নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমি অনুভব করতে চাই যার সাথে ঈদের দিনটা কাটালাম সে আমার... শুধু আমার... ( ঈদ চিঠি)

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮


আবার ও আমাদের দুই ঈদ... !!
আগে থেকেই বলে দিচ্ছি ... ১০ মিনিট পর পর কিন্তু ফোন করবি...
ইমোতে আসবি...কোন অজুহাত শুনবো না... সক্কাল সক্কাল ঘুম থেকে উঠবি... ফ্রেশ হবি... আমার দেয়া পাজামা পাঞ্জাবি পড়বি...
ইমোতে এসে আমাকে ছবি দেখাবি এরপর সোজা মসজিদে চলে যাবি... নামায পড়বি... এরপর আবার ইমোতে এসে আমাকে দেখাবি...
যেহেতু আমাদের দেখা হবে না... তাই এভাবেই দেখা দিবি... যেহেতু পাশে বসে কথা হবে না... তাই ১০ মিনিট পর পর ফোন করবি... বুঝেছিস? হু...?
খুব তো মাথা ঝাকিয়ে হু বললি--- !! লাপাত্তা থাকলে জানিস ই তো... আমি কি করতে পারি।। কোন হাঙ্গামা করবো না...
শুধু সাইলেন্ট কিলার হয়ে তোকে কষ্ট দেবো... আর শোন... জানিস ই তো-- আমার ঈদে কত ঝামেলা থাকবে...
কিন্তু দেখে নিস আমি ঠিক ই সময় করে তোকে সময় দেবো... দেরি হলে আবার গোমড়া মুখে বসে থাকিস না... বুঝলি রে হাম্বা?
নইলে তোরেই জবাই কইরা দিমু কইলাম... !! শোন শোন কেন জানি মনে হচ্ছে তুই খালি ঘুমাবি... !!!
ঠিক রাত ১০ টায় একখান মেসেজ দিবি- কই তুই এই লিক্ষা... !!! এরপর আমি অভিযোগ তুললেই বলতে থাকবি-- মন খারাপ এইতা সেইটা---!!
শোন রে আমার লাট সাহেব... অত শত শুনতে চাই না... আমার জন্য আমাদের সবার জন্য তোকে ভালো থাকতে হবে... নিজেকে মানিয়ে নিতে হবে... !
জানিস হাতের মেহেদি দেয়ার সময় আমার শুধু তোর কথা মনে পড়ে... সত্যি ভয় লাগে--
এই বুঝি তুই মেহেদি দেয়ার সুযোগটা কাজে লাগিয়ে যা তা করবি... আমার মেহেদি নষ্ট হলে এমন চিল্লাবো না... যে তোর কান ফেটে যাবে...
অই জানিস ঈদের দিন কাজ করতে করতে জান শেষ হয়ে যায়-- আর তুই ডিস্কো বান্দর তো পিছে লেগেই থাকিস- অই কাজের বেটি টুনি --
কি কাজ করোস? হাতের মেহেদি দেখি? না কি কাম করতে করতে উঠাই ফেলছোস? খিক্স খক্স...!!
সারাদিন কাম করছিস না অন্য পোলাগো লহে নটাঙ্কিগিরি করছিস? আর আমি এইসব দেখে যখন চিল্লাবো তখন তুই হো হো করে হেসে ফেলিস...
আর বলিস ওরে কাজের বেতি টুনি রে... সারাদিনে এই একটু হাসলাম রে... মন ভালো নেই একটু ও...!
আচ্ছা এইসব বাদ এখন শোন, আমি চাই দুটো ঈদ ই আমাদের জমজমাট হোক!! তোর ঈদে আমি তোর সাথে থাকবো...
আর আমার ঈদে তুই আমার সাথে থাকবে!! কাল তুই সক্কাল সক্কাল উঠে আমার দেয়া পাজামা/ পাঞ্জাবি পড়ে নামায পড়তে যাবি,
যাওয়ার আগে আমাকে তোকে দেখাবি ইমোতে... আবার ছবি ও দিবি ...
নামায পরে তাড়াতাড়ি আসবি আমি অপেক্ষায় থাকবো তোকে সালাম করার আর সালামী নেয়ার!!
জানি তো তুই ফকিরটা সালামী দিতে গিয়ে আবার ক্যা কু করবি... পকেট থেকে দুই টাকা বের করে দিবি!! তুই শালা না একটা আস্ত ফকির!!
দুই টাকা দেখিয়ে বিছানায় গিয়ে হাসবি... আমি ঝাপিয়ে পড়লে তখন সব চকচকে নোট বের করে দিবি... তুই একটা ফন্দিবাজ...!!
শোন আমি তোর জন্য শেমাই রান্না করবো, তোর পছন্দের খাবার রান্না করবো, এরপর তোকে নিয়ে ডাইনিং এ যাবো...
নিজ হাতে তোকে খাওয়াবো... আর শোন, আমি কিন্তু সালাম দেয়ার সময় বরাবরের মত চিমটি কাটবো...
নখগুলো কি এমনি বড় করেছি হু? নেইলপলিশ দিয়ে রাখবো... এরপর কুটুস কুটুস করে চিমটি কেটে সালাম করবো...
তারপর দুজনে পাশাপাশি বসে থাকবো... একদম চুপচাপ... বিকেলে আমাকে ঘুরতে নিয়ে যাবি...
তারপর ফেরার পথে বাসায় এসে আমার ওড়নাটা ফেরত দিবি... যেটা তুই পাঞ্জাবির সাথে পড়িস...
জানিস তো ওটাতে ততক্ষনে তুই তুই গন্ধ হয়ে গেছে!! আর আমাকে একটু আলতো করে বুকে নিবি...
আমি অনুভব করতে চাই যার সাথে ঈদের দিনটা কাটালাম সে আমার... শুধু আমার...
হাম্বা মোবারক রে গেয়োভুত পাগ্লুটা... খুক খুক...
আর শোন আমার ঈদের দিনের দায়িত্ব তোর... তুই জানিস কিভাবে আমার সাথে থাকবি কি করবি... আমি কিছু বলবো না...
শুধু অপেক্ষায় থাকবো তোর সারপ্রাইজ এর...
বা বাই বিলুইটা... মিউউউউউ... গেয়োভুত হাম্বা গাম্বা পাগ্লুটা...

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৪

মুচি বলেছেন: হা হা হা ..... আশা করি আপনার ঈদ পরিপূর্ণ হবে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হয়েছে কল্পনা কল্পনা খেলায় ......... ঈদ মোবারক!

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩

পথহারা মানব বলেছেন: দুই টাকা দেখিয়ে বিছানায় গিয়ে হাসবি....তারপর আমি ঝাঁপিয়ে পড়লে সব চকচকে নোট বের করে দিবি
হা..হা...হা। আমি পাচ টাকা দেখাব ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহাহা তাই ......? কাকে? ঈদ মোবারক!

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪

হালিমা সাদিয়া বলেছেন: ভালোবাসা :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভালোবাসা............ ঈদ মোবারক!

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৭

মার্কো পোলো বলেছেন: বাহ! কত প্ল্যান।
ভাল লাগলো

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু......... ঈদ মোবারক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.