![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিপ্টার কিপটা প্রতিবার সালামী দিতে তুই ক্যা কু করিস!! অথচ কি সুন্দর করে সকাল সকাল গোসল সেরে ওয়াশরুমে থেকে বের হয়েই বলিস- চাদনী বানু, নে এবার সালাম করতো আমাকে !! আমিও সুন্দর করে চিমটি কেটে সালাম করে বলি- আয় এবার কোলাকুলি করি, এরপর-ই যেই সালামীর জন্য হাত বাড়াই অমনি তুই এক ঝটকায় আমাকে সরিয়ে দিয়ে দৌড়ে বিছানায় চলে যাস... অভিমানে এই আমার চোখ পানিতে টলমল করে... তুই তাড়াতাড়ি একটা দুই টাকার নোট বের করে কাছে ডাকিস আমায়... আমি ঠোঁটে দাঁত চেপে এক পা এক পা করে সামনে গিয়ে আবার বলি- দিবি কি না বল...? তুই মুচকি হেসে বলতেই থাকিস- ইসস একদম লাল টুসটুসে টমেটোর মত গাল ফুলিয়েছে রে আমার বাচ্চি মায়াবতী বউটা...!! আমি কিছু বলি না...শুধু চুপ চাপ চলে যেতে যেই নেই অমনি দৌড়ে এক ঝটকায় পেছন থেকে আমার ওড়না টেনে নিয়ে আমাকে কাছে টেনে নিস... এরপর পকেট থেকে মুঠো ভর্তি করে কচকচে কিছু নোট হাতে দিয়ে দিস... রেগে গরম হয়ে যাওয়া গালটা আমার ঠান্ডা হয়ে যায়... তুই বুঝতে পেরে গাল টেনে বলিস- হ্রামী টাকা পেয়ে গাল ঠান্ডা হয়ে গেছে এখন... আমি কিছু না বলে হাত ধরে তোকে টেবিলে নিয়ে যাই... নিজ হাতে শেমাই খাওয়াই... এরপর পাশাপাশি দু’জনে কিছুক্ষন বসে থাকি... একদম চুপচাপ... ঠিক যেমনটা তুই চাস...
এর আগের ইতিহাস সেই আগের মতই হয় কিছুটা... চাঁদ রাতে আমার তোর কাছে বায়না, হাতে মেহেদি দিয়ে ভাত খাইয়ে দেয়ার আবদার... আর তুই হ্রামী শুধু বলতেই থাকিস-- তোর মেহেদী দেয়ার সুযোগটা আমি কাজে লাগাবো... যা ইচ্চা তাই করবো-- তুই কিছুই করতে পারবি না... আমি তখন মনে করিয়ে দেই, পাগ্লু আমি রোজা আছি... ভুলে গেলি না কি আমাদের দুই ঈদ...!!! এরপর চাঁদ রাতে ঘুরতে যাওয়া, ঘুরতে ঘুরতে মাঝ পথে দাঁড়িয়ে আইস্ক্রিম কিনে নিয়ে রিকশায় বসে মজা করে খাওয়া, চুপি চুপি সুযোগ বুঝে তোর নাকে আইস্ক্রিমের ঘষে দেয়া... রাস্তার পাশের দোকান থেকে ডজনখানেক কাঁচের রেশমি চুড়ি কেনা, আলতা/ পায়েল, টিপ/ ক্লিপ একটার পর একটা বায়না...!! আমার চাঁদ রাত আর তোর ঈদ... তাই তুই আমার দেয়া পাজামা/ পাঞ্জাবী পড়েই বের হয়েছিস, গলায় আছে আমার দেয়া লাল টকটকে ওড়নাটা... জানিস ই তো এই ওড়না আমি কেন তোকে দেই... ফিরে এসে আবার নিয়ে নেবো তাই... এই ওড়নায় তখন একটা “ তুই তুই গন্ধ যুক্ত হয়ে যায়” !!! আর তুই আমায় খ্যাপাতে বলতেই থাকিস- তোকেই দেখলাম রে পাগলী গিফট দিয়ে আবার ফেরত নিস...খেক খেক!! আমি কিছু বলিনা-- শুধু তর বুকের সাথে লেপ্টে গিয়ে --- “ তুই যে আমার” এই অনুভবটা আবার নিয়ে নেই...!!
কানের মধ্যে কানপড়া দিয়ে বলি- মনে রাখিস কাল কিন্তু আমার ঈদ... সবার আগে তুই আমায় উইশ করবি... সকাল সকাল তোর ঈদ মোবারক মেসেজে আমার ঘুম ভাঙ্গা চাই... এরপর সারাদিন আমার সাথে থাকবি... আমাকে শেমাই রান্না করে খাওয়াবি... আমার সাথে ঘুরতে যাবি... ঠিক তোর ঈদে আমি যেভাবে থাকি তুই সেভাবে আমার ঈদে আমার সাথে থাকবি...!!! তুই মুচকি হেসে বলিস- সালামীটা তুই ও রেডি রাখিস আরিয়ানার মা... খেক খেক... আমি বলি- পা ছুঁয়ে সালাম করবি? তুই বলিস হু করবো কিন্তু ... এইটা দিতে হবে... একাধারে আউল-ফাউল বকে যাস... লাশার শয়তান একটা...!!
এভাবেই চলে আমাদের দুই ঈদের আনন্দ... !! কিন্তু এবার কি হবে বল তো? কাল কি তুই আমি একসাথে ঈদ করবো না কি আবার হবে দুই ঈদ... হু...?
সে যাক...
ঈদ মোবারক চান্দু... সালামীটা রেডি রাখিস... হু... !!!!
০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা ইহা একটি কল্পিত ভাবনা............
২| ০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৭
সবুজ আমস্ট্রং বলেছেন:
-
এই নোটগুলা উঠায়া ফাতরা একটা রং দিসে নতুন নোটগুলাতে
০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা তাই না কি?
৩| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ২:১৫
ইফতেখার ভূইয়া বলেছেন: ইসসিরে কচকচা, থুক্কু কড়কড়া নোট
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১০
চাঁদগাজী বলেছেন:
সব ব্যক্তিগত, আমরা শ্রোতা?