নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ঘষা-মাজা ছেলেরাও করে- কিন্তু দোষ হয় খালি মাইয়াগো--- X((

২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

> এই ঈদের আগে - আজ থেকে পোলারা লাইন দিছে সেলুনে কিংবা পার্লারে- তাদের চুল/ দাঁড়ি কাটাইতে !
কেউ কেউ চুল শজারুর কাঁটার মত খাঁড়া কইরা স্পাইক করবে, কেউ টাক্লু- পাক্লু , গ্রাম্য রাস্তার মত ছাট আবার সাইজ করবে,
কেউ চুলে মাইয়াগো মত কালার করবে, যাদের চুল সাদা তারা তো করবেই--
দাঁড়িতে দেবে কত রঙ্গের কাট- মোচ ও করবে সাইজ-- এ তো গেলো চুল/ দাঁড়ির কথা--- এরপর
> ফেসিয়াল, মাসাজ, হেন তেন যা আছে করবে-- ! কেউ কেউ বাসায় বইসাই নিজের বোন/ ভাবীর ফেস ওয়াশ,
ফেসিয়াল ক্রিম , হলুদ বা বেসন মুখে লাগাই বসে থাকবে... কিংবা নিজেরটা দিয়েই ঘষা - মাজা করবে-- !
আর দোষ খালি হয় মাইয়াগো-- মাইয়ারা পার্লারে যায়, এইটা মাখে সেইটা মাখে--- হেন তেন--
>> এরপর ঈদের দিন পুরাদমে মাঞ্জা মাইরা ( মানে সাজুগুজু কইরা) বাইর হইবো--
কিন্তু দোষ পড়বো মাইয়াগো ঘাড়ে-- মাইয়ারা চুনকাম/ প্লাস্টার করে--- খুক খুক!
>>> দেখি তো-- কে কে আজ পার্লারে আর সেলুনে সিরিয়াল দিয়া খাঁড়াই আছেন...?
সাহস আছে কওয়ার ভাইমণি আর ছোটুদের ?
>>>> এটা ব্যাপার না-- একটু ঘষা - মাজা করা নিজেকে ক্লিন করা ক্লিন রাখা--
সো নিজেকে সাজিয়ে নিন-- রাঙিয়ে নিন-- ঈদের আগে-- !

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:০৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: মাসে একবার চুল কাটানোর জন্য সেলুনের দারস্থ হতেই হয়, এর বাইরে কোন কিছুর জন্য সেলুনমুখো এ জীবনে হইনি, আক্কলে কইলাম :D

২৪ শে জুন, ২০১৭ রাত ৮:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এ মাআআআ কত্ত ভালু ভাইমণিটা ----

২| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:১০

আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,




আমিও একটু ঘসামাজা করে এই শুভেচ্ছাটুকু জানালুম -----



২৪ শে জুন, ২০১৭ রাত ৮:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওয়াও-- শুকরান--- শুভেচ্ছা অফুরান!

৩| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:২৩

বিজন রয় বলেছেন: যত দোষ নন্দ ঘোষ।

২৪ শে জুন, ২০১৭ রাত ৮:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এ এ এ -- সাচ্চি বাত কাঁহা হু----

৪| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:২৫

শায়মা বলেছেন: হা হা ইপ্সিমনি!!!!!!

ঘষামাজা আবার কি! মেয়েরা না সাজুগুজু করলে তো ঈদই হবেনা। ছেলেরা না করলেও চলবে! :)

২৪ শে জুন, ২০১৭ রাত ৮:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আরে ঘষা- মাজা হইলো নিজেরে ডইলা চকচক দেখানো --- ছেলেরাও সাজুগুজু করে হু-- পার্লার আর সেলুনে কি ভিড়

৫| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:২৮ ০
লেখক বলেছেন: আরে ঘষা- মাজা হইলো নিজেরে ডইলা চকচক দেখানো --- ছেলেরাও সাজুগুজু করে হু-- পার্লার আর সেলুনে কি ভিড়

করলেই কি!

