![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছর জুড়ে ছিলো চালের রেকর্ড আর পিঁয়াজের সেঞ্চুরি...
মাঝে মাঝে তুই আমি ভালোবাসায় মেরেছি বাউন্ডারি... !
পরীক্ষা আর প্রশ্ন ফাঁস যেন জোট বেঁধেছিলো......
তোর ভালোবাসা আমায় মুগ্ধ করে রেখেছিলো...!
জঙ্গীবিরোধী অভিযান আর গুম আতঙ্ক .........
আমাদের মান অভিমানেও যেন চলছিল জটিল অংক... !
দৃশ্যমান হয়েছিলো পদ্মা সেতু.........
অপেক্ষায় রেখেছিস আজও তুই- আমায় কিন্তু......!
ইস্যু ছিলো রোহিঙ্গা ইস্যু ছিলো বন্যা......
নিজেদের হারিয়ে ফেলে করতে চাই না আর কান্না...!
আলোচনায় সিনহার পদত্যাগ......
মেয়েদের পায়ে ফুটবলের ফুল......
আমাদের ও ছিলো কিছু কিছু ভুল...... !
বছর শেষে কেউ বা কক্সবাজার কেউ প্রবাল দ্বীপে ...
আমি শুধু যেতে চাই তোর বুকের ভালোবাসার দ্বীপে ...!
ছাদে না কি করা যাবে না থার্টি ফাস্ট নাইট...
জায়গা হিসেবে পছন্দ আমার তোর বুকের বাম সাইট... !
আজ রাতে আমরা খাবো ভুলকাভাত... ( পিকনিক)
তুই ছেলেটা ধরবি কবে আমার হাত... ?
৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুভেচ্ছা দাদা! ভালো থাকবেন!
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০২
ধ্রুবক আলো বলেছেন: বেশ কঠিন কবিতাই লেখে ফেলেছেন। এ বছর তো গেল আগামী বছর কিভাবে যায় কে জানে!!
নতুন বছরের শুভেচ্ছা।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক এমন ই তো চলছে সারাবছর! আমি শুধু ভালোবাসার সুর মিলিয়ে দিয়েছি! শুভ কামনা রইলো নতুন বছরের!
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা ভালো লাগলো।
বিগত দিনগুলোতে রেখে গেছেন কতোইনা স্মৃতি। পুরাতনকে পিছনে ঠেলে নতুনের আহ্বানে দুনিয়ার সবাই জেগেছে এক উৎসবে। আসুন আমরাও মেথে উঠি। বরণ করে নেই নব্বর্ষকে ২০১৮। নুতন বছরের শুভেচ্ছা জানবেন আপুনি।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুভেচ্ছা রইলো ভাই! ভালো থাকবেন সব সময়!
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাত ধরতে পারবে না। সমস্যা আছে। আরেকজন যদি বুক করে ফেলে থাকে?
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এ এ এ ঝাঁটা পিটা করুম তাইলে!! শুভেচ্ছা রইলো নতুন বছরের!
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: আরও কিছু পয়েন্ট বাদ গেছে।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু জানি... এত লিখতে ইচ্ছে হলো না তাই......।। শুভেচ্ছা রইলো নতুন বছরের!
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩২
বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।