![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>হু বলছিলাম আমার দাদীমা’র কথা ! যিনি যুদ্ধের সময় তার স্বামীকে হারিয়েছেন! খুব অল্প বয়সে দাদীমার বিয়ে হয়! দাদু যখন যুদ্ধে শহীদ হয় তখন দাদীমার কোলে ৯টা সন্তান! ৫ ছেলে ৪ মেয়ে! শুধু দুই মেয়ের বিয়ে হয়েছে! বাকি সাত সন্তান এর বড় সন্তান আমার বাপিকে নিয়ে তিনি সংসার নামক যুদ্ধে একাকী নেমে পড়েন! বড়লোক বাপের একামত্র মেয়ে ছিলেন! চাইলে আর একটা বিয়ে কিংবা বাবার সংসারে ফিরে যাওয়া ব্যাপার ছিলো না! কিন্তু তিনি সন্তানের মুখ চেয়ে স্বামীর ভিটায় পড়ে থাকেন! পুরো সংসারের হাল ধরে আমার বাপি! কতটা কষ্ট করেছেন তা শুনে শুধু ডুবে যাই... আর গর্বিত হই! একজন মা হিসেবে তার (দাদীমা) অবদান তার ছেলে/ মেয়েরা কখনো ভুলবে না আবার একজন ভাই হিসেবে পুরো পরিবারকে তখন থেকে এখনো দেখে রাখা আমার বাপির অবদান কে তার ভাই / বোনেরা অস্বীকার করতে পারবে না!
> তো আমার সেই দাদীমা এই মুহূর্তে যে দৃষ্টান্ত দিয়েছেন সেটা হলো- তিনি তার পৈতৃক সম্পতি থেকে যা পেয়েছেন তা তার জীবদ্দশায় নিজ হাতে ৫ ছেলে/ ছেলের বউ, ৪ মেয়ে, নাতি/ নাত্নী এমন কি তার নিজের ভাইয়ের বউদের মাঝে বাটোয়ারা করে দিয়েছেন! যেখানে শাশুড়ীরা বউদের ছেলেদের ভাগ দিতে গিয়ে দুনিয়ার ক্যাচাল করেন সেখানে তিনি বউদের নিজের সম্পত্তির টাকা দিয়েছেন, যেখানে বাবারাই বেঁচে থাকতে বাটোয়ারা করেন না সেখানে আমার দাদীমা মা হয়ে বাটোয়ারা করেছেন! যেখানে ভাইয়ের বউদের সাথে ননদের ক্যাচাল থাকে সেখানে তিনি ছোট ভাইয়ের বউদের কিছু টাকা দিয়েছেন! যেখানে বাবারাই সম্পতি বুঝে পেতে ঘায়েল হয় সেখানে এত গুলো নাতি/ নাত্নী দাদীর টাকা পেয়েছেন! তিনি ভুল/ ত্রুটির উর্ধে না... তবু এই বাটোয়ারার সময় সবাইকে তিনি কাঁদিয়েছেন ... আমি মনে করি এমন দৃষ্টান্ত খুঁজলে হয়ত একটাও পাওয়া যাবে না!
( অনেকেই হয়ত বলবেন, নিজের ঢোল নিজে পিটাচ্ছে... কিন্তু আমি বলবো- যেখানে আজ পরিবারগুলোতে - মা/ শাশুড়ি / সন্তান/ বাবা / ননদ/ ভাবী এইসব নিয়ে টানাপোড়েন চলে/ চলছে সেখানে এমন একটা ঘটনা উদাহরণ হতেই পারে... )
০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া সে কারনেই বলেছি............।। ভালো থাকবেন!
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৮
বিপরীত বাক বলেছেন: এইসব রুপকথা, কল্পকথা পান কোথায়? নাকি ফ্যাটকরি তে বানিয়ে নেন?
০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনি নিজের পরিবার কিংবা আপনার দেখা পরিবার দেখে সবকিছু বিবেচনা করতে পারেন না! এখনো কিছু উদাহরণ আছে যা ভাল বৈকি মন্দ নয় .........।। বিশ্বাস করতে হবে এমন কথা নেই.........
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫২
প্রামানিক বলেছেন: আহারে! এমন দাদীর তুলনা হয় না!
০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু টাকাটা বড় কথা না তার এই সিদ্ধান্তটা বড়... এবং উদাহরণ ও বটে দাদা!
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
বিজন রয় বলেছেন: সুন্দর ব্যাপার।
০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এবং ভাবার ও ! ভালো থাকবেন!
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সৌভাগ্যবান আপনারা, এমন আত্মীয় পেয়েছেন...
০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা তা বটে ভাইয়া! ভালো থাকবেন!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪১
হাসান জাকির ৭১৭১ বলেছেন: অবশ্যই জীবন সংগ্রাম, ভালবাসা আর দায়িত্ববোধের একটা উজ্জল উদাহরণ। ভাল লাগল।