নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কম দামে কেনা কম্বল বা গরম কাপড় দান না করে...

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৫

> একটু বেশি দামে মানসম্মত কম্বল কিনুন এবং দান করুন!
> কম দামে বেশি জিনিস কিনে বেশি জনকে দান না করে বরং
একটু বেশি দামে মানসম্মত জিনিস কিনে অল্প কিছু মানুষকে দান করুন
যাতে করে তারা তা ভালোভাবে ইউজ করতে পারে!
>>শীত এসে গেছে ! এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারীভাবে যে সাহায্য দেয়া হয়
কিংবা বিভিন্ন সংগঠন সাহায্যের জন্য যে হাত বাড়ায় তারা বেশির ভাগ ই
কম দামে অনেক কম্বল কিনে অনেকজনকে দিয়ে নাম ফুটাতে চায়...!
আমরা পাব্লিক কাউকে দান করার ক্ষেত্রে সব সময় কম দামী জিনিস খুঁজি
( রেয়ার কিছু পাব্লিক আছে যারা সত্যি ভালো কিছু করে) !
যাকাত দিতে গেলে প্রথমেই খোঁজ নেই কোথায় কম দামে যাকাতের শাড়ি/ লুঙ্গি পাওয়া যায়!
আর শীতে কম্বল দান করতে গিয়ে কিনি ১৫০/২০০ টাকার কম্বল!
যাতে অনেক কম্বল কেনা যায় অনেকজন কে দেয়া যায়!
অথচ সেই কম্বলগুলো এত পাতলা যে এক ধোয়াতে সেই কম্বলের আর কিছু থাকে না!
এত খসখসে হয়ে যায় যে সেটা গায়ে দিলে কুটকুট করে!
( পারিবারিকভাবে এর আগে কম্বল দিতে গিয়ে কিছু মানুষের কাছে শুনেছি সেই কাহিনী) !
এবং নিজ অভিজ্ঞতায় আমরা একটু কম দামের কম্বল প্রচন্ড শীতে
বিছানায় পেতে রাখি বিছানা গরম করতে সেটা গায়ে দেই না!!
>>>যেটা বলতে চাইছিলাম- আসুন দান করলে ভালোটাই করি!
অল্প কিছু মানুষেরই পাশে দাঁড়াই তবু যেটা তাদের দিবো
সেটা যেন মানসম্মত এমন কিছু দেই যা তারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবে!

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৯

আহলান বলেছেন: কম্বল বিতরণ একটি সামাজিক কাজ। সবারই এ ব্যপারে অগ্রনী ভুমিকা পারন করা উচিৎ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই ভালো সামাজিক কাজ! কিন্তু সেটা ভালো ভাবেই করা উচিৎ !

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৪

ধ্রুবক আলো বলেছেন: একটু বেশি দামে মানসম্মত কম্বল কিনুন এবং দান করুন!
উপোযুক্ত একটা কথা বলছেন,, ধন্যবাদ

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! আমার কাছে এটাই ঠিক মনে হয় ভাই!

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১

মোঃ আমান চৌধুরী বলেছেন: সামুর অফিসের ঠিকানা কোউ দিতে পারবেন? [email protected]

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫১

ধ্রুবক আলো বলেছেন: ঠিক মনে হয়!
আপনি একদম সঠিক এবং সুন্দর কথা বলছেন। আবারও ধন্যবাদ ও শুভ কামনা জানাই...,

১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাই !

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ভালো পরামর্শ, আশা করছি আমাদের এটা মনে থাকবে।

১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ!

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল সাজেশান।

১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই!

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯

বিজন রয় বলেছেন: এটা আপনার ৭০১তম পোস্ট!!! সাবাস!

চলুক।
শুভব্লগিং।

১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভ্যাআআআআ আমি নিজেই অবাক!!!!

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫০

রানা আমান বলেছেন: রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন এবং ব্যক্তিগতভাবে যারাই শীতার্ত মানুষদেরকে সহায়তা করতে চান তারা বেশিরভাগ সময়েই কম্বল ই বিতরন করতে পছন্দ করেন , কিন্তু সমপরিমান খরচ করেই অন্য শীতবস্ত্র যা দরিদ্র ও ছিন্নমূল মানুষজন সবসময় ব্যবহার করতে পারে সেরকম কিছু ও দেয়ার কথা ভাবা যেতে পারে ।

১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জি তাও দেয়া যেতে পারে!

৯| ১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো বলেছেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.