নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সম্পর্কগুলো দিন দিন এমন হচ্ছে কেন...?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭



আজকের পেপারে- মা'কে দা দিয়ে কুপিয়ে মেরে ফেলে ছেলের আত্মহত্যার চেষ্টা ! আজিব কারবার!
বাবা- মায়ের ঝগড়ায় বাবা রাগের মাথায় মায়ের কল থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে আছড়ে মেরে ফেলে!!
কালকের ছিলো- বাইক না পেয়ে মা-বাবাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা !!
পারিবারিক সম্পর্কগুলোতে ইদানিং খুব বেশি এইসব দেখা যাছে!! অথচ এই সম্পর্কগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক !
এই সম্পর্কেই সবচেয়ে বেশি নিরাপত্তা / আস্থা/ ভালোবাসা/ শ্রদ্ধা থাকার কথা! কিন্তু তা না হয়ে কি হচ্ছে?
দিন দিন সম্পর্কগুলো এতটাই যাচ্ছেতাই হচ্ছে যে এরা একে অপরকে মেরে ফেলতে দ্বিধাবোধ করছে না!!
এদের কি মায়া হয় না নিজ বাবা/ মা কিংবা ছেলে/মেয়ের উপর?
অথচ নানা টানাপোড়নে পড়লেও আমার বাবা/ মা এখনো আমাদের কিছু হলে চিন্তায় অস্থির হয়ে যায়,
আমরা বাবা/মা'র একটু কিছু হলে অস্থির হয়ে যাই...
নানা রকম সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হলেও আমার কাছে
আমার বাবা/ মা/ বোন ছাড়া আর কাউকে বেশি আপন মনে হয় না!
এবং নিজ পরিবারকেই সবচেয়ে বেশি নিরাপদ জায়গা মনে হয়!

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



সমাজের দুস্ট অর্থনীতি মানুষের মনকে বিষিয়ে দিচ্ছে!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুধু দুষ্টু অর্থনীতির দোষ দিয়ে আমরা এর দায়ভার এড়াতে পারি না.........

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৮

মো:সাব্বির হোসাইন বলেছেন: নৈতিক শিক্ষার অভাবে এই সমস্যার উৎপত্তি ঘটছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এবং পারিবারিক শিক্ষা বা অনুশাসন ঠিক মত হচ্ছে না .........

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:
চাঁদগাজী ভাইয়ের কথার সাথে সুর মেলালাম!
সবি সেই ভয়াল অর্থনীতির মাকাল ফল।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু শুধু সেই মাকাল ফলের দোষ দেয়াটা ঠিক না......।।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমাজ এখন আর আগের মত নাই...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুধু সমাজ না পারিবারিক দিকটাও মুখ্য

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

ঢাকাবাসী বলেছেন: অর্থনৈতিক পরিবর্তন আর ভয়াবহ বৈষম্য, সীমাহীন লোভ, কিছু মানুষের অসীম টাকাকড়ি আর খরচের বহর, চারিদিকে ভয়াবহ দুর্ণীতি সব মিলিয়ে সমাজে প্রচন্ড অস্হিরতা বিরাজমান আর এর থেকে উত্তরণের সম্ভাবনা আর নেই বললেই চলে। সুতরাং যাসব উদাহরণ দিলেন ওসব বাড়বেই কমবেনা আর!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তবুও আমাদের থেমে থাকলে কি চলবে... বরং এর সমাধানের পথ খুঁজতে হবে!!

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অন্যান্য সব কারণের পাশাপাশি বিজাতীয় অশ্লীল সাংস্কৃতিক আগ্রাসনের একটা বড় ভূমিকা আছে বলে মনে করি এই অধঃপতনের পেছনে। টিভি সিনেমায় প্রতিনিয়ত যেসব উদ্ভট জিনিস দেখছি, তার সুদূরপ্রসারী প্রভাব পড়ছে মা, বাবা, ছেলে, মেয়ে সবার ওপরে। তাই ঐ গোড়া ঠিক করতে না পারলে এই সমস্যা দিন দিন বাড়তেই থাকবে, কমবে না।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু তা তো আছেই ভাই!! সবচেয়ে বড় কথা পারিবারিক অনুশাসনটা ঠিক মত হচ্ছে না...

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৪

রক্তিম দিগন্ত বলেছেন: নৈতিক শিক্ষার অভাব, মূল্যবোধের অবক্ষয়, সাথে সুষ্ঠু ভাবে চিন্তা ভাবনা করার অক্ষমতা এসবই মূল কারণ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সব ঠিক আছে!!! তবু পারিবারিক অনুশাসনটাকে আমরা এড়িয়ে যেতে পারি না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.