![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি করবো মাষ্টারী, তুই দিবি কামলা...
কাজ শেষে প্রতি সন্ধ্যায় আমরা ...
টং দোকানের এক কাপ চায়ে করবো হামলা... !
তুই কুটবি মাছ/ মাংস/ সবজি/ পিঁয়াজ / রসুন...
আমি করবো নানা পদের রান্না...
টুকটাক ঝগড়া শেষে -আবার ...
মিলেমিশে দু'জনে করবো কান্না... !
আমি দেবো ঝাড়ু...
তুই মুছবি ঘর...
যতই ঝড় আসুক জীবনে
কেউ কাউকে করবো না পর...!
আমি করবো বিছানা...
তুই টানাবি মশারি...
পাশাপাশি শুয়ে গালে গাল ছুঁয়ে ...
রোজ বলবো- দু'জন দু'জনার-ই !
দু'জনের উপার্জনে চলবে সংসার...
করবো কিছু সঞ্চয় ভবিষ্যৎ ভাবনার...!
সবকিছুতেই হবে ভাগাভাগি...
চলবে না রাত জাগাজাগি... !
আমি করবো বায়না...
তুই করবি টাল-বাহানা...
ভালোবেসে একে অপরকে আগলে রাখবো...
কখনো কেউ কাউকে ছেড়ে যাবোনা...
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আছে ভাই......... কেউ না কেউ তো এভাবেই সংসার করে...! সব সংসার এরকম হোক এটাই কামনা!!
২| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০
শামীম সরদার নিশু বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আশা রাখি আরো ভালো কিছু পাবো।
চালিয়ে যান ভাই।
যাই হোক আমি ব্লগে নতুন।
আমার প্রোফাইল ঘুড়ে আসবেন।
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান... ! আসবো সময় করে আপনার ব্লগে!
৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬
দুখু বাঙাল বলেছেন: I Love you মেরী জান
I love you too খান
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কারে কইলেন?
৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৭
খায়রুল আহসান বলেছেন: নিখাদ ভালবাসার কবিতা- ভাল লাগলো। তবে এমনটা কল্পনাতেই ভাবা সহজ, বাস্তবে পাওয়া কঠিন।
প্রীতি ও প্রেমের পুন্য বাঁধনে যবে মিলি পরস্পরে ,,,,,,,.
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে....
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু কল্পনাতেই হয়ত এটা বেশি সম্ভব! তবু বাস্তবেও আছে কেউ কেউ এভাবে... হয়ত হাতে গোনা কয়েকজন...! সব সংসার এরকম ভাগাভাগিতে ভরপুর হোক...এই কামনা...
৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২
রবিউল ইসলাম রক্সী বলেছেন: অসাধারণ ভাই,আমি নতুন আমাকে কিছু পরামর্শ দিন।
২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান!!! দেবো সময় করে.........
৬| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৮
ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন, শুভ কামনা রইলো...!
২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান...।। ভালো থাকবেন!
৭| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৫
আনিসা নাসরীন বলেছেন: সুন্দর হয়েছে।
২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান...।। ভালো থাকবেন!
৮| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর ভাবনা।
এমন সঙ্গী সবাই চায়
কেউ পায় কেউ পায় না!
একরাশ ভালোবাসা কবিতায়।
শুভকামনা সবসময়
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন- কেউ পায় কেউ পায় না.........! শুকরান! ভালো থাকবেন!
৯| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১
রানা আমান বলেছেন: শেষ দুটো লাইনেই পুরো লেখাটির সার্থকতা ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! ভালো থাকবেন!
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৭
এ আর উৎপল বলেছেন: “তুই করবি ঝগড়া -
আর আমি দিব ঘুষি !
তখন টের পাবি --
কত ভালবাসি!!!!!!!!!!!!!!!!
-
সুন্দর হইছে-
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক মজার তো! শুকরান!
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪
একজন সত্যিকার হিমু বলেছেন: এরকম ভালবাসা কি সত্যিই পৃথিবীতে আছে ! এতো চমত্কার সংসার কি হয় !