![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুদ ভালোলাগাময় দিন......
কিছু মেঘলা আকাশ মন খারাপ করে দেয় না...
কখনো কখনো সেই মেঘলা আকাশ অদ্ভুদ ভালোলাগায়ময় একটা শিহরণ জাগিয়ে দেয়...
মেঘলা আকাশের সাথে প্রেমাতাল বাতাস যেন মনে উম্মাতাল প্রেম জাগিয়ে দেয়...
আমি তাকে বলি প্রেম প্রেম ওয়েদার... সাথে ঝিরি ঝিরি বৃষ্টি ...
এই দিনগুলো প্রেমাতাল করে তোলে... ছটফট করে মনের ভেতর...
কিছু ইচ্ছেরা মাথাচাড়া দিয়ে ওঠে... আনমনে নীলাম্বরী সাজতে ইচ্ছে হয়...
ইচ্ছটাকে উস্কে দিতে পাগ্লুটার কাছে মেসেজ যায়- “বৃষ্টি হচ্ছে ভিজবি”?
রিপ্লাইয়ে পাগ্লুটা পুরো ভিজিয়ে দেয়...
পাগ্লুটার ইচ্ছেমত নীল শাড়ী কিংবা সাদা শাড়ী পড়ি...
এলো চুলের সাইডে দুটো ক্লিপ থাকে...
যেন ইচ্ছে হলেই পাগ্লুটা সেই ক্লিপ খুলে ভেজা চুলের ঝাপ্টা মারতে পারে...
হাতে ডজন খানেক কাঁচের নীল/ সাদা চুড়ি...
পায়ে পাগ্লুর দেয়া পায়েল... কপালে কালো টিপ...
চোখের কোণায় হাল্কা কাজল...
ব্যাস এরপর-ই পাগ্লুর সাথে ছাদে ছুটোছুটি...
কখনো পাগ্লুদের পুকুর পাড়ে হুড়োহুড়ি...
কখনো রিকশায় হুড ফেলে দিয়ে বহুদূরের কোন এক খোলা মাঠে
সবুজ ঘাসে আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে হেঁটে বেড়ানো......
আহ্ কি যে অদ্ভুদ ভালোলাগা.........।
২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা! ভালো থাকবেন!
২| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪১
মোস্তফা সোহেল বলেছেন: শব্দের ব্যাবহারের দিকে আরেকটু খেয়াল রাখবেন তাহলে আরও সুন্দর হবে
২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে আমি কিছু এডিট করি না... একবারেই যা লিখি হুড়োহুড়ি করে তা দিয়ে দেই! ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে দেবার জন্য!
৩| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৩
বিদ্রোহী সিপাহী বলেছেন: কল্পনার রং সবসময়ই অদ্ভুদ সুন্দর।
সারাটি জীবন পাগ্লুটার সাথে ভিজে ভিজেই যেন যায় দিন...
২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু কল্পনা সব সময় সুন্দর হয়............। ধইনা পাতা ভাই!
৪| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪
আহ্সান হাবীব আকন্দ বলেছেন: সত্যি খুব সু........
২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা ভাই!
৫| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৩
রিপি বলেছেন:
চমৎকার। চোখের সামনে এরকম একটা দিন ভেসে উঠছে। মেঘলা মেঘলা, বৃষ্টি বাতাস, ভেজা মাটির গন্ধ.... আমার কাছে ছবিটাও ভালো লেগেছে অনেক।
২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহা আজকের দিনটা এমন-ই......... অদ্ভুদ ভালোলাগা ময়!
৬| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
৭| ২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লাগল।
প্রিয় আবেগ।
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহাহ ধইনা পাতা রাজপুত্র
৮| ২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ।
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
৯| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪১
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: যেন ইচ্ছে হলেই পাগ্লুটা সেই ক্লিপ খুলে ভেজা চুলের ঝাপ্টা মারতে পারে...
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু............
১০| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৮
উল্টা দূরবীন বলেছেন: চমৎকার।
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
১১| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:০২
এম.. মাহমুদ বলেছেন: এটাই কি প্রণয়ের অনুভূতি?
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
জানি না জানিনা.........
১২| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মন যা চায় !!!!
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তা সব সময় পায় না......... কিংবা পেয়েও যায়
১৩| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৭
নকীব কম্পিউটার বলেছেন: অসাধারণ রোমান্টিক অনুভূতি!
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬
বিজন রয় বলেছেন: বাহ!