মেয়েদের মত এত সুন্দর কি আর হতে পারবে! :P

২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক তবু করবে --- করুক না--- কিন্তু তাদের জ্বলে কেন--- ?

৬| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ছেলেদের সাজার দরকার নেই। না সাজা ছেলের প্রেমে মেয়েরা ফিদা হয়ে যায় । ছেলেরা সাজলে যে কি হবে কে জানে ।

মেয়েরা সাজুক । না সাজলে পুরুষরা ফিরেও তাকাবে না । #:-S

২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কথা কিন্তু সত্যি ভাইয়া!! মেয়েরা আউলা ছেলের পিছেই বেশি ছুটে!! আর সাজলে ছেলেদের দিকে মেয়েরা ঘুইরাও তাকাবে না কারন তখন তাদের মাইয়া মাইয়া লাগবে !!

৭| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৪৭

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ইদের বাজার করার পর হাতে কিছু টাকা আছে। বউকে জিজ্ঞেস করলাম পার্লারে গিয়ে ঘষামাজা করবে নাকি।
- ঘষামাজা কইরা কি হইব? ঘুরতে তো নিয়া যাইবা না। সারাদিন রান্নাই করা লাগব। মন চাইলে তুমি যাও।
সারাদিন তো কানে হেডফোন লাগিয়ে মুভিই দেখব। এক প্যাকেট কটনবাড কিনে এনেছি। কালকে কান পরিষ্কার করবো। আমার ইদের ঘষামাজা।

২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক মজার তো ভাইয়া---- আমি থাকলে ভাবীকে আর একটু উস্কে দিতাম---

৮| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৪৮

রাজসিংহ বলেছেন: ৪০ দিনের বিশাল ছুটিতে রোজার প্রথম দিনেই মাথা কামায়া ফেলসি :) ।এইটাই সব হেয়ার কাটিংয়ের বস। B-)
এখন চুলগুলা গ্যাংস অফ ওয়াসিপুরের সরদার খানের মত লাগে।
ঈদ মোবারক বোনটি

২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা টাক্লা ভাইটাকে দেখতে ইচ্ছে করছে--- ! ঈদ মোবারক ভাইমণি!!!

৯| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: দরিদ্র একটা দেশ। মানুষ বেশী। অভাব। যানজট। দুষ্টলোক। কত সমস্যা। তার মধ্যে কেউ যদি তার মাথার চুল গুলো নানান রকম করে সাজিয়ে শান্তি পায়,পাক না।

২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহা পাক না--- কিন্তু মেয়েরা করলে জ্বলে কেন... ?

১০| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:০১

শায়মা বলেছেন: লেখক বলেছেন: কথা কিন্তু সত্যি ভাইয়া!! মেয়েরা আউলা ছেলের পিছেই বেশি ছুটে!! আর সাজলে ছেলেদের দিকে মেয়েরা ঘুইরাও তাকাবে না কারন তখন তাদের মাইয়া মাইয়া লাগবে !!

হা হা হা হা

. ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৪৭ ০
BEELZEBUB বলেছেন: ইদের বাজার করার পর হাতে কিছু টাকা আছে। বউকে জিজ্ঞেস করলাম পার্লারে গিয়ে ঘষামাজা করবে নাকি।
- ঘষামাজা কইরা কি হইব? ঘুরতে তো নিয়া যাইবা না। সারাদিন রান্নাই করা লাগব। মন চাইলে তুমি যাও।
সারাদিন তো কানে হেডফোন লাগিয়ে মুভিই দেখব। এক প্যাকেট কটনবাড কিনে এনেছি। কালকে কান পরিষ্কার করবো। আমার ইদের ঘষামাজা।

হাহাহাহাহাহাহাহাহা


৮. ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৪৮ ০
রাজসিংহ বলেছেন: ৪০ দিনের বিশাল ছুটিতে রোজার প্রথম দিনেই মাথা কামায়া ফেলসি :) ।এইটাই সব হেয়ার কাটিংয়ের বস। B-)
এখন চুলগুলা গ্যাংস অফ ওয়াসিপুরের সরদার খানের মত লাগে।
ঈদ মোবারক বোনটি

হাহাহাহাহাহা

ভাবছি আমার ঈদের সাজুগুজু প্রিপারেশনের ছবি দেবো কিনা!

