নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মেয়েও হয়েও ছেলের মত সব কাজ করি...

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬

যে পরিবারে ছেলে থাকে না আমার মনে হয় সে পরিবারের সব মেয়েরাই মেয়ে এবং ছেলের কাজ করে
কিন্তু যে পরিবারে মেয়ে থাকে না সে পরিবারের ছেলেরা খুব কম ই এই দুটো হয়ে কাজ করে...
এবার যেহেতু চাচাদের সাথে কুরবানী দিয়েছি তাই মাংস আনা-নেয়ার কাজ টা আমাকেই করতে হয়েছে, বাপি সিক থাকায় ,
কোন রকমে সে মাংসের ৩ ভাগ করে দিয়েই রেস্ট নিতে যায়, এরপর সেই মাংস আত্মীয়/ স্বজন / প্রতিবেশী/ ফকির মিসকিন কে বিলিয়েছি,
এরপর বাসার রান্না করা, বাসার মাংস ঠিক ঠাক করা+ আদার্স কাজ মামনীর সাথে তাল মিলিয়ে এক সাথে করেছি আবার আম্মিদের দেখাশোনা...
খারাপ লাগে না যখন আমি পরিবারে ছেলে/মেয়ে উভয়ের ভুমিকায় কাজ করি,
ভালো লাগে যখন দেখি পরিবারের সবকিছুতে একটা ছেলের থেকেও আমার অধিকার বেশি,
পরিবারের যেকোন বিষয়ে আমার মতামত গ্রহন করা হয় এমন কি কিছু ক্ষেত্রে আমি যা বলি তাই করা হয়
( এটা আবদার না পারিবারিক নানা বিষয়ের ব্যাপার) !
ভালো লাগে যখন দেখি একটা ছেলের থেকেও আমার স্বাধীনতা বেশি!
পরিবার থেকে যথেষ্ট স্বাধীনতা দেয়া হয়েছে কোনদিন তার অমর্যাদা করিনি দেখে তা এখনো অটুট আছে!!
খারাপ লাগে না এই ভেবে যে আমাকে ছেলে/ মেয়ে উভয়ের ভুমিকা পালন করতে হয়
বরং ভালো লাগে গর্ব হয় পরিবারে নিজস্ব একটা অবস্থানের জন্য!

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

প্রামানিক বলেছেন: পরিবারের যেকোন বিষয়ে আমার মতামত গ্রহন করা হয় এমন কি কিছু ক্ষেত্রে আমি যা বলি তাই করা হয়

সৌভাগ্যই বলা যায়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু দাদা!!! আর আমার মামনী বাপি অনেক ফ্রেন্ডলি!!! শুভ কামনা!

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮

মো:সাব্বির হোসাইন বলেছেন: খারাপ লাগে না এই ভেবে যে আমাকে ছেলে/ মেয়ে উভয়ের ভুমিকা পালন করতে হয়
বরং ভালো লাগে গর্ব হয় পরিবারে নিজস্ব একটা অবস্থানের জন্য!

জেনে খুব খুশি হলাম। পরিবার নিয়ে অনেক সুখী হন।

শুভকামনা রইলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান... ! দোয়া করবেন!! ভালো থাকবেন!

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

পথহারা মানব বলেছেন: আপনিতো দেখি সেইরাম কাজের লোক মিয়া ভাই ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক হতেই হয় না হয়ে উপায় নেই!!!!

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩

চাঁদগাজী বলেছেন:



খেয়ালে রাখা হচ্ছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি খেয়ালে রাখলেন?

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এমন যদি অনেক মেয়ের ভাগ্য হতো ভালোই হতো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হয়ত হয় কিন্তু আমরা জানতে পারি না......... তবে কম হয় এটা নিশ্চিত !

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন!

স্পিরিট এমনই ধরে রাখূন! প্রশান্তি টুকু নিজেরই :)

ঈদ মোবারক :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া! দোয়া করবেন! ভালো থাকবেন! ঈদ মোবারক!

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

রায়হানুল এফ রাজ বলেছেন: এগিয়ে যান অনেক দূর। শুভকামনা রইল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! ভালো থাকবেন!

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো, যতক্ষণ স্বাধীনতার অমর্যাদা না করা হচ্ছে...

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪২

উৎপল হালদার বলেছেন: দোয়া করেন যেন এরকম একটা মেয়ে বউ হিসাবে পাই!!!!

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আরে আপু, আফ্রিকা এসে দেখেন, এখানে সব কাজ মেয়েরাই করে! আর ছেলেরা পাটি বিছিয়ে রাস্তার ধারে শুয়ে থাকে! B-)
(অবশ্য দোকান পাটে ছেলেরা বেচা বিক্রি করে)

কিন্তু, মাছ বাজারে যান, সব মহিলারা মাছ বিক্রি করছে, সবজি বিক্রি করছে। বাচ্চা আছে পিঠে ঝোলানো বা বাচ্চা দুধ খাচ্ছে, মা বিক্রি করছে!

আজকে দেখি, অফিসের সিকিউরিটি গার্ডগুলোও চেঞ্জ হয়ে গেছে, দেখি দু'টো মেয়ে বসে আছে সিকিউরিটি গার্ডের পোষাকে! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.