![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখছি না কেন আজ তোকে চ্যাটে...
না জানি কোন শাঁকচুন্নিদের সাথে আছিস ডেটে... !
রাখবো না আর তোকে ফ্রেন্ডলিস্টে...
মনের দিক থেকে তুই আস্ত একটা কিপ্টে... !
দেবো আজ তোকে ব্লক...
ফোনে শোনাতে আসিস না আমায় কোন শ্লোক... !
খবরদার ঘুরবি না অন্য আইডি দিয়ে আমার টাইমলাইনে...
তোর প্যাঁচানো ভালোবাসা আমার চাই নে... !
অন্য আইডি দিয়ে এসে যদি দিস লাইক...
ভাংবো তোর মাথায় শাকচোরাদের বাইক...!
চাইনা তোর কমেন্ট... চাই না শেয়ার...
জাহান্নামে যা তুই... অর এনিহোয়ার... !
হাহাকারে ডুবে মরুক তোর ইনবক্স ...
তুই জোকার আমি রক্স... !
পাঠাবো না তোকে কোন রিকোয়েস্ট...
তোর মাথায় গোবর আছে-- বুদ্ধিতে তুই লোয়েস্ট... !
করবো না তোকে আর এড...
তুই একটা আস্ত ম্যাড... !
খুঁজবো না তোকে সার্চে...
দেখা হলেও হতে পারে মার্চে......... !
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আরে নাআআআআ...।। আমি তো রম্য লিখতাম আগে, ঠাট্টা ( ইত্তেফাক) ভিম্রুল ( আমার দেশ ) এ! তাই এমন রম্য মাঝে মাঝেই লিখি কবিতা কিংবা গল্পে! উহু পাগ্লুর পয়দা মাস ডিসেম্বরে !
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩
রানার ব্লগ বলেছেন: কবিতা গুল আজকাল ধিরে ধিরে যান্ত্রিক হয়ে যাচ্ছে। ইট পাথর আর তার গুচ্ছের মধ্যে হারিয়ে যাচ্ছে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেমনে কি ?
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা আপি দারুন মজার
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক শুকরান ............
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯
সুমন কর বলেছেন: হাহাহাহ.....মজার।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়াজি
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা অনেক রাগ বুঝে ফেলেছি আপু!! কিপ্টেটা গেলো কই!!!
আপু মার্চে কি কিপ্টেটার জন্মদিন ?