![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহা এই ১০ দিনে কত্ত মাইয়ার লগে টাংকি মারবে---
আহা কি আরামে কুম্ভকর্ণের মত ঘুমাবে---
উপ্স কি আরামে কোন কোন বই পড়বে তার লিস্টি কইরা রাখছে--
হাহ্ কি আরামে কত্ত মুভি দেখবে, কোন নাটক দেখবে সব লিস্টি করা শেষ...
কত জায়গায় গিয়া আড্ডা দিবে, গপ্প-সপ্প করবে সব প্লান করা শেষ---
আর মেয়েদের--- ------------------------
ঘর-দোর পরিষ্কার করো, পুরো বাড়ীর পর্দা/ কুশন হেন তেন ধোয়া- মোছা করো...
কি কি রান্না হবে তার জোগার কইরা রাখো--
পরিবারের কার কি লাগবে, কি কেনা বাকি আছে, হেন তেন এইসব করো---
শুধু কখন মেহেদী পড়বে, কয়টায় ঘুরতে যাবে, কার সাথে আড্ডা দিবে এসবের কোন সময় নাই!!
যদি সুযোগ মিলে তো হবে-- নইলে নাই-- সারাদিন কাজ আর কাজ,
ঘুম / টিভি দেখা, মুভি বা নাটক দেখা, বই পড়া-- আহা এসব মুখে আনতে নাই...
তবুও তারা হাসিমুখে সব করিবে--
২৩ শে জুন, ২০১৭ রাত ৮:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভ্যা আ আ ! শুকরান পাশে থাকার জন্য
২| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:৫১
বিজন রয় বলেছেন: ভাগ্যিস আপনি ছেলে হন নি।
২৩ শে জুন, ২০১৭ রাত ৮:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হইলে কি হইতো?
৩| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৪
অচল অধম বলেছেন: ঈদ আসলে আপনার বুঝি কস্ট হয়।
২৩ শে জুন, ২০১৭ রাত ৮:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক নেহিইই মজা লাগে তাই তো---
৪| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৭
সিফটিপিন বলেছেন: ছেলেদের পকেটের উপর যে অত্যাচার হয় তাতে তো ১০ দিন আরাম করাই লাগে।
২৩ শে জুন, ২০১৭ রাত ৮:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসসস আর যেসব মেয়েরা চাকরী করে তাদের টাকা বুঝি কাজে লাগে না ?
৫| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মেঘ কেন বৃষ্টি দেয়
রোদে কেন তা
কি সব বলিস তোরা
এসব যা তা
সৃষ্টিতে নেই বৈষম্য
তবে কি এমন কাম্য?
বিত্তবানে নেই তা
সবকিছূতেই সাম্যতা!
লতা গাছে হয়না কাঠাল
আমড়া গাছে কুমড়ো
প্রকৃিত জানে কেন
সাজাল এমন তরো!!
করতে মানা নেইকো নারীর
সংগী হলে তেমন নর
সাথে আছে সামর্থ্য আর
শর্ত, থাকা বেশি অর্থর।
মেইডেরা সব দেয় করে
হাওয়া লাগিয়ে ঘুরেন ম্যাম
কে করেছে মানা তারে
মিছা দু:খে কিবা কাম?
অধিকারের হলে লড়াই
ভাংগে সংসার পরিবার
ভালবাসায় করলে শেয়ার
অতি উত্তম কাজ কারবার
মৌলিক মানবাধিকার
নেই যেথা নূন্যতর
মত প্রকাশেও চলে
সাতান্ন ধারা ক্ষুরধার!
সেথায় আমি দু:খ কারে
বলবো বলো সই সূজন
না পারি সইতে, না কইতে
মনে উঠে শুধু গুঞ্জরণ!!
ঈদ মোবারক
২৩ শে জুন, ২০১৭ রাত ৮:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এই কবিতার উপ্রে কিছু লেখার ক্ষমতা আমার নাই --- শুকরান ভাই!!!
৬| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন, একেবারে মিছা কন নাই।
তবে আমার টাংকি মারার সময় নাই, ঈদের দিনও কাজ থাকে!!!
ঈদ মোবারক আপু
২৩ শে জুন, ২০১৭ রাত ৮:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসসসসস কি আমার কাজের লোক রে----- ঈদ মোবারক!
৭| ২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
নোয়াখাইল্ল্যা বলেছেন: আপনি বড়ই হিংসুটে আপি!!!
২৩ শে জুন, ২০১৭ রাত ৮:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক--- ইসসস বললেই হলো---
৮| ২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এ কেমন বিচার???ছেলেরা শান্তিমত থাকতে পারে না।বাড়িতে আসলেই মেয়েরা শপিং শপিং করে ছেলেদের দুইকান ঝালাপালা করে দেয়।আর এখানে উনি......
এই পোষ্টের জন্য কালকে হরতাল।
২৩ শে জুন, ২০১৭ রাত ৮:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হরতাল করেন- সেইটাই ভালো --- রাস্তায় রাস্তায় হাঁটা হলেও কাজ করেন--- হাহহহাআ
৯| ২৩ শে জুন, ২০১৭ রাত ৮:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: রিয়েলি বলছি আপু, ঈদের নামাজের সময়ও দায়িত্ব থাকে আপু।
ভালো লাগলো আপু প্রতিউত্তর।
শুভকামনা আপনার জন্য, ঈদ আনন্দ উদযাপন করেন মনের সুখে।
শুভ প্রত্যাশা রইল।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৪
পবন সরকার বলেছেন: হুম কথা ঠিক