![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অই শোন, অন্য কারো মত মুখে চুনকাম প্লাস্টার করে তোকে ইম্প্রেস করার ইচ্ছে নেই আমার...
আমি কিন্তু মুখে ব্রন কিংবা চোখের নীচে কালো দাগ নিয়েও তোর সামনে যেতে পারবো... দেখবো তুই কি করিস...?
তোর শিরায় শিরায় ছন্দ তুলে লুতুপুতু কুতুকুতু হয়ে পাখির মত সুরেলা সুরে কথা কইতে পারবো না...
আমি ইচ্ছে হলে চিল্লিয়ে, তোর কান ফটিয়ে কিংবা পেত্নীর মত চি চিচ চি করে কথা বলবো ...
সোনা বাবুতা এইসব লবালছা ডায়লগ দিয়ে তোকে কুতুকুতু দিতে পারবো না...
এসবে বড্ড বেগুন হলেও গুন্ডামিতে ওস্তাদ... জানিস ই তো ওস্তাদের মাইর কেমন হয়...
তুই মন খারাপ করে থাকলে তোকে আদর-টাদর করে মন ভালো করে দিতে পারবো না...
কিন্তু চুপচাপ তোর পাশে বসে আলতো করে হাত টা হাতে নিয়ে এটুকু আস্থা দিতে পারবো আমি আছি পাশে রে পাগ্লু...
আমার কাঁধটা দেখিয়ে বলবো-- হু ঝটপট এখানে মাথা রেখে কেঁদে ফেল...
এরপর দুজনে মিলে হুড়োহুড়ি করবো এক বেগুনীতে কিংবা চায়ের মগ এ...
ঘুরকুনো হয়ে থাকতে পারবো না... বৃষ্টি হলেই তোকে ভেজাবো... মাঝরাতের জ্যোৎস্না আলোয় ডুবাবো...
চায়ের কাপে হুড়োহুড়ি করতে করতে তোর ব্যাকর ব্যাকর শুনতে পারবো...
এত্তগুলা গালি দিলেও তোর মাজেহ নিজেকে হারাতে পারবো...
তোর বকা খেয়ে কারো কাছে নালিশ করবো না কিন্তু তোকে ধরেই ভ্যা ভ্যা করে কাঁদবো এরপর ই তোকে কান ধরে উঠ বস করাবো...
আমাকে অপেক্ষায় রেখে অফিস কামলা দিলে তোর জন্য ঘরের দরজা বন্ধ করবো না...
একদম সাইলেন্ট কিলার হয়ে অ্যাটাক করবো... রাত বিরাতে আজাইরা খানা খেতে রেস্টুরেন্টে যেতে পারবো না...
আমার নিজের হাতের রান্না করা খাবারে ভরপুর ডাইনিং এ আমার তোকে চাই...
হাব্রিজাব্রি গয়না কিংবা ড্রেস নয় আমার রোজ একটা কুলফি চাই আর মাঝে মাঝে ডজনখানেক কাঁচের চুড়ি...
আর আর তোকে এত্তগুলা ভালোবাসা দিতে পারি... অন্য কারো মত নয় একদম আমার মত...
যে ভালোবাসায় তোর প্যারালাইজড হয়ে যাবে... তুই এদিক-ওদিক হেলতে পারবি না...
বল চাই...? যদি হ্যাঁ তো থাক... আর না তো... ভাগ... মিউউউ
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভ্যাআআআ আমার অনেক লেখাতে মিউউউ আছে-- তার মানে বিল্লিকে ডাকা... নট মিস ইউ... !! শুকরান!!
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭
ইফতি সৌরভ বলেছেন: না থেকে যাবে কই?
যেভাবে হুমকি দিয়ে ভালোবাসা প্রকাশ করা হল, ভয়তেই আর কোথাও পালাবে না সে!!
নিশ্চিন্তে "হ্যাঁ" বলবেই; ভালোবাসা কিছু কম থাকলেও ভয়েই বাধ্য হয়ে থাকবে আজীবন
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক হুমকি দিলাম কইইইইই? এখনো তো হুমকি দেই নাই... !!
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২
তাজবীর আহােমদ খান বলেছেন: ভালো লাগলো হুমকি মাখানো ভালবাসা টুকু
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাই.........। ভালো থাকবেন!!
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭
কাছের-মানুষ বলেছেন: চমৎকার!!!
হাব্রিজাব্রি গয়না কিংবা ড্রেস নয় আমার রোজ একটা কুলফি চাই আর মাঝে মাঝে ডজনখানেক কাঁচের চুড়ি...
এই গুনটা সবার মাঝে থাকে না, এই জবানার মেয়েদের মধ্যেতো খুবই কম !
একদম সাইলেন্ট কিলার হয়ে অ্যাটাক করবো... রাত বিরাতে আজাইরা খানা খেতে রেস্টুরেন্টে যেতে পারবো না...
আমার নিজের হাতের রান্না করা খাবারে ভরপুর ডাইনিং এ আমার তোকে চাই...
