![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন একদিন দেখতে যাবো কতটা দৈন্যতা রয়েছে ............
তোর মন নামক উঠানটা জুড়ে...
কতটা হাহাকার তোর হৃদয় জুড়ে খেলা করে... !
তোর একলা ঘরের খোলা জানালায় কতটা বেদনার ছড়াছড়ি...
সিড়িঘরের মাঝ সিঁড়িতে চলছে কতটা বাড়াবাড়ি... !
একবার গিয়ে ঠিক ঠিক দেখে আসবো ...
পাশাপাশি বসে তোর দিকে না চেয়েই মুচকি মুচকি হাসবো... !
ঝুল বারান্দায় ঝুলে থাকা তোর পাঞ্জাবিটার ...
খুলে ফেলা সেই বোতাম ঘরটা দেখবো...
কতটা ভালোবাসাহীনতায় সেই ঘর খালি পড়ে আছে আজ ও...
সেটাই আমি খুঁজবো ......... !
হু হু একবার গিয়ে সত্যি আমি দেখবোই...
কতটা মন খারাপ নিয়ে তুই বেঁধেছিস তোর একলা ঘর ...
ঝাঁপিয়ে দাপিয়ে যুদ্ধ যুদ্ধ খেলবো তোর বুকের উপর... !
ভুল করে নয়... সত্যি সত্যি একদিন আসবো...
দেখবো আমায় ছাড়া তুই কতটা দিশেহারা...
চোখে চোখে চলবে শুধু কাছে পাবার ইশারা... !
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! কেমন আছেন?
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
খায়রুল আহসান বলেছেন: দেখতে যাবার ইচ্ছেটা ভাল লেগেছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক হু দেখার খুব ইচ্ছে আছে... ! ভালো থাকবেন!
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭
ধ্রুবক আলো বলেছেন: দেখার ইচ্ছা পুরন হোক, লেখা ভালো হইছে..
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা শুকরান...... সেই আশায় !!
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৪
কাশফুল মন (আহমদ) বলেছেন: সুন্দর
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান!
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক ভাল লেগেছে কবিতা। প্লাস রেখে গেলাম +++++