নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

একটা মানুষ এত স্যাক্রিফাইস কি করে করতে পারে-- হাউ কুড?

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৯

> সেটা আজ ও ভাবি--- ! হাউ কুড?
> দিনাজপুরে আসার পর দেখলাম- আমার বাপি কমন বাপি হয়ে গেছে! এর আগেও বলেছিলাম সে কথা!
পাড়ার সব বাচ্চুরা বাপিকে- বাপি বলে এমন কি বুড়ো বাচ্চুরা পর্যন্ত! আমাদের সব কিছুতে তারা ভাগ বসিয়ে ফেলেছে--- !!
সে এক আজিব কাহিনী!!
>তার আগে থেকে দেখছি আর শুনছি-- আমার বাপি শুধু দিয়েই যাচ্ছে-- একের পর এক স্যাক্রিফাইস!
সেই যুদ্ধের সময় দাদু মারা যাওয়ার পর থেকে ৯ ভাই-বোনের সংসার আর মা’কে নিয়ে স্ট্রাগলে নামে বাপি!
নিজের চাকরি/ পড়াশুনার উচ্চাকাঙ্ক্ষা সবকিছু বিসর্জন দিয়ে পুরো ১০টা বছর সেই বাবা’হারা সংসারটাকে আগলে রাখে,
পুরো সংসার নিজে চালায়! ভাই বোনদের বিয়ে/ তাদের বাড়ি ঘর করে দেয়া সব করে--
বছরের পর বছর সেই ভাই বোনদের সংসারে ও টানে-- তাদের দেখ-ভাল ও করে!!
নিজের নামের জমি জায়গা ভাইদের ছেড়ে দেয়---!
আমরা শুধু দেখি সে দেয়-- নেয় না কিছুই-- আর আমরা ও পাইনি কিছুই---
যা কিছু পেয়েছি সব বাপি- মামনীর নিজের অর্জনের! আর ভাবি হাউ কুড? ---
>>আমাদের চারপাশ শত্রু দিয়ে ঘেরা-- সেই শত্রুদের সাথেও বাপি হাসি মুখে কথা বলে,
তাদের বিপদে এগিয়ে যায়-- আর আমরা ভাবি--হাউ কুড?
>>> আমার সেই অসম্ভব স্যাক্রিফাইসিং মাইন্ডের বাপি-- শুধু আমাদের ভালোবাসার ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে চায় না--!!
তার ধারনা- আমরা মামনীকে বেশি ভালোবাসি! আমি পুরো মামনীর কার্বন কপি হওয়াতে তার রাগ--
কিন্তু যখন তার সাথে আমার ব্লাড গ্রুপ মিলে যায় তখন মহা খুশি!
সারাক্ষণ বাপির সাথে আমার কুটুর কুটুর কথা কাটাকাটি চলে- এইটা কেন এমন ওইটা কেন এমন-- হেন-আর তেন--!
আর আমার বাপি আমাদের গান শোনাবে-- “ মন্দ হোক ভালো হোক-- বাবা আমার বাবা” –
>>> ভালোবাসা - রাগ অভিমান প্রতি নিয়ত চলে-- এমন কি আমার বাপি অসম্ভব ফ্রেন্ডলি মাইন্ডের-- ! সে যাক-
>>>> যারা বলে - ভালোবাসা একদিনের না- প্রতিদিনের-- তারা নিজেরাও হয়ত প্রতিদিন ভালোবাসে না বাবা মা’কে--
আবার একদিন যারা বাবা কে নিয়ে ভালোবাসার কথা বলে- তারা শুধু অই একদিন-ই বাবাকে ভালোবাসে না--!
“ আসলে ভালোবাসাটা চলতেই থাকে-- শুধু তার মাঝে- কখনো রাগ অভিমান এটা সেটা বাসা বাঁধে -- !
আর তার মধ্যে থেকেই কিছু কুলাঙ্গার বাব- মা’কে বৃদ্ধাশ্রমে রেখে আসে--- !
**** বাপির মত অতটা স্যাক্রিফাইসিং মাইন্ডের হয়েছি কি না জানি না-- শুধু জানি--
যেভাবে বাপি আমাদের আগলে রেখেছেন-- আমিও সেভাবে তাদের আগেল রাখতে চাই--
যেভাবে তারা আমাদের পাশে আছেন - আমিও ঠিক সেভাবে তাদের পাশে আজীবন থাকতে চাই--
ভালোবাসি বাপি---------

