নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এইসব পুরান জিনিস বিক্রি করে কি কটকটি খাবি না কি রে কুলফি বউ? ;)

১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

তুই ও কি করিস রে কুলফি বউ?

অই জানিস, প্রতিবার দেখা শেষে আমি যে তোর চুলের ক্লিপ, কপালের কালো টিপ,
হাতের দু একটা চুড়ি , ইচ্ছে করে টান দিয়ে ছেড়া দুটা চুল...
আর টিস্যু দিয়ে আঙ্গুল মুড়িয়ে তোর ঠোঁটের লিপ্সটিকের ছাপ নিতাম,
এসব কিছু এনে আমি এক একটা কাঁচের জারে জমাতাম... জানিস কুলফি বউ...
সেই কাঁচের জার গুলো আমি আমার শোকেসে সাজিয়ে রেখেছি...
তোর খাওয়া কুলফির কাঠিটা, ঝালমুড়ির মোচড়ানো কাগজটা, বাদামের কিছু খোসা...
সব এনে আমি জমিয়ে রাখি...
আমার একটা ইচ্ছে আছে এসব দিয়ে তোর খেলাঘরের মত করে তোকে একটা ঘর দেবো
সেই ঘরের নাম হবে কুলফি বউ ঘর...সেখানে থাকবে তোকে জড়িয়ে থাকা সব কিছু...
তোর অনুপস্থিতিতে আমি সেই ঘরে গিয়ে এক একটা জারে হাত বুলাবো...
এখন যেভাবে শোকেস থেকে খুলে এক একটা জার আনি
আর খুলে খুলে তুই তুই গন্ধটা তুই তুই স্পর্শটা অনুভব করি...
তুই ও কি করিস রে কুলফি বউ?

দেখেছিস পাগ্লু... দুজনের ভাবনার কত্ত মিল... ?

হু হু হু... আমিও প্রতিবার তোর সাথে দেখা শেষে সিগ্রেটের ফেলা দেয়া অংশটা...
শার্ট/ পাঞ্জাবী থেকে খুলে নেয়া একটা বোতাম/ চুল টেনে ছিড়ে নেয়া দুটা চুল...
আর তোর কাছ থেকে বারবার করে চেয়ে নেয়া-- শেষ হয়ে যাওয়া তোর পারফিউমের বোতল,
শেভিং ক্রিমের কৌটা , শ্যাম্পুর বোতল, চুলের জেলের কৌটা , নষ্ট ওয়ালেট, নষ্ট ঘড়ি...
সব কিছু এনে এক একটা বক্সে ভরে রাখতাম...
আর তুই বলতি- এইসব পুরান জিনিস বিক্রি করে কি কটকটি খাবি না কি রে কুলফি বউ?
আমি ঠোঁটে দাঁত চেপে ধরে মুচকি হাসতাম আর তুই জ্বালিয়ে খ্যাপিয়ে মারতি আমাকে...
জানিস, তোর সাথে আমার মনের মিল খুব...
এই যে আমিও ভেবে রেখেছি এসব দিয়ে একটা ঘর বানাবো আমার খেলার ঘরের মত...
তার নাম হবে- পাগ্লু বর এর ঘর...
দেখেছিস পাগ্লু... দুজনের ভাবনার কত্ত মিল... ?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অফুরন্ত ভাল বাসার এই লিরিক যেন আত্নার আত্নীয়তার এক অভিনব চেতনা মাত্র যাহা প্রেমমে করে প্রগাঢ়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.