![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> পরিবেশবাদী একটা সংগঠন “ সবুজ ঢাকা” নামে একটা প্রজেক্টের ঘোষণা দিয়েছেন!
> ছাদে বাগান করলে লাখ টাকা পুরষ্কার! গ্রিন এওয়ার্ড সহ হোল্ডিং ট্যাক্স মওকুফের ব্যবস্থা থাকছে সেই প্রজেক্টে! এটা শুধু ঢাকার জন্য!
আমার মন খারাপ তাই! গোটা বাংলাদেশেই গ্রাম ছাড়া শহরগুলো ঢাকার মত এক ই অবস্থায় আছে!
মানে বাতাসে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, গাছপালা শহরেও কেটে ফেলা হয়েছে, হচ্ছে!
তাই এইসব শহরগুলোতে ঢাকার মত ছাদ বাগান করার প্রতি আগ্রহ সৃষ্টি করা দরকার বলে মনে করি!
>>এই আমি ই যেমন ছাদ বাগান করেছি! আমার ছাদ বাগানের দৃশ্য এফবি, ব্লগে অনেকেই দেখেছেন, প্রশংসা করেছেন!
উদ্ভিদ বিদ্যার একজন ছাত্রী হিসেবে আমি মনে করি সবুজ ঢাকা না সবুজ বাংলাদেশ আমরা গড়ি... !
আমার মন খারাপ আরো একটা কারনে, সবুজ ঢাকার আওতায় যারা ছাদ বাগান দেখাবেন তারা অনেক গাছপালা,
সার সহ বাগান করার প্রয়োজনীয় সেবা পাবেন...
কিন্তু ছাদ বাগানের প্রতি গভির আগ্রহ থাকা সত্ত্বেও এবং ছাদ বাগান থাকা সত্ত্বেও
আমি সেখানে অংশগ্রহণ করতে পারছি না শুধু ঢাকার বাইরে
মফস্বল শহর দিনাজপুরে থাকি বলে এবং প্রজেক্টটা শুধু ঢাকা কেন্দ্রিক তাই... !
>>> এ ব্যাপারে সংগঠনটির উদ্যোক্তাদের দৃষ্টি কিভাবে আকর্ষণ করা যায় বুঝতে পারছি না... ভ্যাআআআআ !
৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মন খারাপ হচ্ছে তো ভাইয়া! খুব মন খারাপ হচ্ছে! ইস কত গাছ দিবে... ভ্যাআআআ
২| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৭
বিজন রয় বলেছেন: জায়গা দখলের শেষ পর্যন্ত কি হলো?
৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মিটেছে ভাইয়া! ওরা কিছু করার আগেই আমি ব্যবস্থা নিয়েছিলাম, তাই সেদিন এসে কিছু করতে পারেনি! সুন্দর ভাবে সমাধান হয়েছে! আল্লাহ্ সহায় ছিলেন এবং কিছু উপর লেভেলের মানুষের হেল্প ছিলো ...
৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: আমার ছাদে বাগান আছে। লাখ টেকা পামুনি?
৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
করুণাধারা বলেছেন: ছাদে বাগানের আইডিয়াটা মেয়র জনাব আনিসুল হকের। উদ্দেশ্য, বায়ুদূষণ কমান, ফুলে ফুলে ঢাকাকে ঢলো ঢলো করে তোলা এবং ছাদে সবজি চাষের মাধ্যমে ফরমালিন মুক্ত সবজি খাওয়ানো। তারপর গত বছরের ডিসেম্বর থেকে ফেব্রুআরি পর্যন্ত আগ্রহী অনেককে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাদে বাগান করার প্রশিক্ষণ দেয়া হয় । বলা হয় বিনামূল্যে সার, মাটি এবং চারা দেয়া হবে ছাদে বাগান করার জন্য। মেয়ের সাহেব জানান যে ভ্রাম্যমান লাইব্রেরীর মত ভ্রাম্যমাণ গাছের গাড়ী আমাদের বাড়ী বাড়ী যাবে গাছ নিয়ে।
আপনার পোস্ট পড়ে মনে পড়ল সেই প্রশিক্ষণ নেবার কথা। তখনি মেয়র সাহেব বলেছিলেন ছাদে বাগানকারীদের হোল্ডিং ট্যাক্স কমানোর কথা, এক লক্ষ টাকা পুরষ্কার সেরা বাগানকারীর জন্য।
বাগান দূরে থাক, ঢাকা শহরে এমন অনেক মানুষ আছে যাদের মাথার উপর কোন ছাদই নেই। তেলা মাথায় তেল না দিয়ে যদি এদের জীবনে কোন স্বাচ্ছন্দ্য আনতেন !
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৬
বিজন রয় বলেছেন: ঢাকা দিয়ে শুরু। আস্তে আস্তে সারাদেশ হবে।
এত বিচলিত হবার কি আছে ইপ্সিমনি?