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বকবা দিবসে শ্রেষ্ঠ বাবার গল্প। ভালো লাগলো পড়ে জেনে।

আমার বাবাও আমার কাছে শ্রেষ্ঠ বাবা

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বাবারা সব সময় শ্রেষ্ঠ হয়--- শুধু আমরা সন্তানেরা তেমন হতে পারি না--! ভালো থাকুক সব বাবা সন্তানের ভালোবাসায় !

২| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:১০

গেম চেঞ্জার বলেছেন: সব বাবার জন্য ভালবাসা!

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান-- ! ভালো থাকুক সব বাবা সন্তানের ভালবাসায়!

৩| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:১২

এডওয়ার্ড মায়া বলেছেন: বাবার প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভালোবাসা সব বাবার জন্য ! ভালো থাকুক সব বাবা সন্তানের ভালবাসায়!

৪| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাবার প্রতি সশ্রদ্ধ ছালাম আর শ্রদ্ধা

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান-- ! ভালো থাকুক সব বাবা সন্তানের ভালবাসায়!

৫| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:২০

মোস্তফা সোহেল বলেছেন: বর্তমানে স্যাক্রিফাইস করতে পারে এমন মানুষের সংখ্যা কমে যাচ্ছে। আপনার বাবার জন্য শ্রদ্ধা রইল।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি তার স্যাক্রিফাইসের অল্প কিছু বলেছি-- সব বলতে গেলে হয়ত আমার মত ভাবতেন- হাউ কুড? শুকরান! ভালো থাকবেন!

৬| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আর তার মধ্যে থেকেই কিছু কুলাঙ্গার বাব- মা’কে বৃদ্ধাশ্রমে রেখে আসে--- !

কোন সন্তান যেন কুলাঙ্গার না হয় এবং কোন বাবার ঠিকানা যেন আশ্রম না হয়- বাবা দিবসে এই কামনা থাকল।

পোষ্টের জন্য ধন্যবাদ।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সব বাবা-মা’ই যেন সন্তানের ভালোবাসায় থাকে --- ! শুকরান!

৭| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৮

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আর তার মধ্যে থেকেই কিছু কুলাঙ্গার বাব- মা’কে বৃদ্ধাশ্রমে রেখে আসে--- !

কোন সন্তান যেন কুলাঙ্গার না হয় এবং কোন বাবার ঠিকানা যেন আশ্রম না হয়- বাবা দিবসে এই কামনা থাকল।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সব বাবা-মা’ই যেন সন্তানের ভালোবাসায় থাকে --- ! শুকরান!

৮| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩২

আল ইফরান বলেছেন: পোস্টে ভালোলাগা ও আপনার পিতার জন্য শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা থাকলো। :)

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাই! ভালো থাকবেন! দোয়ায় রাখবেন!

৯| ১৮ ই জুন, ২০১৭ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,





"হাউ কুড ?" নয়, ইট ওয়াজ ডান । দেখতেই তো পেয়েছেন নিজের বাবার ভেতরে । ভালো মানুষ , বলতেই হবে ।
শেষের আকুতিটির রেশ ধরে বলি --- আপনার মনের ঘরে যেন বসত করে এই বাবাটিই নিত্যকাল ।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আর ও কিছু হয়ত দেখার বাকি আছে--- তাই ডান বলে শেষ করতে পারিনি!! দোয়ায় রাখবেন ভাই!! ভালো থাকবেন!

১০| ১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পৃথিবীর সব বাবাদের জন্য শুভ কামনা।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়া! দোয়ায় রাখবেন! ভাল থাকবেন!

১১| ১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: আমার বাবা খুব দুষ্ট। টাকা চাইলে দেয় না।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহাআ বেশ করেছে---------- আঙ্কেলের সাথে দেখা হলে বলে দেবো-- টাকা যেন একদম না দেয়--!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.