![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তরকারীতে দিতে হবে কতটা নুন
তুই আমায় শেখাবি কিভাবে ভালোবাসায় হতে হয় খুন!!
আঙুলে আঙুল দিয়ে শেখাবো
কিভাবে সাজাতে হয় এলোমেলো ঘর !
তুই আমায় শেখাবি
আদুরে আদুরে সেবায় কিভাবে ভালো হয় জ্বর !
আমি তোকে দেখাবো
কিভাবে তোর বুককে ময়দান বানিয়ে যুদ্ধ করতে হয়!
তুই আমায় দেখাবি
কিভাবে সন্ধি করে কাছে টেনে নিতে হয় !
চিনি ছাড়া চায়েও যে স্বাদ হয় দেখাবো আমি তোকে
লাল/ নীল রঙের ভালোবাসার মানচিত্র এঁকে দেবো তোর বুকে !
বোঝাবো তোকে কতটা সুখ আছে এই নখের আঁচড়ে
দেখাবি তুই আমায় আমি সৃষ্টি হয়েছি তোর কোন পাঁজরের হাড়ে ... !
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআ না ডায়বেটিক্স হয়নি কিন্তু চিনি ছাড়া চা খাওয়াবো.........।
২| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৪
ফাহমিদা বারী বলেছেন: কেমন জানি লাগলো!!
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ও হো !! কেমন?
৩| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২৩
ধ্রুবক আলো বলেছেন: অদ্ভুত তবে বেশ ভালো লিখেছেন ++
ভালো লাগলো কবিতা খানি।।
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান......... হু ওই যে কেমন জানি অদ্ভুত তাই না... ?
৪| ১০ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৬
বিজন রয় বলেছেন: ফাহমিদা বারী বলেছেন: কেমন জানি লাগলো!!
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেমন কেমন ?
৫| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৯
বিদ্রোহী সিপাহী বলেছেন: কোন পাঁজরের হাড়ে কে জানে? তবে ঐটা যে জীবন পাঁজর (!!!) তা নিশ্চিতই বলা যায় কবিতার আবেগ থেকে
কেমন জানি নয়, ভালো লাগলো+++
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক হয়ত বা......... হু শুকরান ফর + !!
৬| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৯
নতুন নকিব বলেছেন:
'কিভাবে তোর বুককে ময়দান বানিয়ে যুদ্ধ করতে হয়!' --- তা, এই কোমল পেলব মসৃন বুকটাকেই কেন বেছে নিলেন? যুদ্ধের ময়দান বানিয়ে দেয়ার আর কোন স্থান পেলেন না? গ্রহ নক্ষত্র উল্কা নিহারীকা কত কি পড়ে আছে পৃথিবীর চারপাশে!!
'লাল/ নীল রঙের ভালোবাসার মানচিত্র এঁকে দেবো তোর বুকে !' --- মানচিত্রটাও এখানেই আঁকতে গেলেন!
'বোঝাবো তোকে কতটা সুখ আছে এই নখের আঁচড়ে' --- হিংস্রতা ভয় পাই!
৪. ১০ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৬ ০
বিজন রয় বলেছেন: ফাহমিদা বারী বলেছেন: কেমন জানি লাগলো!!
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাহাআ পাইনি বলেই তো সেসব জায়গা বেছে নিয়েছি! অই কেমন জানি লাগলো এর জন্য.........
৭| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৪
ইবাদ্ত বলেছেন: সুন্দর ...
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান!
৮| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৮
আমি ইহতিব বলেছেন: এই সুন্দর কবিতাটা চোখে পড়লো আজ। মুগ্ধতা জানিয়ে গেলাম।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৫
খায়রুল আহসান বলেছেন: ভালবাসার কথা ভাল লাগলো।
চিনি ছাড়া চায়েও যে স্বাদ হয় দেখাবো আমি তোকে - ডায়েবেটিস ইতোমধ্যে হয়ে গেলে চিনি ছাড়া চায়েই স্বাদ বেশী পাওয়া যায়।