নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এ যুগের ছেলে/মেয়েরা কয়জনে...

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৭

পড়াশুনার পাশাপাশি মক্তবে গিয়ে আরবী শিখেছে, কিংবা বাসায় কোরআন, নামায পড়া শিখে?
এ যুগে বাচ্চার বয়স ৩ হতে না হতেই বিশাল সাইজের এক ব্যাগ নিয়ে গাদা গাদা বই নিয়ে
কিন্ডার গার্টেন থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানো হয়!
কিন্তু সেই ছোটকাল থেকেই যে তাকে আরবী পড়া শেখাতে হবে তা আর শেখায় না এ যুগের বাবা মা’রা!
অথচ আমাদের সময়ে আমরা সেই ভোরে উঠে মক্তবে গিয়েছি,
আরবী পড়া শেষ করে বাসায় এসে খেয়ে দেয়ে স্কুলে গেছি, স্কুল থেকে ফিরে খেলাধুলা করেছি!
বয়স বেড়েছে বাসায় মাস্টারনী দাদী রেখে কোরআন পড়া শেখানো হয়েছে
আর তাই তো ক্লাস থ্রিতে বসেই কোরআন খতম করতে পেরেছি! সেই ছোটবেলা থেকেই নামায পড়ে আসছি!
আবার স্কুল করে বাসায় এসে ফ্রেশ হয়ে দৌড় দিয়েছি মাঠে এক্কা-দোক্কা, লুকোচুরি, দাঁড়িয়াবান্দা,
গোল্লাছুট , ডাংগুলি , এলোন্টি-লন্ঠন, ব্যাডমিন্টন আরো কত খেলা খেলেছি!
আর আজকালকার বাচ্চারা মুপাইল টিপে, কম্পিউটারে বসে গেমস খেলে,চার দেয়ালে বন্দী থাকে!!
বয়স বাড়লে এফবিতে আর গুগল এইতো আর কি!
আমরা পড়াশুনার পাশাপাশি, খেলাধুলা, কালচারাল প্রোগ্রাম সব কিছুতেই পার্টিসিপেট করেছি,
একাধারে ভালো রেজাল্ট করেছি, বিতর্ক থেকে উপস্থাপনা,লেখালেখি, আবৃতি ,
গিটার বাজানো , শখের সাম্রাজ্য গড়ে তোলা সবকিছুই করেছি, বাবা- মা’র সহযোগিতা পেয়েছি!!!
কিন্তু এখনকার বাচ্চারা না এসব এ আগ্রহী না তাদের বাবা মা’রা
তাদের সময় দিয়ে সবকিছুতে এক্সপার্ট করার চিন্তা করে?
এখনকার বাচ্চারা যেন জন্ম এর পর থেকেই অই মুপাইল আর কম্পিউটারে অভ্যস্ত হয়ে যাচ্ছে!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:৫০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এখন আর আগের দিন নাই রে ভাই। :(

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ! এখন বাবা মা’রা অনেক বেশী উদাসীন ছেলে মেয়েদের ব্যাপারে, সময় নেই তাদের!!!

২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৭

মো:সাব্বির হোসাইন বলেছেন: আগের দিন বাঘে খেয়েছে!দিনতোআগেরমতো ঠিকই আছে। পাল্টে গেছি আমরা সবাই মূল্যবোধের কাছে!

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!!! কিন্তু এই পাল্টানো ঠিক না...

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা সচেতন তারা এখনো সতর্ক আছে এই ব্যপারে...

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাতে গোনা কয়েকজন হতে পারে !!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.