নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তবু চলে যাওয়ার আগে তুই বড্ড বিষণ্ণ ছিলি...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

আচ্ছা তুই চলে যাওয়ার পর কি ...
মোবাইলে জমে থাকা পুরনো মেসেজের ঝড়গুলোতে এলোমেলো হয়েছিলি... ?
শেষ কবে আমরা মেসেজ আদান-প্রদান করেছি মনে আছে তোর...?
ঝুম বৃষ্টিতে কি কখনো সিক্ত হয়েছিলি... ?
মনে আছে তোর শেষ কবে আমরা বৃষ্টিতে ভিজে পাগলামো করেছিলাম...
তোর বুকের উত্তাপে আমার চুল শুকিয়েছিলো...
রাতভোর জ্বরের ঘোরে প্রলাপ বকা এই আমার ....
শেষ সেবা কবে করেছিলি মনে আছে তোর?
আচ্ছা সেদিন আমাকে পিছু ডেকে কি দেখতে চেয়েছিলি...?
পাশাপাশি বসেও যে চোখে চোখ রেখে আমরা কথা বলতে পারিনি...
পিছু ডেকে তুই কি সেই অভিমানী চোখ দুটোকে দেখতে চেয়েছিলি...?
আচ্ছা বল তো? শেষ কবে তুই ভোর দেখেছিস...হু...?
তুই তো কুম্ভকর্নের মত ঘুমাস... কিন্তু এই আমার সাথেই
রাত জেগে গল্প করে ভোর দেখেছিস...
বল তো? শেষ কবে সকাল সকাল উঠেছিস...?
মনে পড়ে ? তুই সকাল সকাল ঘুম ভাঙ্গানী মেসেজ না দিলে আমি কথা বলতাম না...
কতদিন হচ্ছে আমরা এই সেই নিয়ে ঝগড়া করি না...
কতদিন হচ্ছে তুই খামোখাই গালি দিস না... ?
আদুরে বকার বর্ষণে ভিজিয়ে দিস না...
মনে আছে শেষ কবে বকেছিলি...
কবে গালি দিতে দিতে নিজেই হেসে ফেলেছিলি...
শেষ কবে আমরা এক কাপ চায়ে হুড়হুড়ি করেছি বল তো?
কবে এক প্লেটে দু’জনে আয়েশ করে কামড়াকামড়ি করে খেয়েছি...
আচ্ছা সেদিন আমরা এক কাপ চায়ে হুড়োহুড়ি কেন করলাম না বল তো...?
মুচকি মুচকি হাসছিলি... মোবাইলে নিজেকে ব্যস্ত রাখার ভান করেছিলি...
অথচ এমন তো হওয়ার কথা ছিলো না...
উহু ছিলো না......... ছিলো না...............
তবু চলে যাওয়ার আগে তুই বড্ড বিষণ্ণ ছিলি...
যাক গা... নিজেকে বদলিয়ে যদি ভালো থাকিস... থাক না... !!

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪

বিজন রয় বলেছেন: তবু চলে যাওয়ার আগে তুই বড্ড বিষণ্ণ ছিলি... যে কারো এমন হতে পারে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হতে পারে!!!!

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অথচ এমন তো হওয়ার কথা ছিলো না.......

অনেক কিছুই হওয়ার কথা থাকেনা,কিন্তু হয়।
জীবন কখনো ছকে চলেনা .......

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক তাই.........।।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

জনৈক অচম ভুত বলেছেন: তবু চলে যাওয়ার আগে তুই বড্ড বিষণ্ণ ছিলি...

তবু কেন চলে গেল? :(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেন যে গেলো............ তা ছেলেটি-ই জানে .........

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

কল্লোল পথিক বলেছেন: স্মৃতি বড় নির্মম জিনিষ।
আপনার কবিতা পড়ে আমি নিজেই স্মৃতিকাতর হয়ে গিয়েছি।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু স্মৃতি ......... ! ভালো থাকবেন ভাইয়া!

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: তোর বুকের উত্তাপে আমার চুল শুকিয়েছিলো

ঈপ্সিমণি লেখায় এতো আবেগ থাকে!!!
ভালো লাগল।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহাহ তাই বুঝি রাজপুত্র?

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:



বিষণ্ণ কেন ?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটা ছেলেটি-ই জানে............

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

হাইপারসনিক বলেছেন: নিজেকে বদলে যদি ভাল থাকিস....থাকনা !
এত্ত সেক্রিফাইস!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা হু এত্ত...............।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

উল্টা দূরবীন বলেছেন: অনেক আবেগ লুকিয়ে আছে লেখার মাঝে। দারুণ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আবেগীয় বিষণ্ণ ভালোবাসা...............

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

অগ্নি কল্লোল বলেছেন: যাগ গা!!
বরাবরের মত এবারও ভাল লেগেছে।।
চমৎকার!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ অনেক ধন্যবাদ ভাইয়া! ভালো থাকবেন!

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১১

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: পড়লেন তো হারিয়ে গেলেন! সাগরে... আবেগের-প্রেমের অমর অনবদ্য ভালোবাসার রোমন্থনে......
বেশ ভালো লাগলো, স্নিগ্ধতায় থাকুন।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০

রেজা এম বলেছেন: আপনি বড্ড ইমোশনাল X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.