| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আগামী নববর্ষ কি আমাদের ঝুল বারান্দায় নেমে আসবে... ?
আসবে কি বসন্ত আমাদের খোলা জানালায়...?
আমার হলুদ/ সবুজে ঘেরা শাড়িতে... ?
ভালোবাসা মিশে যাবে কি আমাদের বালিশ... কাঁথায় ...
আমার চোখের কাজলে... কপালের কালো টিপে ?
বৈশাখী দোলা কি লাগবে আমাদের নীল পর্দায় ঘেরা ....
ছোট্ট ঘরটির আয়নায় লেগে থাকা লাল টিপে...
আমাদের ভালোবাসার রাজ্যে ...?
আচ্ছা বল না...? আগামী ঈদ এর চাঁদ রাত কি কাটবে দু’জনের একসাথে...?
হুড়োহুড়ি কি হবে মেহেদী রাঙা হাতে... ? ঘুরতে যাবো কি রিকশায়...?
আসবে কি ঈদ আমাদের জন্য একটা হয়ে...?
আর সালামী? সে কি আমি পাবো তোর পায়ে সত্যি সত্যি চিমটি কেটে ...?
আচ্ছা বল না...? ঠিক ঠিক কোন অকেশনে তুই দিবি .... আমায়
মুঠো ভরে ডজন খানেক চুড়ি...?
সে রকম-ই এক নববর্ষ ... বসন্ত... ভালোবাসা...
বৈশাখ ... ঈদ এর অপেক্ষায় আমরা কল্পনা কল্পনা খেলাটা খেলে ...
দূরে থেকেও পাশাপাশি হেঁটে যাচ্ছি... তুই আমি......... ।।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এইটা কি কোন গান.........?
২|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: এত অাবেগ ক্যারে!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি ভাই............।।
৩|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার কবিতা।
কবিতায়++++++++++++++++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ বা প্লাস!!! অনেক ধন্যবাদ ভাইয়া ! ভালো থাকবেন!
৪|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৮
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দূরে থেকেও পাশাপাশি হেঁটে যাচ্ছি... তুই আমি.........
এইটা কিছু হইলো .....??
আবেগে কাইন্দা দিছি ......... ![]()
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহাআ এরকম অনেকেই তো দূরে থেকে পাশে থাকে ... কাছাকাছি থাকে.........
৫|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
অগ্নি কল্লোল বলেছেন: তুই সম্বোধনটা বেশি ভাল লাগে।।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাআহা তাই... ? আমারো বেশ ভালো লাগে.........
৬|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এতো প্রশ্ন!!!!!! ![]()
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু ......।
৭|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
বিজন রয় বলেছেন: আচ্ছা পড়লাম।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া! ভালো থাকবেন!
৮|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
চিমটি কাটলে আর সালামী পাইবেন ক্যামনে ?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
হিহিহিহি চিমটি কেটেই সালামী নিতে হবে.........
৯|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২
উল্টা দূরবীন বলেছেন: দূরে থেকেও পাশাপাশি হেঁটে যাচ্ছি... তুই আমি......... ।
শেষ লাইনটা খুব ভালো লাগলো।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া! ভালো থাকবেন!
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
এম.এ.জি তালুকদার বলেছেন: তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার---জীবণ।।