এই দাবিতো ছেলেদের জন্য আর্শিবাদ সরূপ!পকেট খালি করার জন্য দুই একবার রেষ্টুরেন্টে গেলেই হবে ! বউ যদি বেকার হয় তাহলে কথাই নাই ,বর্তকাম যুগে বেকার বউ লালন পালন করা খুবই কঠিন কর্ম ! যদি বউয়ের যদি গ্যাষ্টীকের পবলেম থাকে তাহলে ফাষ্টফুট বা বাহিরের খাবার থেকে রক্ষা মিলতে পারে !
পরিশেষে বলব চমৎকার লাগল কবিতা ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক... আমার আসলেই রিচ ফুডে আগ্রহ কম... এবং গ্যাস্ট্রিক তো আছেই...! আর একদম সিম্পল সবক্লিছু ভালো লাগে... সিম্পল লাইফ... সিম্পল ড্রেস/ ফুড...!
এন শুকরান শুকরান... !!! ভালো থাকবেন!!!
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০২
মেহেদী রবিন বলেছেন: ছেলের বায়োডাটা কেমন হবে আপু ?
মজা করলাম।
ভালো লেগেছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এইটা ভাবি নাই তো!! ভ্যাআআআআ!!! এখন কি হব্বে? আচ্ছা তুমি বলো তো কেমন হবে?
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১২
Crazy তৌফিক বলেছেন: যদি হ্যাঁ তো থাক... আর না তো... ভাগ... মিউউউ
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু...। মিউউউউউউউউউউউউউ !!!
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫
সাহসী সন্তান বলেছেন: ভালবাসার ডেফিনেশন দেখে আমার কেন জানি না নিউটনকে মনে পড়ে গেল! ক্রিয়া প্রতিক্রিয়ার এই ভালবাসার যুগে যেখানে একটা ভাল বাসা খুঁজে পাওয়া দ্বায়, সেখানে কে এমন মহা পুরুষ আছে যে আপনার এই হুমকিকে এভোয়েড করবে?
আফটার অল, ভাল রান্নার স্বাদ পাইতে হইলে ইপ্সি'পুর ভালূভাষা গ্রহণ করা ছাড়া আর কোন উপায় আছে নাকি (আপনার কাছে একটা দাওয়াত পাওনা আছে, মনে আছে তো)?
খুক.....খুক.....
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক থাকতেই পারে ... ডিজিটাল যুগ বলে কথা...!! কিসের দাওয়াত হু...? কোন দাওয়াত টাওয়াত না... ইচ্ছে হলেই আপুর বাপের বাসায় বেড়াতে আসা যাবে... !!!! সময় করে চলে আসুন...!!
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২০
সাহসী সন্তান বলেছেন: ওহঃ আপুর এখনো নিজের বাসা তাইলে হয়ে পারেনি বুঝি? এতদিন তাইলে কি আমি ভুল ভাবছিলাম? ধরণী তুমি দ্বিধা হও, আমি তোমার মধ্যে হান্দাইতে চাই! আপু, দিনাজপুরে আইয়া চিক্কুর দিলেই বুঝবেন আমি চইল্লা আইছি!
আপনি তারে আপাতত সরবত টরবত কইরা সব কিছু রেডি রাখেন!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক আপ্নেরে এক্তু ঘুরাইতেই তো কইছি বাপের বাড়ী... !! হু হু জোড়ে চিক্কর পারবেন ঈপ্সি আপুউউউ বলে বান্দা হাজির হয়ে যাবে !!!
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫
মেহেদী রবিন বলেছেন: যেমনই হোক, চুনকাম প্লাস্টারের রাজমিস্ত্রী হবে না এইটা তো বোঝাই যাচ্ছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহাহাহহা কামলা হবে কামলা...।
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
খোলা মনের কথা বলেছেন: এত অনগ্রহ, অনাবেগী ভালবাসা লিবে কোন বেঁটা??? তার তো এ ভালবাসা পুষে রাখতে হলে সাধনায় বসতে হপেঁ
চ্যাগাইয়া উঠা ভালবাসা থেকে অনাবেগী ভালবাসায় কনভার্ট হওয়া আগেই তিনি জমরাজের সন্ধান পেয়ে যাবে
বি:দ্র: এমন ভালবাসা মেয়েরা প্রেমিক বা স্বামী ভক্ত হয়।
মুখে স্বীকার করবেনা কিন্তু জান থাকতে প্রেমিক বা স্বামী কে অন্যর হাতে দিবে না
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহহা নিবে না মানে...? পাগ্লুটা আছে না... সেই নিবে...!!! খুব গবেষক হয়েছো বুঝি? খুক খুক
১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বাহ। ইয়াই হইলো সিক্রেট ডেফিনিশন অব লাভ। ক্যারি অন।
১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩
পথহারা মানব বলেছেন: খাইছে আমারে!!!!!!!!!!
কার কপালে যানি দু:খ আছে!!! আসেন আমরা সবাই ঈপ্সি আপুর পাগলুটার জন্য এক মিনিট নীরবতা পালন করি!!!
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ..............
এই ব্লগে একজন ছিল শুধু মিউউউ করতো।
মনে পড়ে গেল।
দারুন লিখেছেন!!