![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে তুই রান্না করবি......
আমি না হয় নুন ঠিকমত দিয়ে দেবো...
মাঝে মাঝে তুই রোবট হয়ে যাবি...
আমি না হয় ভালোবাসাটা উস্কে দেবো... !
মাঝে মাঝে চিনি ছাড়া চা হবে......
ধ্যাত্তেরিকা টাইপের প্রেম হবে...... !
মাঝে মাঝে আড়চোখে তোকে পড়ে ফেলবো...
কুটুস কুটুস করে একটু না হয় জ্বালাবো ... !
মাঝে মাঝে তুই হবি উদাসীন...
আমি না হয় বাজিয়ে দেবো মুগ্ধতার বীন... !
মাঝে মাঝে তোর হাত থেকে কেড়ে নেবো ... ম্যাচ
তুই না হয় আমাকে জাপ্টে ধরে বলবি- ক্যাচ ক্যাচ... !
মাঝে মাঝে ঠোঁটে দাঁত চেপে দেবো না হয় একটু হাসি ...
মনে রাখিস আমাদের ভালোবাসা হবে না কখনো বাসি.........!
লিখতে লিখতে কখনো যদি বেঁধে যায় তোর মাথায় জট...
আমি না হয় পাশে বসে দিয়ে দেবো ছোট্ট ছোট্ট কিছু শট... !
স্নান শেষে তোকে না হয় এগিয়ে দেবো তোয়ালে...
তুই না হয় ছড়িয়ে দিবি ছোট্ট ছোট্ট কিছু ভালোলাগা....
আমার মনের দেয়ালে... !
আমি না হয় জড়িয়ে রাখবো তোকে প্রেমের চাদরে......
তুই আমায় আগলে রাখিস বাচ্চাদের মত করে আদরে......... !
কি পারবি তো......... ?
২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহ শুকরান !
২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩
চানাচুর বলেছেন: আপনি তো দেখা যায় বহুত রোম্যান্টিক আপু
২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু কবিতায় কবিতায়......
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এরকম হইলে জীবনেও ডিভোর্স হবে না, পরকীয়াও হবে না। এই কবিতার কথাগুলো সব হবু দম্পতির অন্তরে গেথে নেয়া উচিত।
+++
২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান!! হু একটু মিলে ঝুলে চললেই কিন্তু সংসারটা মধুময় হয়!
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯
তারেক_মাহমুদ বলেছেন: ভালই
২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান!
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮
সাহসী সন্তান বলেছেন: আপা শেষের প্রশ্নটা কারে করলেন জাতি জানতে চায়? স্নান শেষে তোয়ালে আগাইয়া দেওয়ার অপশনডা শীতকাল শেষে রাখলে ভাল করবেন! বেশি ভালুবাসায় আবার সর্দিজ্বরের প্রকোপ দেখা দিতারে...
পেরেমের কাইব্য ভাল পাইলাম! শুভ কামনা জানবেন!
২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পাগলা রে করছি!!! কেন শীতকালে কি গোসল না কইরা গ্যাদড়ার মত থাকবো?
ভালো থাকিবেন!
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: ভেশ ভালো লাগলো।
২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান!
৭| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫
তাসবীর হক বলেছেন: শুধু লবণ দিবেন আফা?হলুদ-মরিচ দিব কেডায়?
২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হেইডা হেয় ই দিবো আমি শুধু নুন দিবো !!!
৮| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
বেয়াদপ কাক বলেছেন: দারুন রোমানটিক। ভালো লেগেছে।
২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান! ভালো থাকবেন!
৯| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
কোথায়ও জড়তা নেই, সব পরিস্কারভাবে বলা হয়েছে, এক রাক্ষুষে ভালোবাসার কথা, কার কপালে এই সুখ লেখা, কে জানে!
২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাপ রে রাক্ষুসে ভালোবাসা শব্দটা দেইখাই ভয় পাইছিলাম!! এরপর দেখি- সুখের কথা!!
হু কার কপালে যে লেখা আছে!!!
১০| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: আজকে আমি রান্না করেছি ডিমের তরকারি
২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওয়াও!! ভাবী কত্ত লাকি!! আচ্ছা ভাইয়া, ভাবী কি হেল্প করেছিলো? না নিজেই সব করেছেন?
১১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
মলাসইলমুইনা বলেছেন: এই ধ্যাত্তারিকা টাইপের সংসার আর মানুষ দুটোর ঠিকানাতো আমার নতুন জিপিএসে-ও আসছে না? কিভাবে পাবো ওই ঠিকানা ?
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা সংসার শুরু হলে আমি ডাক দিমুনে ভাই.........
১২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: না পারবে না।
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না পারলে কান ধইরা বাইর কইরা দিমুউউউউ
১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০২
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান !!!
১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪
সোহানী বলেছেন: হাহাহা কাটুস কুটুস প্রেম কাব্য............
ভালোলাগা +++++++++++++
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক শুকরান শুকরান!! হু কুটুস কুটুস জ্বালাতন !
১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৯
নূর-ই-হাফসা বলেছেন: কবিতা মজার লাগলো ।
কবির ইচ্ছে পূর্ণতা পাক ।
লাভ ম্যারেজ গুলো তে এমন হতে পারে ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! লাভ কিংবা সেটেল যেটাই হোক সংসারে একটু মিলে ঝুলে চললেই তা সুন্দর হতে পারে!!
১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০
ফ্রিটক বলেছেন: কিভাবে এত্তো সুন্দর ছড়া লেখলেন? এতো ভালবাসার টইটুম্বুর ছড়া।
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি ভাই!! মনে আসলো তাই লিখলাম!! শুকরান!
১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৭
ফেরদৌসা রুহী বলেছেন: পারবেনা মানে, পারতেই হবে।
ভালোবাসা থাকলে সবই সম্ভব।
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এক্সাক্টলি! না পারলে কান ধইরা বাইর কইরা দিমুউউ!!!
১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: আমার হাতের রান্না তার বিরাট আবদার।
বোধহয় অমৃতের মত লাগে।
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওয়াও!! গ্রেট ভাইয়া! একদিন আমিও খাবো আপনার হাতের রান্না!!!
১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০১
রানার ব্লগ বলেছেন: ভালো লাগল।
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান!
২০| ২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এতো একদমি সহজ কাজ পারবে না কেন! না পারলে আড়ি দেওয়া চাই।
ভাল লাগলো।
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক হু আমিও তাই বলি!!! তবে না পারলে কান ধইরা বাইর কইরা দিমু!!
২১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শিরোনাম দেখে উল্টোপাল্টা ভাবছিলাম! দ্বীনের পথে ফিরতে হবে। লেখা ভালো হয়েছে।
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যাক ধারনা পাল্টেছে তাহলে!! শুকরান!!
২২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৮
ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:
ট্রাম্প বলছেনঃ ফ্যান্টাস্টিক হবে।
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! শুকরান!
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬
প্রামানিক বলেছেন: মন্দ নয়