![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> বললাম কেমন হবে আবার... ? গোছালো এই আমিটাই সে সময় হয়ে যাবো বড্ড অগোছালো... জানিস কেন রে বিলুইটা... ?
তোকে সাইজ করতে হু...? যখন দেখবি আমি নিজেই সব কিছু এলোমেলো করছি...
তখন তুই অগোছালো ছেলেটা নিজেই গোছালো হয়ে সব কিছু গুছিয়ে রাখতে শিখে যাবি...
>কি বলিস এইসব রে ভুত্নীটা... ?
>আরো আছে আরো... মশারী টানিয়ে ঘুমানোর অভ্যাস এখন থেকে করে নিও কুনোবুনো ব্যাঙটা ...
>তুই আমারে তুমি তুমি বলিস কেন... কত্ত সুন্দর করে আমি সংসার সাজাচ্ছিলাম...
>উলে উলে তাই... ওই শোন... এখন যেমন আমরা লুতুপুতু কুতুকুতু প্লেম করি না...
স্বৈরাচারীতাইয় ডুবি... তখন ও কিন্তু তাই হবে... তখন বাজার নিয়ে হবে ঠুকাঠুকি...
তুই আউলা ঝাউলা বাজার করলেই মারবো কিন্তু সব ছুড়ে তোকে...
কিন্তু শোন... সন্ধ্যায় আবার আমরা এক কাপ চায়ে হুড়োহুড়ি করবো...
>রাতে মাঝে মাঝে হাঁটতে হাঁটতে চলে যাবো টং দোকানে চা খেতে...
কখনো কখনো এক বেগুনীতে কামড়... এবার তুই বল কি করবি... ?
>শালা হ্রামী কুত্তি... আমি কি করবো জানিস...? আমি মাঝে মাঝে নেশা ভাং খেয়ে বাসায় আসবো...
চোখ থাকবে লাল টকটকে... দরজায় দাঁড়িয়ে বলবো-- তুই কে রে শালী আমার ঘরে... খিক্স... খিক্স...
>আমি কি করবো জানিস... ? সোজা এক বালতি পানি এনে তোর মাথায় ঢেলে দিয়ে
তোরে দুই লাত্থি মাইরা ব্যাগ গুছাইয়া বাড়ি যাওয়ার জন্য পা বাড়াবো...
>খিক্স খিক্স... আমি জানি ভীতুর ডিম ভুত্নীটা আবার ব্যাগ ফেলে দিয়ে
ঘরে এসে ঘাপ্টি মেরে বিছানার নীচে বসে থাকবে... আমি তখন খেক খেক করে হেসে বলবো...
ওরে পাগলী... আমার ঘরেই তো নেশা আছে রে... বলেই তোকে কাছে টেনে কানের পাশে মুখ নিয়ে বলবো---
সেই নেশা ছেড়ে কেন যাবো বাইরের ওইসব ভাং খেতে... বলেই তোর...
কানের পাশে ঘাড়ে গরম নিঃশ্বাস ছেড়ে দিবো...
>তোর আমার সংসার সংসার খেলাটা হবে... হুট হাট মারামারির...ছাড়াছাড়ির...
আবার দুম করেই হাত ধরাধরির...
তোর আমার সংসার সংসার খেলাটা হবে...
আচমকাই সুখ সুখ কষ্টে ডুব দেবার...
তোর আমার সংসার সংসার খেলাটা হবে...
ঝুপঝাপ বৃষ্টির মাঝে চোখে ডুব দেবার...
জ্যোৎস্না আলোয় ভিজে ভিজে খুন হবার...
৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক দস্যি হলেই সেই মেয়ে তসলিমা হবে কিংবা তসলিমা ফ্লেভার থাকবে এমনটা ভাবা ঠিক নয় ভাই ...
২| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দস্যি আর দিল্লীকা লাড্ডু ছাড়া বৈ কিছু নয়। তবে ভালই হবে।
৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক হু শুধু মিলেঝুলে থাকতে হবে...
৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৯
ঢাকাবাসী বলেছেন: ভালই হবে।
৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু মন্দ হবে না
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
মেয়ে যদি দস্যি হয়, উহাতে কাজ নেই; উহা তসলিমা নাসরীন হয়ে যাবে।