নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমার জীবনের আলোকিত নারী......।।

০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

>আমার মা আমার মামনী! যার মায়ার আঁচলে এখনো নিজেকে নিরাপদ মনে হয়! যে মা জীবনের প্রতি ক্ষেত্রে নিজস্ব দক্ষতায় আলোকিত হয়েছে! একজন মেয়ে হিসেবে, একজন বউ হিসেবে, একজন মা হিসেবে, সর্বোপরি একজন নারী হিসেবে প্রতি ক্ষেত্রেই তার অবদান অস্বীকার করার উপায় নেই!
> স্কুলে পড়াকালীন দিনাজপুর গার্লস স্কুল এর চ্যাম্পিয়ান খেলোয়ার হিসেবে তার পরিচিতি ছিলো! হাই জাম্প এন লং জাম্পে সেরা ছিলো! সেই অনার্স পড়াকালীন মামনীর বিয়ে হয়! ( এবং চাকরী করাকালীন সময়ে চাকরী শেষের দুই বছর আগে তাকে বাধ্যতামূলক ভাবে ডিগ্রি পাশ করতে হয়! এবং সে অই বয়সে পাশ ও করে! ) বাপি তখন ছোট- খাট পারিবারিক ব্যবসা করত! আর মামনী সেই সময়ে টিউশনী করে আমার দুধের কৌটা কিনত! এরপর মামনীর চাকরী হয় এবং মামনীর সুবাদে তারপরে বাপির চাকরী হয় এক-ই ডিপার্টমেন্টে! সংসার জীবনে সেই কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে সকাল সারে ৮টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করে ৯টা-৫টা অফিস করত! এসে আবার বিকেলের নাস্তা, রাতের খাবার আমাদের দেখাশোনা সব করত! অনেকে বলে বাবা- মা চাকরী করলে সন্তানের দেখ-ভাল ভালো হয় না! কিন্তু আমার বাবা- মায়ের শিক্ষা যথেষ্ট স্বাধীনতা থাকা সত্ত্বেও আমাদের বখে দেয়নি! নিজের বেতনের পুরো টাকা মামনী বাপির হাতে তুলে দিত! দুজনের টাকায় আমাদের সংসারই শুধু না আমার বাপির পরিবারের সংসার চলত! পাশাপাশি মামনী তার নিজের পরিবারকেও দেখতো! চাকরী জীবনের সফলতায় মামনী থাইল্যান্ড/ শ্রীলংকা / দুবাই/ কোলাকাতা ঘুরে আসার সুযোগ পেয়েছে! চাকরী করার পাশাপাশি সে ঘর-সংসার/ সন্তান সবকিছু সামলিয়েছে! আজ ও প্রতি ক্ষেত্রে মামনীর সহযোগিতা ছাড়া সবকিছু করতে পারি না ! আজ আমার মামনীর চাকরীর টাকায় আমরা নিজেদের আলিশান (আমাদের সামর্থ্য অনুযায়ী ) বাড়ীতে আছি! আজ ও আমাদের পরিবার আমার বাপির পরিবার এমন কি আমার মামনীর পরিবার মামনীকে ছাড়া যেন অচল! সবক্ষেত্রেই সব কাজে তাকে আগে চাই! এমন আলোকিত মায়ের সন্তান হিসেবে শুধু গর্ব না বারবার তার সন্তান হিসেবেই জন্মাতে চাই!
>> সেই আলোকিত মায়ের জন্য কোন পুরস্কার-ই যথেষ্ট নয়! শুধু সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে যাই...! যেভাবে সে আমার, আমাদের পাশে আছি যতদিন বাঁচবো ততদিন সেভাবেই তার পাশে থাকতে চাই ! এবং সেই আলোকিত নারী আমার মামনীর সর্বক্ষণিক সঙ্গী ও সহযোগী হিসেবে আমার বাপি সব সময় পাশে থেকেছেন, পাশে আছে! ভালো থাকুক মামনী! ভালো থাকুক সব নারী!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!

২| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: আমাদের আলোকিত জীবনের পিছনে সব অবদান মায়েদেরই

০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ... তবে বাবাও যে আলোকিত করেন না তা নয়! ভালো থাকবেন!

৩| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

মহা সমন্বয় বলেছেন: আমার মা আমার মামনী! যার মায়ার আঁচলে এখনো নিজেকে নিরাপদ মনে হয়!

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ভালো থাকবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.