![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাহ্ অথচ তোর সময় ই হয় না! কিছুদিনের আগ-পিছ করে আমাদের জন্মদিন! তুই বলেছিলি- আচ্ছা যা এরপরের বার তোর জন্মদিনের পার্টি করবো আর দু’জনে একসাথে কেক কাটবো... কিন্তু মিলছে না... সে সময়!!!
আচ্ছা বাদ-- তুই তো জানিস আমি আমার জন্মদিনের কেকের এক অংশ কেটে রেখে দেই তোর জন্মদিনে কাটবো বলে!! জানি তুই বলবি- শালী হ্রামী কিপ্টি আমার নামে কেক না কিনে নিজের কেকের অংশ কাইটা আমার জন্মদিন পালন করোস? শালী তোরে ৪ তালাক... ... !
আমি বলি কি জানিস-- তুই বুঝবি না রে হাব্লা গাব্লা ইচলা মাছটা... বুঝবি না কেন েই কেকের অংশ আমি রাখি কেন সেই কেক ই কাটি... ! তুই তো আরো কিপটা , ফকির একটা! আইস্ক্রিমের টাকা পাঠাবো বলে পাঠাস নাই! শালা খাচ্চর! উলটো আমার কাছ থেকে ... থাক কইলাম না!! আমি তো তাও আমার কেক থেকে তোর জন্য রেখে দেই।। অই বাদ দে তো এসব-- আচ্ছা শোন, হাজারো বার্তায় তো ডুবতেছিস! দুনিয়ার শাঁকচুন্নি আর কটকটিদের লবালছা মেসেজ পাইয়া কুতকুত খেলতেছিস... খেলতে থাক... কিন্তু আমি জানি এই আমার চিঠির অপেক্ষায় তুই আছিস... আছিস একটা চমকে যাওয়া মেসেজের অপেক্ষায়... সেখানেই তো আমার জিত...
আচ্ছা শোন না রে--- আমরা কি একসাথে জন্মদিন পালন করতে পারবো না...? অই শোন, জন্মদিনের গিফটের টাকা আমি খামে ভরে রেখে দিয়েছি!! খামের সংখ্যা বাড়ছে... গিফট এর স্তূপ ও... শালা তোর সময় হয় না... ঠিকাচ্চে... এইবার সবকিছু অন্য কাউরে দিয়া দেবো কইলাম... হু...
তুই কি মন খারাপ করে আছিস...? শোন, একদম মন খারাপ করে থাকবি না! আচ্ছা শোন, তোর ওইসব শাঁকচুন্নি আর কটকটিদের মেসেজে তুই লুতুপুতু হয়ে যাস তবু হাসি খুশি থাকিস... মন খারাপ করে থাকিস না! ওইসব চুন্নীদের সাথে হা হা ডি ডি করিস তবু মন খারাপ করে থাকিস না...
যা তোর জন্মদিনে এইটুকু ছাড় দিয়েই দিলাম... পরে সুদে- আসলে শোধ নিয়ে নেবো...
বা বাই... পাগ্লুটা...
ওহো ... আসল কথাই তো বলিনি-- শুভ জন্মদিন বুইড়া বাচ্চু হাতিটা...
১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা ধন্যবাদ
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
অপ্সরা বলেছেন: হ্যাপী জন্মদিন ইপ্ষিমনি!!!!!!!!!!!!!!
১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ষাইমা বাচ্চুমণি না পড়ে কমেন্ট করলে যা হয় আর কি !! হে হে আমার না পাগ্লুর জন্মদিন ছিলো
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মজা পাইলাম।
শুভ জন্মদিন বুইড়া বাচ্চু হাতিটা...