![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হরেক রকম গাঁদা/ গোলাপ
কখনো ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়------
কখনো আমার জরুয়া ( জমজ) পুতলি গুল্টুসী আম্মিরা ( ভাগ্নি) মডেল হয়...
কখনো আমি নিজে আঙ্গুলে ফুলের রিং পড়ি... এভাবেই আপাতত হাসছে আমার ছাদ বাগান............ শীতের আরো ফুল নিয়ে আসবো আবার...
০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান আপিজি! শীত এলোমেলো--- কখনো বেশি কখনো কম!! আর শীতের সবজি এবার হয়নি!! ভ্যা আআ ...! পিচ্চি একটা শিম গাছে ৪/৫ টা শিম ধরার পথে! লাউ গাছ সবে উঠছে! আর কচু গাছ তো আছেই! চলে আসুন বেড়াতে!
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২
জুন বলেছেন: খুব সুন্দর আপনার ছাদ বাগান সাথে আপনার ভাগ্নীও ।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান আপিজি! দোয়া করবেন!
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২
কুঁড়ের_বাদশা বলেছেন: ফুলের ছবি দেখে আমি মুগ্ধ!
০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান!
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
নীল-দর্পণ বলেছেন: কী সুন্দর ফুল! আমিও ফুলের আংটি বানিয়ে পড়ি , মজা লাগে অনেক।
এত্ত এত্ত আদর আর ভালবাস রইল জমজ ফুল দুটোর জন্য ।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাআ তাইলে চিমটি! দোয়া করবেন ওদের জন্য!
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন ভাল করা পোস্ট।
হাল্কা গোলাফি গোলাপটা আমার দারুন লেগেছে !
০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়াজি! ভালো থাকবেন!
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: ফুলের ছবিগুলো খুব সুন্দর হয়েছে++
০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান!!
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: ফুল গুলো দারুন । আর নিজের ছাদের বলেই বেশি সুন্দর ।
মেয়ে বাবু গুলো অনেক বেশি মিষ্টি । এতো মায়া মায়া চেহারা ।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু নিজের বাগানের সবকিছুই এমন ভালো লাগে! শুকরান! দোয়া করবেন ওদের জন্য !
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫
জাহিদ অনিক বলেছেন:
সুন্দর পোষ্ট।
আমার একটা শবনম ফুল লাগবে।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শবনম ফুল কোনটা? ভ্যা আআ
৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার সব ফুলের ছবি দিয়েছ ঈপ্সি আপু। পোস্টটির জন্য আপনাকে ধন্যবাদ।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইমণি ! কেমন আছেন?
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ফুলেল পোস্ট ভাল লাগল। আপনার জন্যও ফুলেল শুভেচ্ছা।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান......! ভালো থাকবেন!
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
মলাসইলমুইনা বলেছেন: মনিটরের মধ্যে দিয়েই যেন গোলাপের সুগন্ধ পেলাম ! সুন্দর ফুল হয়েছে আপনার | শীতের সবজি হয়েছে ঠিক ঠাক সেটা জানলে প্রথমে পেটে সেই থেকে ট্রান্সফার হয়ে হৃদয়ও ভালো থাকতো আরো | প্রিয় মনিরা সুলতানার সাথে আমিও থাকতাম দাওয়াতে |যাক কি আর করা ! মডেলের গাল টিপে আদর করতে হবে |ভালো থাকুন |
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আচ্ছা সবজি না হোক ... ফুল তো আছে আছে কচু শাক, লাউ এর ডগা ও বাড়ছে... মনে হয় মন্দ হবে না!! চলে আসুন!! মডেলদের জন্য দোয়া করবেন!
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৫
শাহিন বিন রফিক বলেছেন: আমার একটা ফুল দিতে পারেন, আমার খুব পছন্দ ফুল।
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ফুল ছিড়তে কান্না পায় তো নিজের বাগানের যে--- !! যদিও বলেছি--
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়াজি!
১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৯
ফেরদৌসা রুহী বলেছেন: ঘুরে এলাম আপনার বাগান। নানা রকমের ফুদেখলাম।
ফুল আমার খুবই পছন্দের, আমারো আছে নানা রকম ফুল।
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান!! হু আপনার ফুল ও দেখবো তবে-----------
১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৪০
অলিউর রহমান খান বলেছেন: আমার ভালো লাগে রক্তকমল। সুন্দর পোষ্ট।
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ!! শুকরান!!
১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৯
লক্ষণ ভান্ডারী বলেছেন: প্রভাতে অরুণ রবি উদিল গগনে,
ফুলকলি ফোটে সব কুসুম কাননে।
সুন্দর সুন্দর ফুল
দেখে মুগ্ধ হলাম।
লেখিকাকে অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০
মনিরা সুলতানা বলেছেন: ওরে কত্ত কত্ত ফুলের সমাহার রে ঈস্পি মনি !!!
শীত কেমন তোমার ওখানে ? আর শীতের সবজি কবে রান্না করে খাওয়াবা ?
অনেক অনেক ভালোলাগা ফুলে আর তোমার টুইন্স এ সাথে তোমার ফুলের রিং পড়া ফিঙ্গারে ও ।