজে ঘেরা একটা তাঁতের শাড়ী, এক মুঠ রেশমী চুড়ি, কালো টিপের একটা পাতা, এক জোড়া পায়েল, আর হলুদ সবুজ জারবারা দিয়ে আমায় তার ফাল্গুনী হতে বলবে আমি কিন্তু তার ফাল্গুনী হয়ে যাবো এই আমি বলে দিলাম... হু...
হাহহা মনে আছে তোর ? এই লেখাটা পড়া মাত্রই তোর কি চিল্লানী... !!
শালা খাচ্চরনী শয়তান্নী আমি তোরে শাড়ী / চুড়ি/ পায়েল/ ফুল দেই নাই তাই তুই এখন আর একজনের ফাল্গুনী হবি? যা তোরে তিন তালাক দিলাম...! সে কি অভিমান তোর!! আর আমি তো এদিকে হাসতে হাসতে শেষ...
কিছু পরেই আবার তোর মেসেজ- অই অই তুই কি সত্যি অন্য কারো ফাল্গুনী হবি...?
ফিরতি মেসেজে বললাম- হু হবো, তুই পঁচা... একদম পঁচা...
# ও ভালো তো আমি পঁচা আর অন্যরা খুব ভালো!!!
#হু তুই পঁচা... কেন পঁচা জানিস?
# বল কেন...?
#কারন তুই আমারে চিনিস নাই...!!
#মানে? চিনি নাই মানে? তোর মত শয়তান্নী আছে না কি?
# শোন, তুই কি করে ভাবলি - আমি অন্য কারো ফাল্গুনী হবো?
# অই অই মাফ কর রে... তুই এমন করে বললি!! তুই জানিস না, তোকে আমি ...
এরপরেই কিছু ছবি আসে মেসেজে--
পাগ্লু তুই শাড়ি কিনে রেখেছিস...? আর এইগুলা কি? চুড়ি? পায়েল...? টিপ... ?
এসব আমার জন্য?
# না তোর জন্য না!! সব শাঁকচুন্নি আর কটকটিদের জন্য পাগলী... একটা...
অই শোন, এই দেখ বলে আমি তোর জন্য কেনা একটু হাল্কা হলুদ সবুজে ঘেরা পাঞ্জাবি আর পাজামার পিক দেই, সাথে একটা ওয়ালেট, একটা সানগ্লাস, একটা ঘড়ি...
তুই হাসতেই থাকিস...
এভাবে আর কত গিফট জমাবি পাগলী? আমি বললাম- তুই ও তো জমাচ্ছিস?
আচ্ছা শোন, আমি কিন্তু বিকেলে অপেক্ষায় থাকবো, তুই নিজ হাতে আমার খোঁপায় ফুল পড়িয়ে দিস, এরপর দুজনে ঘুরতে যাবো... রিকশায় করে মেলাতে যাবো, আমি কিন্তু চরকিতে উঠবো... মানা করতে পারবি না...এরপর কুলফি খাবো... সুযোগ পেলে তোর নাকেও ঘষে দেবো... এক মুঠ চুড়ি কিনবো আরো অনেক কিছু কিনবো... চিন্তা করিস না... সব টাকা তুই আমার পার্সেই পাবি... আমার পার্স ছিন্তাই করে তুই একে একে আমায় সব কিছু কিনে দিবি... অই শোন একটা ললিপপ কিনে দুজনে এপাশ- ওপাশ ধরে মাখামাখি করে খাবো... বেলুন কিনবো... গ্যাস বেলুন কিনবো... এরপর ভালোবাসি ভালোবাসি লিখে ছেড়ে দেবো... তারপর মেলা থেকে এত্ত এত্ত জিনিস কিনবো... ভাবছিস তোরে ফকির বানাবো...? আরে হ্রামী তুই তো ফকির-ই তোরে আর কি ফকির বানাবো বল...? ভয় পাচ্ছিস না কি রে...? সব তো আমার পার্স থেকেই যাবে...! এরপর দেখিস কিভাবে সবকিছু সুদে-আসলে আমি আদায় করি হু...! শোন ফেরার পথে রিকশায় আমার এলো চুল তোকে একটু ডিস্টার্ব করবে... চুল সরিয়ে দেয়ার অজুহাতে তুই আমার কপাল আলতো করে ছুঁয়ে দিবি... আর মুচকি মুচকি হাসবি...! পাশে বসে হাতের উপর হাতটা আলতো করে রেখে জানিয়ে দিবি তুই আমার ফাগুন... আর আমি তোর ফাগুনের আগুন... হাহা না আগুনী... !
যাবার বেলায় একটু জড়িয়ে নিস... যেন আমি অনুভব করতে পারি- তুই আমার...!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: প্রথম প্লাস ... অনেক ধন্যবাদ ! ভালো ত্থাকবেন! হলুদিয়া শুভেচ্ছা!
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
আর মেলায় গিয়ে কি খাবেন সেটাত বললেন না ?
ফাল্গুনীয় শুভেচ্ছা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা কান্ডারী ভাই কেম্নে ভুইলা গেলাম...! কুলফির কথা কই নাই!!! শুধু কুলফি খাবো... ! শুভেচ্ছা!
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
প্রামানিক বলেছেন: ফাল্গুনীয় লেখা চমৎকার লাগল। ধন্যবাদ
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা! হলুদিয়া শুভেচ্ছা!
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬
অগ্নি কল্লোল বলেছেন: সবতো আমার পার্স থাকেই যাবে।।কি বলবো ভাষা খুজে পাচ্ছি পাচ্ছি না।।একদম ফাটাফাটি।।প্রতিটা লাইন চমৎকার।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন! হলুদিয়া শুভেচ্ছা!
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪
মহা সমন্বয় বলেছেন: ফাল্গুনের এই দিনে আমার প্রত্যাশা-
শুভ হোক ফল্গুন
সবার জীবনে নেমে আসুক বসন্ত
ফাল্গুনী মাতাল হাওয়ায় ভেসে যাক সবাই
ফাল্গুনি চিঠি পড়ে ভাল লাগল।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন! হলুদিয়া শুভেচ্ছা!
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: একগুচ্ছ পলাশ ফুল দিলাম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হলুদিয়া শুভেচ্ছা!
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫০
ইশতিয়াক ফাহাদ বলেছেন: অনেক রোমান্টিক বটে । হলুদিয়া শুভেচ্ছা!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা! ভালো থাকবেন!
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫
বিজন রয় বলেছেন: অাগুনী-ফল্গুনী।++