![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>কিছু মানুষ এক্কেরে যাচ্ছেতাই...... এদের কমন সেন্সের এতই অভাব
যে ভাবাই যায় না... এই ধরেন---
>একটা মেয়ে/ছেলে কালো... তাইলেই শুরু হলো- মেয়েকে বলা কালী/ কালঠী ! ছেলেদের এত বেশি শুনতে হয় না যতটা মেয়েরা শুনে!
একটা মেয়ে/ ছেলে যদি মোটা বা শুকনা হয় তো শুরু হয়- মোটকু/ মোটকি, শুটকি/ শুকনা... ভোটকা/ ভুটকি...
>একটা মেয়ের বিয়ে হবে না তো শুরু হইলো - বিয়া হয়নি কেন, ও এই কারনে বিয়া হয় না, এখনো বিয়া হয় নাই!!! হেন তেন... !
আবার অনেক মেয়ে নিজের বিয়ে গেলে অন্যকে খোঁচায় ( যার বিয়ে হয়নি বা হচ্ছে না ) ...।।
কেউ লম্বা খাটো হলে শুরু হয়- লম্বু/ বাংড়ূ... এই সেই ......।।
>কারো যদি বাচ্চা না হয় তো শুরু হয়- অই যে বাঁজা মেয়েছেলে! আরে ছেলের কারনেও যে বাচ্চা হয় না
এইটা জেনে কিংবা না জেনেও কিছু মানুষ শুরু করে ক্যাচাল...
>>আবার কিছু ব্যাপার যা অত্যন্ত লজ্জাজনক সেই কথা যখন কেউ রাখ ঢাক না রেখে বলে- !!
হরমোনের কারনে অনেক মেয়ের শরীরে লোম হয়, কারো কারো সূক্ষ্ম মোচ, এমন কি দাড়ি ও হয় দু একটা,
আবার অনেক ছেলের বুক হয়ে যায় কিছুটা মেয়েদের মত উঁচু এসব যে হরমোনের কারনে হয় এটা জেনেও
কিংবা না জেনেও অনেকে এই নিয়ে প্রকাশ্যে হাসাহাসি করে লজ্জা দেয় !!!
>>> তাই বলছিলাম সব কথা এভাবে মুখের উপরে বলতে হয় না রে...
প্রতিটা মানুষের কিছু না কিছু খুঁত থাকবেই... থাকবে কিছু সমস্যা যেটা তার নিজের তৈরি নয়... !
কাউকে কিছু বলার আগে নিজের দিকে একবার তাকাবেন .........!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুধু বুঝে না ভাই......... বলতে হয় না... বললেও সেটা বলার একটা ধরন থাকতে হয়! যেন অপর ব্যাক্তি কষ্ট না পায়!
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
মহা সমন্বয় বলেছেন: যারা সব কথা মুখের উপর বলে দেয় তারা পাগল আর এ ব্যাপারে কোনই সন্দেহ নাই।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পাগল কি না জানি না ...... এরা আসলেই যাচ্ছেতাই!
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
মহা সমন্বয় বলেছেন: আর যাদের কমনসেন্স 'কমন' না এ শুধু তাদের পক্ষেই সম্ভব।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই.........
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১
কল্লোল পথিক বলেছেন: খুব সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন।
ধন্যবাদ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ ভাইয়া!
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪
শাহাদাত হোসেন বলেছেন: পৃথিবীতে খুঁতহীন মানুষের সংখ্যা খুব কম।যারা এটা নিয়ে হাসাহাসি করে তাদেরও খুঁত রয়েছে ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অবশ্যই আছে কিন্তু তারা সেটা বোঝে না.........।।
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০
অগ্নি কল্লোল বলেছেন: একদম ঠিক।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া!
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১
জনৈক অচম ভুত বলেছেন: কিছু মানুষ থাকে যারা মজা লুটতে ভালবাসে। এরা সেই প্রজাতির।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক তাই.........।।
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২
মাসুদ মাহামুদ বলেছেন: খুব সুন্দর
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া! ভালো থাকবেন!
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪
উল্টা দূরবীন বলেছেন: হুম। সত্যি একটা বিষয় তুলে ধরেছেন।
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া! ভালো থাকবেন!
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
বিজন রয় বলেছেন: এটা তো সেবই কথা.. সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়।