নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সারাদেশে সব মসজিদে এক-ই খুতবা -- কেমন হবে এটা... ?

১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৮

কেউ একজন একটা নির্দিষ্ট খুতবা রেডি করে দিবেন তা সারাদেশে সব মসজিদে একযোগে বয়ান করবেন ইমাম সাহেব’রা !!
এই মুহূর্তে দেশের অবস্থা খারাপ, হয়ত সেই খারাপ পরিস্থিতি নিয়েই নির্দিষ্ট খুতবা রেডি করা হবে এবং তার বয়ান হবে!
হয়ত পরবর্তীতে দেশ এর কথা বাদ দিয়ে দলের কথা বয়ান হবে কিন্তু আমার প্রশ্ন সেখানে না- ভাবছি--
খুতবায় শুধু দেশের কথা বললেই কি হবে? দেশের সম সাময়িক বিষয় নিয়ে বয়ান করলেই কি হবে? এলাকা ভিত্তিক কিছু প্রব থাকে! আমি যতদূর জানি এই খুতবায় কোরআন - হাদিসের আলোকে প্রাত্যহিক জীবন সহ নানা বিষয়ে বয়ান হয় এমন কি এলাকায় কোন প্রব হলে এই যেমন ধরেন- “দি” নামক জেলার “ব” এলাকায় কিছু ড্রাগ এডিক্টেড ছেলে আছে সেইটা যে খারাপ তা হয়ত সুন্দর ভাবে বয়ান করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ইমাম কে অনুরোধ করা হয়, ইমাম হয়ত এক শুক্রবারের খুতবাতে তা বয়ান করেন, কিংবা সেই এলাকায় কেউ অত্যাচারিত হচ্ছে, কোথাও কোন অপকর্ম কেউ করছে সেইসব বিষয় নিয়েও হয়ত মুসল্লীদের পক্ষ থেকে ইমাম কে কিছু বলার জন্য অনুরোধ করা হয় এবং ইমাম হয়ত কোরআন - হাদিসের আলোকে এলাকার এই সব সমস্যার কথাও সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বয়ান করেন!
কিন্তু এই নির্দিষ্ট খুতবা চালু হলে শুধু হয়ত দেশের কথাই উঠে আসবে কিংবা দল এর কথা -এটা -সেটা আসবে,
বন্ধ হবে নির্দিষ্ট এলাকার সমস্যার আলোকে কিছু বয়ান দেয়া- ভাবছি সেটা কি ঠিক হবে ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৫

আল্লার বান্দা বলেছেন: খুবই চিন্তার বিষয়।

২| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৪৮

মানুষমানব বলেছেন: আমার একটা ছুট্ট প্রশ্ন- খুতবা হয় আরাবিতে। আর আমরা কতজন আরাবি ভাষা জানি বা বুজি। অনেকে বলবেন আগে বাংলা বয়ান হয়। তাদ্রে জন্য আমার আর একটি প্রশ্ন। আরাবি খুতবা যদি ১:২০ এ শুরু হয় তবে বয়স্ক মানুষ ছাড়া কতজন মানুষ ১:১৫তে মাসজিদে যায়?
আমি নির্দিষ্ট করে দেওয়া খুতবার পক্ষে নয় আবার এটার বিপক্ষে যে যুক্তি দেওয়া হয় তার সাথে সহমত হওয়ার মত যুক্তি খুজে পাইতেছিনা।

৩| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: ভাবছি সেটা কি ঠিক হবে ? - আপনার এ ভাবনাটাকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকেরই এ নিয়ে কিছুটা ভাবনা চিন্তা করা উচিত। সবাই মিলে ভেবে চিন্তে যেটা ঠিক করবে, সেটাই হওয়া উচিত। সরকারেরও তাই করা উচিত।

৪| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৫

রানা আমান বলেছেন: ধর্মবিষয়ে কিছু চাপিয়ে না দিলেই ভালো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.