তারপর যে কি হবে!!!!! ব্লগ ছেড়েই আমাকে পালাতে হবে মনে হয়!!!!!!! :P

২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহাহাহহাআ দিয়া দাও------- বাচ্চুমণি!!

১১| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:০২

তাওহিদ হিমু বলেছেন: রূপচর্চায় ক্ষতি কী? করা যেতেই পারে। ছেলে হোক মেয়ে হোক, পরিপাটি ও সুন্দর হয়ে থাকা সবার দরকার। তবে কেউ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে, দেহসর্বস্ব প্রাণির মত আচরণ করলে, তখন বিরক্ত লাগে। ময়লা ছেলে/মেয়ে কেউ পছন্দ করে না। সবাই সেজেসুজে গর্জিয়াস হয়ে থাকা মানুষের দিকে যায়।

২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আরে এত সিরিয়াসের কি আছে ভাই? ইহা ফানি পোস্ট!

১২| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবে মাথা আচড়াইছি সেইটাই মনে নাই, আবার ঘষা মাঝা!!!! =p~

২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এ এ এ এ মিছা কথা কন ক্যা ভাই?

১৩| ২৪ শে জুন, ২০১৭ রাত ১০:২৬

বিষাদ সময় বলেছেন: মাসে একবার সেলুনে যায় চুল কাটাতে, তবে যে হারে চুল কমছে তাতে ক'দিন পরে মনে হয় তাও যেতে হবে না........

২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক মজাই মজা তো ভাই---

১৪| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০৮

তেল আবিব বলেছেন: আপুমণিতা !!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

কেন মুগ্ধ জানিনা!!!!!!!!

:(

২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাইমণিটাআআআআ আমিও মুগ্ধহহহহহহ

১৫| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:১৮

নাদিম আহসান তুহিন বলেছেন: মেহেদী পার্সেল করতে বলেছিলাম। এখনো দিলেন না?

২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: টাকা দাও নাই কেন----?

১৬| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৩১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: মাঞ্জা মারার বয়স এইভাবে যদি অপমান করেন,কেমনে কি??? ;)
তয়,সত্যিই কথা কইতেছি।এই বয়সেও উল্টাপাল্টার মডেল হইয়া গেছি।আপনার কথামতো মেয়েরা উল্টাপাল্টা ছেলেদের প্রেমেই বেশি পড়ে।অভিজ্ঞতা নাকি??? ;)
আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো.............. :D

২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহহাআআ আরে ছেলেরা সাজলে তো মাইয়া মাইয়া লাগবে-- তাই ধারনার উপ্রে কইছি আর কি---- বাহ বেশ তো মাঞ্জা মারেন আবার-----

১৭| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:৩৮

ধ্রুবক আলো বলেছেন: মাসে একবার চুল কাটাতে সেলুনে যাই। তাও দামি সেলুনে না :(

ঈদের শুভেচ্ছা রইলো, ঈদ মোবারক

বানান ঈদ না ইদ হবে সেটা আপনি বিচার করুন।

২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহহাআআ আর ঈদে কি করেন? আমি ঈদ এই আছি--- ঈদ মোবারক!!!

১৮| ২৫ শে জুন, ২০১৭ রাত ২:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: আমার অভ্যাসই নেই।। তবে অন্যান্যদের যে নেই তা অস্বীকার করছি না।।

২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাআআআআআআ কত্ত ভালু রে----

১৯| ২৫ শে জুন, ২০১৭ সকাল ৭:৪৮

মাওলার গোলাম বলেছেন: চুল স্পাইক করুক নয় বাটি ছাট দেওক আপনার এত জ্বলে কেরে ???

২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ও হোওওও বাটি ছাঁটের কথা আর কাউয়া ছাঁটের কথা ভুইলা গেছিলাম----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.