নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমি বলি কি-- আপনার সন্তান কে চোখে চোখে রাখুন!

০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৪

এখনকার বাবা মা’রা অনেকেই নিজের সন্তানের খোঁজ রাখে না!
বিশেষ করে বড়লোকের পরিবারের এটা দেখা যায়!!
আমাদের মত মোটামুটি সচ্ছল পরিবারের বাবা, মা’রা চাকরি- বাকরি করেও সন্তান মানুষ করেছেন !
প্রতি পদে পদে সন্তানের পথচলা লক্ষ করেছেন, যথেষ্ট স্বাধীনতা দিয়েও লাগাম টেনে রাখতেন!!
কিন্তু এখন ৯৫% পরিবারের বিশেষ করে একদম বড়লোকেরা আর
যারা মফস্বল শহর থেকে ছেলে মেয়েকে বড় বড় বিশ্ববিদ্যালয়ে
কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পাঠায় তারা ঠিক মত সন্তানের খোঁজ রাখে না বললে চলে!
খালি মাসে মাসে টাকা পাঠায়!!
আমি বলি কি-- আপনার সন্তান কে চোখে চোখে রাখুন!
তাদের টিনেজ বয়সটা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারেস পিরিয়ড!
এই টাইমে খেয়ালের বষে আপনার সন্তান অনেক কিছুই করে ফেলতে পারে!
তার বন্ধুদের ব্যাপারে খোঁজ রাখুন! সে ঠিক মত ক্লাসে যায় কি না, রাতে বাসায় ফিরে কি না,
কিংবা হলে থাকলে কি করে সব খোঁজ রাখুন!! কোথায় বেড়াতে গেলে সব খোঁজ নিয়ে তবেই পাঠান!
অবস্থা যা দাঁড়িয়েছে তাতে বর্তমান প্রজন্ম কে নিয়ে শুধু ভয় ভয় আর আতঙ্ক ছাড়া কিছু নেই যেন!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১:১৫

আহলান বলেছেন: এমন একটি পোষ্ট আমিও দিয়েছি। সেখানে হয়তো আপনাকে পাব না .। তবে আপনার পোষ্টে সহমত রেখে গেলাম।

০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই!! হু দেখে আসছি ... আপনারটা

২| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ৮:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের পিতা মাতা এরকম করলে আমাদের খারাপ লাগতো। কিন্তু এখন সময় এত খারাপ যে আগের পিতা মাতার চাইতেও বেশী চোখে চোখে রাখতে হবে সন্তানদের...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.