নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভ্যালেন্টাইন চিঠি.।.।.।.।.।।।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪১


আচ্ছা, ভ্যালেন্টাইনে কি কেউ নীল রঙে রাঙায় বল...? অথচ তুই বদমাশটা আমাকে নীল রঙে কেন রাঙিয়ে ছিলি সেদিন বল তো...? আর তারপর-ই লালে লাল... ! মনে আছে তোর ...? আচ্ছা এবার কি করবি... বল...? কেন জানি মনে হচ্ছে... একটা সারপ্রাইজ থাকবে... অপেক্ষায় রে পাগ্লু... অপেক্ষায়... ! শোন তোর জন্য কেনা সাদা পাঞ্জাবিটা পাজামা সহ আর লাল ওড়নাটা তোর বিছানার পাশের টেবিলে রেখে দিয়েছি...! সাথে একটা ঘড়ি আছে রে পাগ্লু...! কাল তো দিয়েছিলাম ফাল্গুনী ঘড়ি আর আজ ভ্যালেন্টাইন...! শোন, অফিসে যাওয়ার আগে পাজামা/পাঞ্জাবিটা একটু ছুঁয়ে দিস আর লাল ওড়নাটা বুকে জড়িয়ে আমাকে অনুভব করে নিস... আর ঘড়িটা অফিসে পরে যাবি কিন্তু...! অফিস থেকে একটু তাড়াতাড়ি আসিস কেমন... আমি অপেক্ষায় থাকবো রে...আসার সময় লাল জারবারা নয় লাল টুকটুকে গ্লাডিওলাস নিয়ে আসিস! তুই নিজ হাতে আমার খোঁপায় সেই ফুল দিয়ে দিস...! আর আমার লাল চুড়ি, লাল টিপের পাতা, চুলের ক্লিপ আর পায়েল জোড়া কই রে হাব্লা...? কোথায় লুকিয়ে রেখেছিস হু...? ছবি দে না আমায় তাড়াতাড়ি...! কি অদ্ভুদ ভাবে ভালোলাগা আর ভালোবাসায় ছুঁয়ে ছুঁয়ে আমরা দূরে থেকে ও কত কাছে হয়ে যাই... কয়জনে পারে বল তো এমনটা করতে...? অই শোন বিকেলে রিকশায় করে আমরা প্রথমে কিন্তু মেলাতে যাবো রে...! আর গিয়েই আমি চরকীতে উঠবো! চিল্লাবি না কিন্তু! তুই তো জানিস আমার চরকিতে উঠতে খুব ভালো লাগে! মেলা থেকে অনেক কিছু কিনবো... ভয় পাচ্ছিস? হাহহা তোকে ফকির বানাবো না পাগ্লু! আমার পার্স থেকে সব টাকা নিয়ে জিনিসপত্রের দাম শোধ করিস তবে তোরে ছাইড়া দেবো এইটা ভাবিস না হু... সব কিছুর সুদে আসলে শোধ নেবো হু...একদিন! এরপর আইস্ক্রিম খাবো... সুযোগ পেলে আঙ্গুলে একটুখানি আইস্ক্রিম নিয়ে তোর নাকে দিয়ে দেবো... তুই কি খাবি বল...? অই শোন আমি তোর জন্য ভ্যালেন্টাইন স্পেশাল রান্না করবো... কেক/ পুডিং/ ঝাল জাতীয় কিছু... তুই যা খেতে চাইবি তার সব বানাবো... ঘোরাফেরা শেষে... এত্ত এত্ত প্যাকেট সব তোর হাতে ধরিয়ে দিয়ে আমি মহারাণীর মত তোর পাশে হাসতে হাসতে বাসায় ফিরবো... তোর মুখখানা অদ্ভুদ মেজাজ খারাপের মধ্যেও ভালোলাগার আবেশে ছুঁয়ে থাকবে... তুই মুচকি মুচকি হাসবি... আর জানি সুযোগ বুঝে নিজের দাবীটা চোখের ইশারায় জানিয়ে দিবি... !! অই শোন, যাওয়ার সময় লাল ওড়নাটা আমায় দিয়ে দিস... জানিস-ই তো অই ওড়নাটায় তুই তুই গন্ধ মিশে থাকে... জানি তো হাসতে হাসতে বলবি- শালা, গিফট দিয়ে যে কেউ ফেরত নেয় তা তুই হ্রামী আমারে দেখালি...! নে তোর ওড়না নে...! আমি কিছু বলবো না... তুই আলতো করে আমার থুৎনি ছুঁয়ে বলবি- আরে পাগলী... এমনি বলেছি তো... মুখটা কেমন টেপা টমেটর মত লাল করে ফেলেছিস... আয় বুকে আয়... অনুভব করে দেখ- আমি তোর... শুধু তোর...বলেই আলতো করে কাছে টেনে নিবি... আমি কিছু বলবো না ... ঝটপট তোর বুকের সাথে লেপ্টে গিয়ে কানের পাশে মুখ নেবো... ঘোরলাগা কন্ঠে ভেসে আসবে তোর কথা- ভালোবাসি ভালোবাসি রে বিল্লিটা...মিউউউ...তোর ঘাড়ের কাছে নাক ঘষে অস্ফুট সুরে শুধু বলবো - ভালোবাসি ভালোবাসি বিলুইটা... মিউউউউ...

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৯

বিজন রয় বলেছেন: ভ্যালেন্টাইন শুভেচ্ছা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাই!!!

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার।।।
বিশেষ করে তুই সম্বোধনের জন্য অসাধারণ লাগে।।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুভেচ্ছা! হহাহহহা আমি তুই তুই করেই লিখি.........।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

এমডি রুবেল তালুকদার বলেছেন: চমৎকার,

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুভেচ্ছা! ধন্যবাদ !

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আবেগ। :)

নীল প্রিয়।

হ্যাপি ভ্যালেন্টাইন ডে ঈপ্সিমণি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা রাজপুত্র নীল অনেকের-ই প্রিয় কিন্তু ভ্যালেন্টাইনে নীল...!!! শুভেচ্ছা!

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: এত ভালো কীভাবে লেখা যায়!....ভালোবাসা দিবসের ভালো শুভেচ্ছা নিরন্তর ভালো থাকুন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহাহ কিভাবে জানি না...!!! আর এত্ত ভালো কি না জানি না... তবে লিখতে ভালো লাগে! ভালো থাকবেন!

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৮

উল্টা দূরবীন বলেছেন: ভালো লিখেছেন। ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুভেচ্ছা ভাই! ভালো থাকবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.