![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> এখন আর দেখা যায় না... শোনা যায় না...! বই পড়া যে একটা নেশা তা এই ফেসবুকীয় যুগে একদম-ই নেই বললেই চলে!!
বই কিনে আলমিরা ( শোকেস) ভর্তি করা আর বই এর নেশায় ডুব দেয়া এক জিনিস নয় যদিও দুটোতেই নেশা আছে!
> একটা সময় ছিলো যখন বই পড়ার জন্য বকা খাইছে এমন পোলাপাইন এর গল্প শোনা যেত!
পরীক্ষার রাতেও চুরি করে বই পড়েছে এমন পোলাপাইন এর দেখা মিলতো!
এই আমি নিজেই বহুবার পরীক্ষার আগের রাতে ওয়ারড্রবের কাপড় গোছাচ্ছি এই অভিনয় করতে করতে
ওয়ারড্রবে লুকিয়ে রেখে সুনীল/ সমরেশ/ শীর্ষেন্দু / নিমাই/ হুমায়ূন এর বই পড়েছি!!
তিন গোয়ান্দার বই এর জন্য এই বন্ধু ওই বন্ধুর কাছে গেছি, কার কাছে মাসুদ রানা/ ওয়েস্টার্ন আছে সেই খোঁজ করেছি!
স্কুলের ব্যাগ এ তিন গোয়ান্দার বই পাওয়ার জন্য একবার টিসি খেতে খেতে বেঁচে গেছি!
>সে একটা অদ্ভুত সময় ছিলো- বাবা- মা’র চাকরীর সুবাদে এখানে- ওখানে থাকার কারনে
যখন বিভিন্ন জায়গায় যাতায়াত করেছি তখন বাসে/ ট্রেনে কিংবা বাস স্ট্যান্ড/ ট্রেনের প্লাটফর্মে দাঁড়িয়ে / বসে বই পড়েছি... !!
বই বিক্রেতাদের কাছ থেকে বই কিনেছি! প্রতিবার যাতায়াতে বই না কিনে, বই না পড়ে আসিনি নিজ গন্তব্যে!
>>কিন্তু মোবাইল আর ফেসবুকের যুগে বই পড়ুয়া নেশাখোর এখন তেমন একটা দেখা যায় না বললেই চলে!!
চলতে- ফিরতে এখন শুধু দেখি কানে হেড ফোন হাতে মোবাইল, নয়ত ট্যাব/ ল্যাপি!!! কি আজিব......... !
এমন কি নিজের বই পড়ার নেশা ও যে চলে গেছে তা অস্বীকার করবো না......... !!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বলা যায় না......... হতেও পারে.........।।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২
বিজন রয় বলেছেন: গল্পের বই পড়ার জন্য বকা খাওয়া ভাল।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বই পড়ার নেশা খারাপ নয় কিন্তু............
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৪
পদ্মপুকুর বলেছেন: ভাই কি দিনের কথা মনে করিয়ে দিলেন!
এসএসসির বাংলা পরিক্ষার আগের রাতে হুমায়ুনের নতুন একটা বই পেলাম। বইয়ের নিচে বই রেখে পড়ছি সেই হুমায়ুন। আম্মা বিলক্ষণ জানতেন আমার স্বভাব, তাই বার বার এসে এসে দেখে যাচ্ছেন কি করছি। একবার বমাল ধরা! বই টই সব ছুড়ে ফেলে দিয়ে তক্ষুনি বাসা থেকে বের করে দেন আর কি!
আজকে সব পোলাপানই ফেসবুকেই ডুবে গেছে। কিভাবে সৃষ্টিশীলতা আসবে কে জানে...
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই ......... সেসব দিন আর নেই......... !! খারাপ লাগে খুব......।।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১২
আমির ইশতিয়াক বলেছেন: চলতে- ফিরতে এখন শুধু দেখি কানে হেড ফোন হাতে মোবাইল, নয়ত ট্যাব/ ল্যাপি!!! কি আজিব......... ! [/sb
ঠিক বলেছেন। এখন আর তেমন বই পড়ুয়া পাওয়া যায় না। এখনকার ছেলে-মেয়েরা ফেসবুক নিয়ে ব্যস্ত।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু তাই তো দেখি..................।।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬
নাগরিক কবি বলেছেন: সুনীলের কাকাবাবু আর তিন গোয়েন্দা এই দুইটার জন্য যে কত মাইর খাইছি। তা ভাবতেই এখন মজা লাগে
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি তো তিন গোয়েন্দার জন্য স্কুল থেকে টিসি খেতে খেতে বেঁচে গেছি.........।।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৪
নয়ন বিন বাহার বলেছেন: আমার মনে হয় আগামীর প্রজম্মে বড় কোন কবি সাহিত্যিক আসবে না। কারন পড়ার সময় তো নেই। তো লেখার সময় কই????????
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি.........। তেমন লেখক ও নেই...... পাঠক ও নেই......।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪১
কালীদাস বলেছেন: নীলক্ষেতে কিছু বইয়ের দোকান ছিল যেখানে বই পড়ার পর বিক্রি করা যেত প্লাস চাইলে অন্য কারও বিক্রি করা বই খুব কমদামে কেনা যেত। কলেজ লাইফে এবং ভার্সিটি লাইফে মেলা বই পড়েছি এই সুযোগ কাজে লাগিয়ে এখনকার গুলা চেনে খালি ফ্যাচভুক!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বই পড়া নিয়ে কত কাহিনী হয়েছে............ আর এখন.........
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি এস.এস.সি. পরীক্ষার মাঝেও কিশোর পত্রিকায় লেখা পাঠানো বন্ধ করিনি...
জোয়ান অব আর্ক এর কথাই ঠিক। যায় দিন ভালো, আসে দিন খারাপ...
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একদম ঠিক ............ আহ সেইসব দিন......।।
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩১
নাগরিক কবি বলেছেন: হা হা হা, আমার ধর্ম বই এর ভিতর রকিব হাসান পেয়ে স্যার আমারে যেই মাইর দিছল, এখনো আমাবস্যা আর পূর্ণিমাতে গিড়ায় গিড়ায় ব্যাথা করে
১০ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক আমি সেই টিসি পাওয়ার আতঙ্ক ভুলি নাই .........
১০| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:৫৫
পথে-ঘাটে বলেছেন: আমি ছোট বেলা থেকেই হোস্টেলে থাকতাম। তিন গোয়েন্দার জন্য মাইর খেয়েছিলাম।
বই পড়ার স্মৃতি অবলম্বনে 'আমার ছেলে' নামে সম্প্রতি ব্লগে একটি গল্প লিখেছিলাম। আশা করি ভাল লাগবে।
শুভ রাত্রি।
১০ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহা ! ওকে সময় করে পড়ে নেবো ......
১১| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১২
হাতুড়ে লেখক বলেছেন: দীর্ঘশ্বাস।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১
জোয়ান অব আর্ক বলেছেন: এরপরের জেনারেশন হয়ত এত খারাপ কিছুতে আসক্ত হবে, যে মা বাবারা ভাববে - এর চেয়ে তো ফেসবুক ভালো ছিল!
কে জানে হয়তোবা এরকম দায়িত্বশীল বাবা মা-ই হয়তোবা থাকবেনা