![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্তের গ্রুপ পরীক্ষা করতে গিয়ে যখন দেখা গেলো - মামনীর সাথে মিলেনি, মিলেছে বাপির সাথে...
মামনী ক্ষেপে ফায়ার ( দুষ্টুমি ছলে) ! বারবার বলছে- সব আমার পেয়েছে অথচ রক্তের বাপের সাথে মিলেছে!
ওইদিকে বাপি বিটেকেলে ( দুষ্টুমি ছলে) হাসি হাসছে আর বলছে-
আমার কিছু হলে তুই ছাড়া যেন অন্য কেউ আমাকে রক্ত না দেয়!
আর তার সাথে রক্ত মিলেছে এই নিয়ে সে মহা খুশী...
আর ফ্যান্টাসীতে ভোগা এই আমার মাথা তখন খারাপ- কারন আমি চেয়েছিলাম-
আমার রক্তের গ্রুপ হোক- “ও নেগেটিভ” ! রেয়ার রক্ত , যেন আমার প্রয়োজনে রক্ত না পেলে হাহাকার হয় সবদিকে... ! খুক খুক...
মজার ব্যাপার হলো আমি শুধু মামনীর কার্বন কপি না প্রায় সময় মামনীর যা হয় সাথে সাথে আমার তা হয়...!
এই আমার মামনী আমার জয়িতা... সন্তান/ বোন/ প্রেমিকা/ স্ত্রী/ বৌমা / ভাবীমা/ মামনী আর নানীমাম্মা হিসেবে
জীবনের প্রতিটি চরিত্রে একজন সফল মেয়ে... জীবনে এত স্ট্রাগল করেছে, করছে যে ..
মাঝে মাঝে অবাক হই কিভাবে একটা মানুষ এত কিছু করতে পারে...!
পড়াশুনা/ খেলাধুলা/ চাকরী জীবন/ সংসার সামলানো , ঘরে/ বাইরে কোনদিকেই মামনী থেমে থাকেনি...
ধুমিয়ে নিজ দায়িত্ব পালনের সাথে সাথে সবদিক সামলিয়ে চলেছে...
এমন একজন জয়িতার মেয়ে হয়ে হাজারবার জন্মাতে চাই...
এমন একজন জয়িতা মায়ের পাশে সব সময় থাকতে চাই...
আগলে রাখতে চাই ঠিক সেইভাবে যেভাবে সে এখন আমাকে/ আমাদের আগলে রেখেছে...
ভালো থেকো মামনী!
১৪ ই মে, ২০১৭ রাত ৮:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান!! দোয়া করবেন আমাদের জন্য! সব মা ভালো থাকুক, ভালোবাসায় থাকুক!
২| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপনার মা প্রশংসা। আল্লাহ্ আপনার মনের আশা কবুল করুক।
সকল মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থাকুক চির অটুট।
শুভকামনা রইল। মা' দিবসের শুভেচ্ছা।
১৪ ই মে, ২০১৭ রাত ৮:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান!! দোয়া করবেন আমাদের জন্য! সব মা ভালো থাকুক, ভালোবাসায় থাকুক!
৩| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৫৯
আলোরিকা বলেছেন: ভাল থাকুন মা মণি
১৪ ই মে, ২০১৭ রাত ৮:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান!! সব মা ভালো থাকুক, ভালোবাসায় থাকুক!
৪| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:০৮
নাগরিক কবি বলেছেন: সুন্দর লেখার ভঙ্গি। পৃথিবীর সকল মায়ের প্রতি নিবেদিত ভালবাসা। আপনার ইচ্ছে পূর্ণ হোক।
১৪ ই মে, ২০১৭ রাত ৮:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান!! দোয়া করবেন আমাদের জন্য! সব মা ভালো থাকুক, ভালোবাসায় থাকুক!
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৪০
আমি চির-দুরন্ত বলেছেন: এমন একজন জয়িতার মেয়ে হয়ে হাজারবার জন্মাতে চাই...
এমন একজন জয়িতা মায়ের পাশে সব সময় থাকতে চাই... হুম। ভালো বলেছেন। আপনার, আমার , সকলের মায়ের প্রতি মা দিবসের শুভেচ্ছা ও শ্রদ্ধা রইল। শুধু আজকে নয়, প্রতি মুহুর্তে শ্রদ্ধা ও সালাম সকল মায়েদের প্রতি...