![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন তোর আমার ঘুম ভাঙবে একসাথে...
আমি সামনে তুই পেছনে দাঁড়িয়ে ব্রাশ করবো হেসে হেসে...
তুই আমি পাশাপাশি বসে নাস্তা খাবো এক প্লেটে...
খুক খুক করে কেশে কেশে পানি খাবো এক গ্লাসে............
তুই যাবি অফিসে... আমি একা বাসায়...
মুঠো মুঠো ভালোবাসা পাঠাবো খুনসুটিময় ভাষায়...
দুপুরের লাঞ্চ হবে একলা... অফিস কিংবা বাসাতে...
বিকেল জুড়ে থাকবে অভিমান......
অফিস ফেরত এই তুইটা এক মুঠ কাঁচের চুড়ি
আর কুলফি এনে বলবি--
বুঝিস না কেন ও আমার জান...... ?
সন্ধ্যায় হবে এক কাপ চায়ে হুড়োহুড়ি ...
কিছু পরেই রিমোর্ট নিয়ে কাড়াকাড়ি...
বালিশ ... ঢাকনা ছোড়াছুড়ি...
মাঝে মাঝে ঝগড়াঝাঁটি হবে একটু বাড়াবাড়ি...
যখন তখন বলবো আমি - এই আমি চললাম বাপের বাড়ি...
পেছন থেকে তুই বলবি- তার থেকে গলায় দে দড়ি...
আচমকা ঘাড় ঘুরিয়ে, কোমড়ে আঁচল পেঁচিয়ে বলবো-
ভাবিস না তোকে এত সহজে দেবো ছাড়ি...
হাসতে হাসতে তুই লুটিয়ে পড়ে বলবি--
আচ্ছা বাবা এই দেখ আমি কান ধরি...
মুচকি হেসে আমি বলবো-
ভাত খাইয়ে দে আমায় তাত্তাড়ি...
উপ্স কি যে আমরা ধ্যাত্তেরিকা টাইপের সংসার করি..
১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! কেমন আছেন?
২| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৬
ময়না বঙ্গাল বলেছেন: কবি যে হলো আকুল,
এ কিরে বিধির ভুল,
মথুরায় কেন ফুল ফুটেছে
আজি লো সই-রবীন্দ্র পঙতি
১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ্ ভালো তো
৩| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভাল লাগলো+++
১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান......... ! ভালো থাকবেন !
৪| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আহা কী সুখের স্বপ্ন!!!
১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক কেন স্বপ্ন দেখা কি নিষেধ ?
৫| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
জীবন সাগর বলেছেন: খুবই মজার সংসাররূপ, ভালোবাসার চিত্র কবিতার কথামলায়
তবে ছবি দেখে ভয়ে ছিলাম, পড়ে তা কেটে গেল।
ভালো লাগলো খুউব....
১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআ ছবিটা আমার খুব ভালো লাগে! তাই ওটা ঝগড়ার সিন হিসেবে দিয়েছি !
শুকরান!
৬| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
মলাসইলমুইনা বলেছেন: কি যে ধ্যাত্তেরিকা টাইপের কবিতা লিখলেন ! আমারও যে অমন সংসার করতে ইচ্ছে করছে এখন আমার কি হপে ?
১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভ্যাআআআ !! এক কাজ করেন ভাই, তাত্তাড়ি বিয়ে করে আমাকে দাওয়াত দিয়ে দেন !
৭| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব মজার কবিতা পড়ে গেলাম,
কবিতা জুড়ে খুউব ভালোবাসা ছড়ানো ।
মুগ্ধ হইলাম এমন সাংসারিক জীবন কল্পনায়....
ভালো লাগলো ভীষণ,
১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান!!! হু সংসারে এমন মজার ঝগড়াঝাঁটি আর মিল মহব্বত থাকা চাই!!
৮| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
মলাসইলমুইনা বলেছেন: কনে দ্যাখ্যা শুরু করেন কবিতার মতো|তারপর দ্যাখ্যা যাক সাধ আর সাধ্য আলোকবর্ষ দূরত্ব থেকে এক বিন্দুতে এসে মিলে কি না |
১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঘটকালী করলে কি দিবেন? হু ? হাহহা
৯| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +
১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান!! ভালো থাকবেন!
১০| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৪
মার্কো পোলো বলেছেন:
কবিতায় রোমান্স রয়েছে। এতক্ষণ হারিয়ে গিয়েছিলাম অন্যরাজ্যে। ভাল লাগলো।
১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাআ তাহলে এখন একটা আইস্ক্রিম খাওয়ান!
১১| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১০
মার্কো পোলো বলেছেন:
অবশ্যই। কুলফিবরফ নাকি কুলফিমালাই?
আপনার এই কবিতা কয়েকবার পড়লাম। এতটা রোমান্টিক যে বারবার পড়তে ভাল লাগছে।
১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দুইটাই খাবোওও !! যেহেতু আপনি কয়েকবার পড়েছেন!
১২| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৩
মার্কো পোলো বলেছেন:
বাহারি রঙের লাল নীল কুলফিবরফ আইসক্রিম।
কুলফিমালাই আইসক্রিম।
খাইয়া লন।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সাংসারিক কাব্য ভাল লাগল।