![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ শুধু ভর্তা - ভাজি-ভুজি...
খেতে বসে পাশের চেয়ারে পাগ্লুকে খুঁজি ...
গরম গরম ভাত...
লাল আলুর ভর্তা/ ডালের বড়া
ডালের ভর্তা
বড়ার ভর্তা
কচুশাকের ভর্তা
ডিমের ভর্তা
কাঁঠালের বিচির ভর্তা
সাদা আলুর ভর্তা
ঘন ডাল
ঢেপ ভাজি
লাউ শাক
কচু শাক
সালাদ
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যাহ্ একা খাবো কেন? শুধু আমি যখন খেয়েছি তখন একাই ছিলাম ডাইনিং এ...
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০
খোরশেদ আলম সৈকত বলেছেন: খিদা লাগায় দিলেন তো
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহারে............
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৯
আসল শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
আপুনি সাহায্য করুন। আমার নিক নিয়ে চরম নখরামি করছে কে বা কারা।
আমার আসল নিক শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)। আমি বর্তমানে কমেন্ট ব্যান, অন্যের পোস্টে কমেন্ট করতে পারি না। অসুস্হতার কারণে গত কয়েকদিন যাবত ব্লগেও অনিয়মিত। গতকাল থেকে দেখছি আমার নাম বদনামি করে তিনটি নিক অশ্রাব্য ভাষায় মানুষের পোস্টে পোস্টে মন্তব্য করে আসছে। জেনুইন শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) নিকের মন্তব্য খুব কাছাকাছি হওয়াতে অনেকে বিশ্বাসও করছে। ঐ নিকটাও আসল না, এরা আমার এবং সামুর ক্ষতি করার জন্য এসব করছে।
আপনারা আমাকে সাহায্য করূন। এদের নামে রিপোর্ট করুন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই না কি? ওকে দেখছি
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪
জাহিদ অনিক বলেছেন: লোভনীয় আপু , বেশ লোভনীয় ।
কাঁচামরিচের ভর্তা আর আলু ভর্তাটা আরও বেশি লোভনীয় ।
আজকে আমারও ভাজি । করল্লা ভাজি ও বাঁধাকপি ।
আজকে তোমার ভর্তা দেখে আমার বেশ ভর্তার কথা মনে পড়ে গেল । গত সপ্তাহে ধানমন্ডিতে একটা হোটেলে আলু ভর্তা, বেগুন ভর্তা ও ডাল দিয়ে ভাত খেয়েছিলাম , বিল এসেছিল ৯২ টাকা !!!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা ভাইয়া ওটা মরিচের না, কচু শাকের ভর্তা......।। আসলে ভর্তার স্বাদ আলাদাই হয়......... !! ওয়াও আপনি রান্না করতে জানেন?
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খাবার গুলো সকালের, বাশি করে খেতে দিলেন, কষ্ট পাইলাম। কারণ, খাবার গুলো সবই লোভনীয়।
সকালে পাইলে মজা করে খাওয়া যেতো।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসসসস সকালের হবে কেন? দুপুরের খাবার এগুলা.........।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
খাওয়ার আগেও পাগ্লু, পরেও পাগ্লু; কাজ সেরেছেন!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাআহাহ মনে পড়লো যে... কি আর করতাম!!
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এইগুলা কেউ না খাইয়া আমার জন্য রাইখা দিছে নাকি? আহ!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই আছে... আইসা পড়েন!!
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২১
জাহিদ অনিক বলেছেন: ওহ !!!! মিসটেক !!! কচুশাক .।
শহরের সবগুলো কাক যেমন কবি তেমনি শহরের প্রত্যেকটা ব্যাচেলর এক-একজন পাকা রাঁধুনি (!)
তাছাড়া আমার ধারনা মেয়েদের থেকে ছেলেদের রান্নার হাত ভাল হয়
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওয়াওওও! একদিন চলে আসবো কিন্তু ভাইমণি!!
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুপুরে মানুষ ভর্তাভাত খায় না।
দুপুরবেলা আমার তরকারি চাই, সাথে শাক, ভাজি।
আগেরবার খাবারগুলো মজা করে খেয়েছিলাম।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসসসস রে মাঝে মাঝে ভর্তা ভাত!! আহহাহহাআ
১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০
রানা আমান বলেছেন: কোনটা রেখে কোনটা যে খাই ! সবগুলোই আমার প্রিয় ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওহোওওও ! চলে আসেন!!
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৬
হাতুড়ে লেখক বলেছেন: আমাদের এখানে একটা রেস্তোরা রয়েছে। এখানে কম করে হলেও ২০ ধরনের ভর্তার ব্যবস্থা রয়েছে। ভর্তার জন্য বিখ্যাত এটা। আমি মাঝে মাঝেই যাই। আপনার ঠিকানা দেন। প্রমিস ওখানে আর যাবো না!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাআ দিনাজপুর চলে আসুন ভাইমণি !
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬
জান্নাত বলেছেন: সব কি আপনি খাইলেন?